Advertisment

West Bengal News Highlights:'বাংলাদেশে সংখ্যালঘুদের মানবাধিকার সংকটে', গর্জে উঠলেন চিন্ময়কৃষ্ণের আইনজীবী

West Bengal News Highlights 26 Dec, 2024:পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর লাইভ

News in West Bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

Latest West Bengal News Highlights:ভুয়ো পাসপোর্ট মামলার জাল কতদূর ছড়িয়েছে তা জানতে এবার ধৃতদের দফায় দফায় জেরা চলছে। গতকালই জাল পাসপোর্ট মামলায় উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থেকে মোক্তার আলম নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। এখনও পর্যন্ত জাল পাসপোর্ট মামলায় গ্রেফতারি বেড়ে হয়েছে ৬। তবে এই চক্রে আরও বেশ কয়েকজনের যোগ থাকতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

Advertisment

এদিকে আরজি কর (RG Kar) কান্ডে ন্যায়বিচারের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মতলায় অবস্থান-বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যেতে চেয়েছিল ওয়েস্ট 'বেঙ্গল জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস' এবং 'অভয়া মঞ্চ'। তবে তাদের সেই দাবিকে নাকচ করেছে কলকাতা পুলিশ। এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের আগের নির্দেশ স্মরণ করিয়ে দেওয়া হয়েছে চিকিৎসকদের। উচ্চ আদালত আজ ২৬ ডিসেম্বর পর্যন্ত ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে চিকিৎসকদের বিক্ষোভ কর্মসূচিতে ছাড়পত্র দিয়েছিল।

অন্যদিকে, বাংলাদেশের (Bangladesh) অস্থির পরিস্থিতির সুযোগে সীমান্ত পেরিয়ে এ রাজ্য দিয়ে ভারতে অনুপ্রবেশের আশঙ্কা বাড়ছে। এই পরিস্থিতিতে সীমান্তে নজরদারি বহু গুণে বাড়িয়েছে বিএসএফ। ভারত এবং বাংলাদেশ দু'তরফ থেকেই সীমান্ত সম্পূর্ণরূপে সুরক্ষিত রয়েছে বলে গতকালই জানিয়েছেন সীমান্ত রক্ষী বাহিনীর ডিজি। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-সহ সুন্দরবনের প্রত্যন্ত এলাকা দিয়ে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের আশঙ্কা বেড়েছে। এই পরিস্থিতিতে সুন্দরবনের প্রতিটি থানা এলাকায় পুলিশি নজরদারিও বহু গুণে বাড়ানো হয়েছে। পর্যটনের ভরা মরশুমে সুন্দরবন এলাকায় ভিড় বাড়ছে। সেই ভিড়ের সুযোগে কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে সদা সচেষ্টা রয়েছে প্রশাসন। 

  • Dec 26, 2024 15:17 IST

    West Bengal News Live: দেখা পার্থ-অর্পিতার!

    ফের দেখা হল পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee)। ED-র মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেও CBI-এর মামলায় বারবার জামিনের আবেদন করেও ব্যর্থ হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আজ নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্র-সহ ৫৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। সেই কারণেই নগর দায়রা আদালতে হাজিরা দিয়েছিলেন তাঁরা। 

    বিস্তারিত পড়ুন- Partha-Arpita: ফের সামনাসামনি দেখা পার্থ-অর্পিতার! আলাদা করে কিছু কথা হল?



  • Dec 26, 2024 14:53 IST

    West Bengal News Live: গর্জে উঠলেন চিন্ময়কৃষ্ণের আইনজীবী

    আবারও বিস্ফোরক মন্তব্য চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ। এই মুহূর্তে ভারতে রয়েছেন তিনি। ইসকনের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বর্ষীয়ান আইনজীবী বলেন, "চিন্ময়কৃষ্ণকে আসামী বানানো হয়েছে। গণতন্ত্র ও মানবাধিকারের জন্য আমাদের লড়াই চলবে। আন্তর্জাতিক আইন মানছে না বাংলাদেশ সরকার। এক আইনজীবীর মৃত্যুতে আমাদের দায়ী করা হচ্ছে। বাংলাদেশে ৬ হাজার ৬৫৩টি এমন ঘটনা ঘটেছে। বাংলাদেশের সংখ্যালঘুদের মানবাধিকার সংকটে। চিন্ময়কৃষ্ণ মুক্তি পান এটাই প্রার্থনা করছি।"



