Advertisment

Former PM Manmohan Singh Passes Away: প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

Former PM Manmohan Singh Passes Away: দিল্লির AIIMS-এ প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Former PM Manmohan Singh Passes Away:

প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং Photograph: (ফাইল ছবি)

Manmohan Singh Passes Away: প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে দিল্লির ভর্তি করা হয়েছিল তাকে। গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। আজ রাতেই দিল্লির এমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তিনি।

Advertisment

মনমোহন সিংয়ের প্রয়াণের খবর পেয়েই দিল্লির AIIMS-এ পৌঁছোন প্রিয়াঙ্কা গান্ধী, কর্ণাটক থেকে দিল্লির উদ্দেশে রওনা হন রাহুল গান্ধী, মল্লিকার্জন খাড়গেরা। মনমোহন সিংয়ের মেয়ে এবং স্ত্রীও এইমস-এ রয়েছেন। অন্যদিকে, কর্ণাটকের বেলাগাভিতে চলমান CWC সভা মাঝপথে বাতিল করেছে কংগ্রেস। রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও কর্ণাটক থেকে দিল্লি রওনা হন। শ্বাসকষ্টজনিত অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। দিল্লিতে রয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী। মনমোহন সিংয়ের মৃত্যুর খবর পেয়েই তিনিও AIIMS-এ রওনা হন।

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হয়েছিলেন  মনমোহন সিং। শুধু ভারতে নয়, গোটা বিশ্বের স্বনামধন্য অর্থনীতিবিদদের মধ্যে অগ্রগণ্য তিনি। তাঁর অর্থনৈতিক অভিজ্ঞতার প্রেক্ষিতে তাঁকে রাজনীতিতে আসার আমন্ত্রণ জানানো হয়। নরসিমা রাওয়ের মন্ত্রিসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। মনমোহন সিং ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Highlights:'বাংলাদেশে সংখ্যালঘুদের মানবাধিকার সংকটে', গর্জে উঠলেন চিন্ময়কৃষ্ণের আইনজীবী

আরও পড়ুন- Mamata Banerjee: 'গণ আন্দোলনের' পর এই প্রথম! সন্দেশখালি নিয়ে ভোটের প্রতিশ্রুতি পূরণের পথে মমতা

তিনিই প্রথম এবং একমাত্র রাজনীতিবিদ যিনি লোকসভা নির্বাচনে না জিতে দু'বার দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এরপরেও তিনি রাজ্যসভার মাধ্যমে কংগ্রেসের রাজনীতিতে নিজের উপস্থিতি বজায় রেখেছিলেন। রাজ্যসভার সাংসদ হিসাবে তাঁর মেয়াদ এই বছরেই পূর্ণ হয়েছে। মনমোহন সিং ভারতীয় পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানও ছিলেন।

Politics Death Manmohan Singh
Advertisment