Advertisment

কর্নাটকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজেপি-কংগ্রেস, চলছে ২২২টি কেন্দ্রে ভোটগ্রহণ

কর্নাটকে ক্ষমতা ধরে রাখতে মরিয়া কংগ্রেসের সিদ্দারামাইয়া সরকার, অন্যদিকে বদল এনে মসনদে বসতে ভোটে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি।

author-image
IE Bangla Web Desk
New Update
karnataka elections

Karnataka Election Results 2018: জয়ের হাসি কে হাসবে? জানা যাবে আজই। ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস।

সারা দেশের নজর আজ কর্নাটকের দিকে। দক্ষিণের এই রাজ্যে আজ হাড্ডাহাড্ডি লড়াইয়ে শামিল কংগ্রেস ও বিজেপি। একদিকে ক্ষমতা ধরে রাখতে মরিয়া কংগ্রেসের সিদ্দারামাইয়া সরকার। অন্যদিকে বদল এনে মসনদে বসতে ভোটে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। আজ কর্নাটকে ২২৪টি কেন্দ্রের মধ্যে ২২২টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। অন্য দুটি কেন্দ্রে আজ ভোটগ্রহণ হচ্ছে না। তার মধ্যে বিজেপি প্রার্থীর আকস্মিক মৃত্যুর জেরে জয়নগর কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে না আজ। আরেক কেন্দ্র রাজরাজেশ্বরী নগরে ভোটারদের ওপর প্রভাব খাটানো হয়েছে, এমন অভিযোগে কমিশনের নির্দেশে ভোট স্থগিত হয়েছে।

Advertisment

karnataka elections কমপক্ষে ৪.৯৭ কোটি ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস।

আরও পড়ুন, ফ্ল্যাটের মধ্যে বহু পরিমাণ ভোটার কার্ড! কর্নাটকে ভোটের আগে কাদা ছোড়াছুড়ি কং-বিজেপির

এবার কর্নাটকে কমপক্ষে ৪.৯৭ কোটি ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে রাজ্যের রায় জানাবেন। আজই ভোটে ভাগ্যপরীক্ষার মুখোমুখি হয়েছেন প্রায় ২ হাজার ৬০০ প্রার্থী।

karnataka elections দক্ষিণের এই রাজ্যের বিধানসভা ভোট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস।

আরও পড়ুন, প্রধানমন্ত্রী পদের দাবিদার রাহুল, তির্যক নরেন্দ্র মোদি

লোকসভা নির্বাচনের আগে দক্ষিণের এই রাজ্যের বিধানসভা ভোট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। দেশে কংগ্রেসের অন্যতম শক্ত ঘাঁটি কর্নাটক। অন্যদিকে দক্ষিণের এই রাজ্য দখল করতে জোরকদমে প্রচার চালিয়েছে গেরুয়া শিবির। দক্ষিণের এই রাজ্যে শেষ হাসি কে হাসবে, তা জানা যাবে ১৫ মে।

কর্নাটকে বিধানসভা নির্বাচন নিয়ে সকাল থেকেই সোশ্যাল সাইটে চর্চা চলছে। দেখে নিন কিছু টুকরো ছবি...

bjp CONGRESS national news karnataka elections
Advertisment