  • Advertisment
  • Dec 26, 2024 14:19 IST

    West Bengal News Live: পণের দাবিতে বধূ খুন

    পণের দাবিতে বিয়ের এক মাসের মাথায় স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। বিয়ের পর থেকেই স্ত্রীর উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হত বলে অভিযোগ। স্ত্রীকে খুনের অভিযোগ স্বামী সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। এই ঘটনায় স্বামী অরূপ নস্কর, শ্বশুর প্রণব নস্কর, ভাসুর স্বরূপ নস্কর ও বৌদি পুজা নস্করের বিরুদ্ধে সোনারপুর থানার খুনের অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। 



  • Dec 26, 2024 12:39 IST

    West Bengal News Live: নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুন

    আবারও নন্দীগ্রামে খুন তৃণমূল কর্মী। নন্দীগ্রামের সতেঙ্গাবাড়ি গিরি বাজার এলাকার ঘটনা। অভিযোগের তির বিজেপির দিকে। নিহত মহাদেব বিষয়ী বৃন্দাবনচক দক্ষিণ বুথ নম্বর ২৫৩ তৃণমূল কর্মী ছিলেন। স্থানীয় একটি দোকানঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। পিটিয়ে মারা হয়েছে বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে।



  • Dec 26, 2024 12:12 IST

    West Bengal News Live:বাংলাদেশ সচিবালয়ে আগুন

    এবার ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে আগুন। বাংলাদেশের সংবাদমাধ্যম ডেইলি স্টারের প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, সচিবালয়ের ৭ নম্বর ভবনের ছয়তলায় আগুন লাগে। একে একে আগুন নেভাতে দমকলের ১৮টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। সেদেশের আরও এক সংবাদসংস্থা 'প্রথম আলো' সূত্রে খবর গতকাল রাতে আগুন লাগার খবর আসে দমকলের কাছে। যদিও এখনও আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি।

    বিস্তারিত পড়ুন- Bangladesh Secretariat: বাংলাদেশ সচিবালয়ে আগুন, আশঙ্কা নাশকতার! ইউনূস সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র?



  • Dec 26, 2024 11:26 IST

    West Bengal News Live:ডোরিনা ক্রসিংয়ের নাম বদলের দাবি

    এবার আরজি করের নির্যাতিতা তরুণীর স্মৃতিতে রাস্তার নামকরণের দাবি তুলেছে চিকিৎসকদের সংগঠন। কলকাতার ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের নাম বদলের প্রস্তাব দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছে চিকিৎসকদের সংগঠন। ডোরিনা ক্রসিংয়ের নাম বদলে 'অভয়া ক্রসিং' করা হোক, এই দাবি জানিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ মুখ্যসচিব মনোজ পন্থ, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে চিঠি লিখেছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম।

    বিস্তারিত পড়ুন- Dorina Crossing:ডোরিনা ক্রসিংয়ের নাম বদলে 'অভয়া ক্রসিং' করার দাবি, মুখ্যমন্ত্রীকে চিঠি চিকিৎসক সংগঠনের



  • Dec 26, 2024 09:54 IST

    West Bengal News Live:বান্দোয়ানে বাঘ

    ওড়িশার সিমলিপালের বাঘ এখন পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলে ঘাপটি মেরে রয়েছে। গত কয়েকদিনে ছাগলের টোপ দিয়ে বাঘ ধরার চেষ্টা চলেছে। তবে ফাঁদে পা দেয়নি বাঘিনী জিনাত। বান্দোয়ানের রাইকা জঙ্গল লাগোয়া গ্রামে চূড়ান্ত সতর্কতা। জঙ্গল লাগোয়া গ্রাম বরাবর এবার জাল দিয়ে ঘিরে ফেললেন বনকর্মীরা। বাঘকে কাবু করতে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আধিকারিক-কর্মীরা রীতিমতো তৎপরতা নিচ্ছেন।



  • Dec 26, 2024 09:47 IST

    West Bengal News Live:মেট্রোয় বিভ্রাট!

    ফের মেট্রোয় ভোগান্তি। বৃহস্পতিবার কাজের দিনে মেট্রোয় বিভ্রাট। বেলগাছিয়ায় মেট্রোর রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তারই জেরে বিপত্তি তৈরি হয়। গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বন্ধ পরিষেবা। অফিস টাইমে মেট্রো বিভ্রাটে চরম ভোগান্তি যাত্রীদের। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা মেট্রোরেল কর্তৃপক্ষের।



  • Dec 26, 2024 09:00 IST

    West Bengal News Live:পৌষেও টানা বৃষ্টি?

    ভরা পৌষেও দেখা নেই হা কাঁপানো ঠান্ডার। শীতের অনুভূতি থাকলেও তা বড়ই থেকে। এক কথায় বড়দিন পেরিয়ে গেলেও জমাটি ঠান্ডা এখনো অধরা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং বাদ দিলে বাকি জেলাগুলিতেও ডিসেম্বর মাস শেষ হতে চললেও কাপানো ঠান্ডা পড়েনি। এরই মাঝে ফের একবার বৃষ্টির ভ্রুকুটি রাজ্যে। উত্তরবঙ্গের পার্বত্য জেলায় রয়েছে তুষারপাতের সম্ভাবনা। 

    বিস্তারিত পড়ুন- West Bengal Weather: ঝঞ্ঝায়-ঝঞ্ঝায় শীতের দফারফা, পৌষেও টানা বৃষ্টি? শীত নিয়ে বড় আপডেট!



  • Dec 26, 2024 08:33 IST

    West Bengal News Live:পরিচারিকা গ্রেফতার

    কলকাতায় পরিচারিকার কাজের নামে গৃহস্থের বাড়িতে চুরির অভিযোগে গ্রেফতার ক্যানিংয়ের তরুণী জবা ব্যানার্জি। গল্ফগ্রিন এলাকায় এক গৃহস্থের বাড়ি থেকে সোনার গহনা চুরির অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ। চুরির সামগ্রী ক্যানিংয়ের বাড়িতে এনে পুকুর পাড়ে আগাছার মধ্যে লুকিয়ে রাখে সে। পুলিশ চাপ দিতে নানাভাবে পুলিশকে ঘোরাতে থাকে জবা। মিথ্যা কথা বলে পুলিশকে বারবার বিভ্রান্ত করতে থাকে সে। অবশেষে বুধবার রাতে জবাকে নিয়ে চুরির সামগ্রী উদ্ধার করতে ক্যানিংয়ে আসে গল্ফগ্রিন থানার পুলিশ। জবার বাড়িতে গিয়ে তার মাকে চাপ দিতেই বেরিয়ে আসে আসল ঘটনা। জবার মা পুলিশের চাপে পড়ে পুকুর পাড়ের আগাছার মধ্যে থেকে বের করে দেয় চুরির আংটি, কানের দুল। সামগ্রী উদ্ধার হওয়ায় ফের জবাকে নিয়ে কলকাতায় রওনা দেয় গল্ফগ্রিন থানার পুলিশ।



  • Dec 26, 2024 08:27 IST

    West Bengal News Live:পুলিশকে শাসানি তৃণমূল নেতার

    আবারও এক শাসক নেতার হুঁশিয়ারির মুখে পুলিশ। এবার ঘটনাস্থল অনুব্রতর গড় হিসাবেই পরিচিত পূর্ব বর্ধমানের  মঙ্গলকোট। এখানকার ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মাসুদুর রহমান দিনে দুপুরে জনবহুল রাস্তায় দাঁড়িয়ে একেবারে অনুব্রতর কায়দায় আঙুল উঁচিয়ে পুলিশকে হুঁশিয়ারি দেন। পুলিশকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “ফ্লেক্স ও ব্যানার পোড়ানোর ঘটনায় জড়িত দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। একটা পর্যন্ত সময় থাকল। না হলে আপনাদেরকেও হাতে চুড়ি পড়িয়ে দেব।"



Bangladesh Crisis Bangladesh Bangla News news of west bengal news in west bengal CM Mamata banerjee RG Kar Case Bengali News Today
Advertisment