জাল ভোটার ঘিরে দুপুর থেকেই খড়দহে উত্তেজনা। বিজেপি প্রার্থীর নিশানায় শাসক দল তৃণমূল। অভিযুক্তদের অনেকে চম্পট দিলেও একজনকে ধরে ফেলেন বিজেপি প্রার্থী জয় সাহা। তবে, ধস্তাধস্তি শেষে সেও পালিয়ে যায়। পরে অভিযুক্ত তাপস মজুমদার জয় সাহার বিরুদ্ধে পাল্টা মারধর, ছিনতাইয়ের অভিযোগ করেছেন। দাবি করেছেন, আগে বিজেপি করলেও এক মাস আগে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। সেই 'আক্রোশে'ই তাঁর উপর 'ভুয়ো' ভোটারের দায় চাপিয়ে হামলা করেছেন খড়দহের বিজেপি প্রার্থী। এমনকী নিজেকে ওই ভোটগ্রহণ কেন্দ্রের বৈধ ভোটার হিসাবেও দাবি করেছেন তাপস মজুমদার।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে অভিযুক্ত তাপস মজুমদার বলেন, 'আমি শশীভূষণ জুনিয়র বেসিক স্কুলের ২১৩ নম্বর বুথের ভোটার। ভোট দিয়ে যখন বেরচ্ছিলাম সেই সময়ই হঠাৎ জয় সাহা সহ বিজেপির ছেলেরা আমার উপর হামলা করে। ভুয়ো ভোটার বলে দেগে দেওয়ার চেষ্টা করে। আমাকে ফেলে মারধর করেছে ওরা। সোনার চেন ছিঁড়ে দিয়েছে। ভোটার আইকার্ড নিয়ে নিয়েছে।'
আরও পড়ুন- West Bengal Bypoll 2021 Live Updates: খড়দহে জাল ভোটারের অভিযোগ, গাড়ি থেকে নেমে ধাওয়া বিজেপি প্রার্থীর
কোন আক্রোশ থেকে বিজেপি প্রার্থী সহ কর্মীদের এই হামলা? তাপস মজুমদারের জবাব, 'আমরা আগে বিজেপি করতাম। জয় সাহা ক্রিমিনাল, তাই এক মাস আগে তৃণমূলে যোগ দিয়েছি। এতেই জয় সাহা ও তাঁর দলবলের রাগ।'
অভিযুক্তের দাবি নস্যাৎ করেছেন খড়দহের বিজেপি প্রার্থী। বলেছেন, 'মিথ্যা কথা। ওরা এইসব বলে দোষ ঢাকার চেষ্টা করছে। কেন ওদের কাছ থেকে এতগুলি ভুয়ো ভোটার কার্ড পাওয়া গেল। হার নিজেই খুলে ফেলেছে অভিযুক্ত। সব ছবি মিডিয়ার ক্যামেরায় রয়েছে।'
শনিবার ভোট চলাকালীন বেলা ১২টার পর খড়দহে গাড়ি থেকে নেমে একদল লোককে জাল ভোটার বলে ধাওয়া করেন বিজেপি প্রার্থী জয় সাহা। ঘটনা খড়দহের মুড়াগাছার। বিজেপি প্রার্থীর দাবি, শশীভূষণ জুনিয়র বেসিক স্কুলে ভোট দিতে বেশ কয়েকজন জাল ভোটার জড়ো হয়েছিলেন। খবর পেয়েই সেখানে যান তিনি। গাড়ি থেকে নেমেই এক জাল ভোটরকে তিনি ধরে ফেলেন বলে দাবি বিজেপি প্রার্থীর। এই ঘটনায় প্রবল উত্তেজনা তৈরি হয় খড়দহে। পুলিশের মদতে তৃণমূল এই কাজ করছে বলে দাবি করেন গেরুয়া প্রার্থী। তবে, বিজেপি প্রার্থীর অভিযোগকে সেই অর্থে আমল দেয়নি কমিশন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন