Jagdeep Dhankhar: রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে এবারঅনাস্থা প্রস্তাব আনল বিরোধী ইন্ডিয়া জোট।
সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেছে ইন্ডিয়া জোট।
ধনখড়ের কাজকর্মে ক্ষুব্ধ হয়ে বিরোধীরা অনাস্থা প্রস্তাব পেশের সিদ্ধান্ত নিয়েছে। এই প্রস্তাবে স্পিকারের বিরুদ্ধে সংসদে পক্ষপাতমূলক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। বিরোধী জোটের সাংসদরা 67(বি) ধারায় অনাস্থা প্রস্তাব পেশ করেছে। প্রায় ৭০ জন সংসদ সদস্য অনাস্থা প্রস্তাবে সই করেছেন। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি সহ আরও অনেক ছোট দল এই প্রস্তাবে ঐক্যবদ্ধ হয়েছে।
ইসকনকে উপড়ে ফেলার হুঙ্কারের মাঝেই এবার ভারতের গর্জন, সিটিয়ে বাংলাদেশ
আগস্টে সংসদের বর্ষাকালীন অধিবেশন চলাকালীন স্পিকারের বিরুদ্ধে স্বাক্ষর অভিযান চালিয়েছিল বিরোধীরা। এখন ইন্ডিয়া ব্লকের অনেক নেতা চেয়ারম্যান জগদীপ ধনখরের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন। এ ছাড়া তার বিরুদ্ধে পক্ষপাতমূলক মনোভাব দেখানোর অভিযোগও এনেছে বিরোধীরা। এদিকে, রাজ্যসভার কার্যক্রম ১১ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে।
এর আগে, বিরোধীরা দাবি করেছিল যে অনাস্থা প্রস্তাবে প্রায় ৭০ জন সংসদ সদস্য স্বাক্ষর করেছেন। জানা গিয়েছে তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টিও অনাস্থা প্রস্তাবকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে। এই দুই দলের রাজ্যসভার সদস্যরাও প্রস্তাবে সই করেছেন।
প্রথম চেষ্টাতেই IAS, দেশের অন্যতম দক্ষ আমলার কাঁধে এবার RBI-এর গুরুদায়িত্ব
রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে প্রথম অনাস্থা প্রস্তাব
ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিরোধী ইন্ডিয়া জোট। এটিই প্রথম কোনো রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব। আগের অধিবেশনেও বিরোধীরা একই ধরনের উদ্বেগ উত্থাপন করেছিল, কিন্তু প্রস্তাবের বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তৃণমূল কংগ্রেস (টিএমসি), আম আদমি পার্টি (এএপি) এবং সমাজবাদী পার্টি (এসপি) সহ বিরোধী দলগুলি সম্মিলিতভাবে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধানখরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছে, সংবিধানের ৬৭(বি) ধারার অধীনে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে।
কংগ্রেস সাংসদ দিগ্বিজয় সিং বলেছেন, "বিরোধীরা ক্রমাগত হাউস চালানোর দাবি করছে, কিন্তু চেয়ারম্যান ধনখড় শাসক দলকে হাউসে অচলাবস্থা তৈরি করার সুযোগ দেন। চেয়ারম্যানের এই পক্ষপাতদুষ্ট মনোভাব গণতন্ত্রের পরিপন্থী। রাজ্যসভার বিরোধীদলীয় নেতা মল্লিকার্জুন খাড়গেও বলেন, এভাবে গণতন্ত্রকে হত্যা করা উচিত নয়।