West Bengal Weather Update: রাজ্যজুড়ে শীতের আমেজ। আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা আরও নামার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শীতের আমেজ বাড়ার সঙ্গে সঙ্গে একাধিক জেলায় সকালের দিকে দেখা যাচ্ছে কুয়াশা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় সকালের দিকে কুয়াশার দাপট দেখা যাবে। উত্তুরে হাওয়া ঢোকার সব রকম অনুকূল পরিস্থিতি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সব মিলিয়ে জোরালো শীত পড়ার সবরকম সম্ভাবনা তৈরি। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং এবং দুই দিনাজপুরে সকালের দিকে কুয়াশা থাকবে। আপাতত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। আজ দিনের সর্বনিন্ম তাপমাত্র ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
'মমতা চিরকাল বাংলা শাসন করবেন', বিজেপি নেতার বিস্ফোরক পোস্ট, তুমুল জল্পনা!
এদিকে শীতের মাঝেই নতুন করে কাঁটা নিন্মচাপ। যার কারণে সেভাবে শীত এখনও উপভোগ করতে পারেনি বঙ্গবাসী। আগামী তিন থেকে চারদিন সেভাবে পারদ না নামলেও সপ্তাহের শেষ দিকে পারদ পতনের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে নতুন করে বঙ্গোপসাগরে দানা বেঁধেছে নিন্মচাপ। সেটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপের রূপ নিতে পারে। এরপর শক্তি বাড়িয়ে শ্রীলঙ্কা-তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বাংলায় এর প্রত্যক্ষ প্রভাব পড়ার কোনো সম্ভাবনা নেই।
'জগৎজোড়া' সাফল্যের অভূতপূর্ব নজির! অনন্য প্রতিভায় বাংলার মুখ উজ্বল করল একরত্তি!
আগামী ২-৩দিন রাজ্যে সেভাবে তাপমাত্রা কমবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। একাধিক জেলায় থাকবে কুয়াশার দাপড়। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেভাবে নেই। কলকাতা সহ সব জেলাতেই আকাশ মূলত পরিষ্কার থাকবে। পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পঙে বেশ নেমেছে তাপমাত্রা। দার্জিলিং ফের তুষারপাতের সম্ভাবনা রয়েছে।