/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/mk-stalin.jpg)
ডিএমকে নেতা এম কে স্ট্যালিন। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।
বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। মোদিবাহিনীকে ক্ষমতাচ্যুত করতে মরিয়া বিরোধীরা। লোকসভা ভোটের আগে ফেডারেল ফ্রন্ট গঠনের তোড়জোড় চলছে এ বছরের শুরু থেকেই। এবার আরও একবার খবরের শিরোনামে এল ফেডারেল ফ্রন্ট। বিজেপিকে রুখতে আঞ্চলিক দলগুলির জোট মঞ্চে থাকতে চাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন ডিএমকে নেতা এম কে স্ট্যালিন। শুধু তাই নয়, বিজেপি-র বিরুদ্ধে লড়তে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রাজনৈতিক দলকে এক ছাতার তলায় আনার চেষ্টা করছেন, তৃণমূল নেত্রীর সেই উদ্যোগের প্রশংসা করে ট্যুইট করেছেন করুণানিধি পুত্র। ফেডারেল ফ্রন্টে তাঁর দল যে শামিল হতে চায় সে বার্তাও এদিন দিয়েছেন স্ট্যালিন। বিজেপির স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে লড়তে আঞ্চলিক দলগুলির যৌথ মঞ্চের পাশে তাঁর দল রয়েছে বলে এদিন ট্যুইট করে জানিয়েছেন তামিলনাড়ুর ওই নেতা।
আরও পড়ুন, পঞ্চায়েত ভোট: ই-মেলে মনোনয়ন নিয়ে হস্তক্ষেপ নয়, জানাল হাইকোর্ট
DMK has always stood for the unity of regional parties and stronger federal co-operation. I endorse the efforts of @MamataOfficial to bring together various political parties to oppose the autocratic and antidemocratic rule of the BJP.
— M.K.Stalin (@mkstalin) April 25, 2018
আরও পড়ুন, মোদি শুধু নিজের পদ নিয়েই ব্যস্ত, ফের প্রধানমন্ত্রীকে নিশানা রাহুলের
ফেডারেল ফ্রন্ট নিয়ে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা বরাবরই উল্লেখযোগ্য। চলতি বছরের বেশ কয়েকদিন আগেই দিল্লিতে এসে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সবাইকে একজোট করতে প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গেও বৈঠক করেন মমতা। আবার ফেডারেল ফ্রন্ট নিয়ে আলোচনা করতে সরাসরি নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। কেসিআর-মমতা বৈঠকেই ফেডারেল ফ্রন্ট গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে সেদিন বৈঠক শেষে জানান তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী।