Modi On Maharastra Election Results 2024: মহারাষ্ট্রের মসনদে ফের মহায্যুতি সরকার। রাজ্যে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বিজেপি। ২৮৮টি বিধানসভা আসনের মধ্যে এর মধ্যে ১৩২ টি'তেই একক ভাবে জয়ী বিজেপি। এমভিএ-এর ঝুলিতে মাত্র ৪৯টি আসন। বিপরীতে ২৩৫টি আসন মহয্যুতির খাতায়। অপরদিকে ঝাড়খণ্ডে জেএমএমের নেতৃত্বে ইন্ডিয়া জোট ব্লক, ৫৬টি আসন জিতেছে। যেখানে এনডিএ-এর ঝুলিতে মাত্র ২৪টি আসন।
মহারাষ্ট্রে বিরাট সাফল্যের পর প্রধানমন্ত্রী মোদী মহারাষ্ট্রের জনসাধারণকে অভিনন্দন জানিয়ে বলেন,' 'আপনার একটি ভোট শুধু জিততে নয়, দেশ গড়ার হাতিয়ার '। পাশাপাশি রাজ্যে বিজেপির দুর্দান্ত পারফরম্যান্সের পরে প্রধানমন্ত্রী মোদী দেবেন্দ্র ফড়নবিশকেকে 'বেস্ট ফ্রেন্ড' বলে উল্লেখ করেছেন।
ভারতের শহরগুলি উন্নয়নের ইঞ্জিন - প্রধানমন্ত্রী মোদী
প্রধানমন্ত্রী মোদী বলেন, 'আজ শহরের মানুষের প্রতিটি চাহিদার কথা মাথায় রেখে বিজেপি একটানা কাজ করছে। শহুরে ভারত জীবন যাত্রাকে আরও সহজ করে তুলতে মানুষ বিজেপির উপর আস্থা রাখছেন। শহুরে জীবনের মান উন্নত করতে একের পর এক নীতি তৈরি করছে বিজেপি। ভারতের শহরগুলি উন্নয়নের ইঞ্জিন। আমি লাল কেল্লা থেকে বলেছিলাম যে আমি এমন এক লক্ষ যুবককে রাজনীতিতে আনতে চাই যাদের পরিবার সরাসরি রাজনীতিতে যুক্ত নয়। জনসাধারণও এমন প্রার্থীদের আশীর্বাদ করেছে। আমরা উন্নত দেশ গড়ার লক্ষ্যে যাত্রা করেছি'।
সাত সকালেই খাস কলকাতায় ভয়াবহ আগুন, দমবন্ধ পরিস্থিতি, তুমুল আতঙ্কে ঘরছাড়া মানুষ
কংগ্রেসের শহুরে নকশালবাদ থেকে সতর্ক থাকা জরুরি - প্রধানমন্ত্রী মোদী
প্রধানমন্ত্রী মোদী এদিনও কংগ্রেসকে নিশানা করে বলেন, 'কংগ্রেসের কাছে দেশের মানুষ নয়, নিজের পরিবার আগে। দক্ষিণে গিয়ে উত্তরকে গালি দাও, উত্তরে গিয়ে দক্ষিণকে গালি দাও এবং বিদেশে গিয়ে দেশকে গালি দাও। এটাই কংগ্রেসের নীতি। কংগ্রেসের শহুরে নকশালরা আজ ভারতের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর রিমোট কন্ট্রোল রয়েছে বিদেশের হাতে। এদের থেকে দূরে থাকতে হবে। কংগ্রেসের বাস্তবতাকে বোঝাটা জরুরি'।
ক্ষমতার ক্ষুধা মেটানোর জন্য জাতপাতের বিষ মিশিয়ে দিচ্ছে কংগ্রেস – প্রধানমন্ত্রী মোদী
প্রধানমন্ত্রী মোদী বলেছেন,' কংগ্রেস সামাজিক ন্যায়বিচারের চেতনাকে ভেঙে দিয়েছে। নিজেদের ক্ষমতার ক্ষুধা মেটাতে সমাজে জাতপাতের বিষ ছড়াচ্ছে কংগ্রেসের এই পরিবার। ক্ষমতার ক্ষুধা এতটাই চরম যে তারা নিজেদের দলকেই খেয়ে ফেলেছে। শুধুমাত্র একটি পরিবারের লোকদের কংগ্রেস পরিচালনার অধিকার রয়েছে'।
নভেম্বরের শেষ সপ্তাহেই জাঁকিয়ে শীত? বরফে ঢাকবে দার্জিলিং? জানুন লেটেস্ট ওয়েদার আপডেট!
কংগ্রেস ওয়াকফ বোর্ডের ব্যবস্থা তৈরি করেছে - প্রধানমন্ত্রী মোদী
প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, 'ক্ষমতার ক্ষুধায়, কংগ্রেস সংবিধানের ধর্মনিরপেক্ষতার চেতনাকে ভেঙে দিয়েছে। সেই সময়েও আমরা হিন্দু মূল্যবোধ বজায় রেখে ধর্মনিরপেক্ষতার পথ বেছে নিয়েছিলাম, কিন্তু এই কংগ্রেস মিথ্যা ধর্মনিরপেক্ষতার নামে তা নষ্ট করে দিয়েছে। তুষ্টির বীজ বপন করে সমাজে সংবিধানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে কংগ্রেস। এর একটি উদাহরণ ওয়াকফ বোর্ড। দিল্লির মানুষ জানলে অবাক হবেন যে পরিস্থিতি এমন ছিল যে সরকার চলে যাওয়ার আগে দিল্লির সম্পত্তি ওয়াকফ বোর্ডের কাছে হস্তান্তর করা হয়েছিল। সংবিধানে ওয়াকফের কোনো স্থান নেই, কিন্তু কংগ্রেস এই ব্যবস্থা তৈরি করেছে'।
বিশ্বের কোন শক্তিই ৩৭০ ধারা ফিরিয়ে আনতে পারবে না – প্রধানমন্ত্রী মোদী
প্রধানমন্ত্রী মোদী তাঁর ভাষণে বলেন,'মহারাষ্ট্রের মানুষের রায় আরেকটি বার্তা দিয়েছে সমগ্র দেশে কেবল একটি সংবিধানই বিরাজ করবে। পর্দার আড়ালে যারাই দুটি সংবিধান নিয়ে কথা বলবে দেশ তাদের পুরোপুরি প্রত্যাখ্যান করবে। কংগ্রেস এবং তার সহযোগীরা আবার জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা ফিরিয়ে আনার চেষ্টা করেছিল। আমি কংগ্রেসকে বলছি বিশ্বের কোনো শক্তিই ৩৭০ ধারা ফিরিয়ে আনতে পারবে না'।