Mamata Banerjee: 'গণ আন্দোলনের' পর এই প্রথম! সন্দেশখালি নিয়ে ভোটের প্রতিশ্রুতি পূরণের পথে মমতা
Mamata Banerjee: নির্বাচনের আগে সন্দেশখালি ছিল উত্তপ্ত। একের পর এক ঘটনায় তোলপাড় হয়েছিল এই দ্বীপ এলাকা। সেই নির্বাচনের আগে বলেছিলেন সন্দেশখালি যাব। অবশেষে বছরের শেষে বড় ঘোষণা মমতার।
Mamata Banerjee: লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালি ছিল উত্তপ্ত। একের পর এক ঘটনায় তোলপাড় হয়েছিল এই দ্বীপ এলাকা। সেই নির্বাচনের আগে বলেছিলেন সন্দেশখালি যাব। অবশেষে বছরের শেষ দিনের আগে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন সরকারি পরিষেবা বিতরণ অনুষ্ঠানে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী।
Advertisment
বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে একথা জানান তিনি। এর পাশাপাশি নতুন বছরের বেশ কিছু অনুষ্ঠানের কথা আগাম ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাঘরে সাংবাদিক বৈঠকে বলেন, "এবছর ৩০ ডিসেম্বর আমি সন্দেশখালি যাব। সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা তুলে দেওয়া হবে। নির্বাচনের আগে অনেকে জিজ্ঞেস করেছিল, দিদি আপনি সন্দেশখালি গেলেন না। আমি বলেছিলাম পরে যাব। ৩০ ডিসেম্বর বেলা ১ টায় সরকারি অনুষ্ঠানে থাকবো। লক্ষ্মীর ভান্ডার, বাংলার বাড়ি সহ নানা প্রকল্প আছে। প্রায় ২০ বাজার মানুষকে ওই সেভা থেকে সরকারি পরিষেবা তুলে দেওয়া হবে। আমি মঞ্চ থেকে বড় জোর ১০০ জনের হাতে তুলে দিতে পারব।"
১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের জন্মদিন। মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভা থেকে জানিয়ে দেন, সাধারণত এখানে দলের কথা বলি না। তবে ১ জানুয়ারি মা মাটি মানুষ দিবস পালন করি। ওই দিন মা মাটি মানুষকে উৎসর্গ করে থাকি। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, ২ জানুয়ারি নবান্নে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক হব। ব্লক স্তর থেকে জেলা স্তর, রাজ্য স্তর পর্যন্ত পর্যালোচনা বৈঠক হবে।
এদিন আরও একাধিক কর্মসূচি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ৬ জানুয়ারি প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগরে যাবেন। ৮ জানুয়ারি মিলেনিয়াম পার্কে রাজ্য সরকারের তত্বাবধানে ই ভেসেলের উদ্বোধন করবেন তিনি। জেলার হেডকোয়ার্টারগুলিতে একটি করে বিগবাজার তৈরি হবে বলে তিনি ঘোষণা করেছেন। আলিপুর চিড়িয়াখানার উল্টোদিকে একটি বিগবাজার হবে। রাজ্যে শিল্প সম্মেলন হবে নতুন বছরের ৫-৬ ফেব্রুয়ারি