কাঠুয়া ও উন্নাওয়ের ঘটনার প্রতিবাদের সুর ক্রমশ চড়ছে। এ রাজ্যে ইতিমধ্যেই এই দুই ঘটনার প্রতিবাদের ছবি ধরা পড়েছে। এবার আরও একবার কাঠুয়া ও উন্নাওয়ের ঘটনার প্রতিবাদে শামিল হলেন এ রাজ্যের বাসিন্দারা। শুক্রবার সকালে দক্ষিণ-পূর্ব শাখার চেঙ্গাইল স্টেশনে রেল অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। কাঠুয়ায় ৮ বছরের শিশুকন্যাকে দেবস্থানে আটকে রেখে গণধর্ষণ করে খুনের ঘটনা ও উন্নাওয়ে ১৭ বছরের কিশোরীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে এদিন রেল অবরোধ করেন স্থানীয়রা।চেঙ্গাইল স্টেশনে রেল অবরোধের জেরে অফিস টাইমে ভোগান্তিতে পড়তে হল হাওড়া-খড়গপুর শাখার নিত্যযাত্রীদের।
শুক্রবার চেঙ্গাইল স্টেশনে স্থানীয়দের অবরোধের জেরে বিভিন্ন স্টেশনে আটকে পড়ে দূরপাল্লার ট্রেন। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে লোকাল ট্রেনও। ফলে হাওড়া-খড়গপুর শাখায় আপ ও ডাউন লাইনে ব্যাহত হয় ট্রেন চলাচল। দক্ষিণ-পূর্ব শাখার নিত্যযাত্রী মণীন্দ্রনাথ সামন্ত এদিন আই ই বাংলাকে ফোনে বলেন, ‘‘কাঠুয়া ও উন্নাওের ঘটনায় স্থানীয়রা প্রতিবাদ দেখান। চেঙ্গাইল স্টেশনে রেল অবরোধ করেন। যার জেরে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে।’’ সকাল সাড়ে ৭টা নাগাদ চেঙ্গাইল স্টেশনে রেল অবরোধ শুরু হয় বলে জানা গেছে। রেল সূত্রে জানা গেছে, চেঙ্গাইলে এদিনের অবরোধের জেরে একাধিক ট্রেন আটকে পড়েছে বিভিন্ন স্টেশনে। হাওড়া-খড়গপুর শাখায় ৩৫টি ট্রেন আটকে রয়েছে বলে রেল সূত্রে খবর। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
আরও পড়ুন, মানবিক মুখ দেখাল কলকাতার সম্প্রীতির মিছিল
তবে এদিন শুধু রেল অবরোধই নয়। হাওড়া জেলার আরও এক এলাকায় এদিন কাঠুয়া ও উন্নাওয়ের ঘটনায় প্রতিবাদ দেখান স্থানীয়রা। উলুবেড়িয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন, কাঠুয়ার ঘটনার প্রতিবাদে মিছিলে হাঁটলেন কলকাতায় পড়ুয়ারা
এর আগেই কাঠুয়া ও উন্নাওয়ের ঘটনায় বেশ কয়েকবার কলকাতায় প্রতিবাদের ছবি ধরা পড়েছে। কাঠুয়া ও উন্নাওয়ের ধর্ষণের প্রতিবাদে শহরে মিছিল করে তৃণমূল ও কংগ্রেস। কিছুদিন আগে ধর্মতলা চত্বরে এই দুই ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখান শহরের পড়ুয়ারা। দেশের নারীদের সুরক্ষার দাবিতে সেন্ট পলস ক্যাথিড্রালের সামনে সব ধর্মের প্রতিনিধিদের মোমবাতি মিছিল সমাজকে মানবিক হওয়ার বার্তা দিয়েছিল।
আরও পড়ুন,কাঠুয়া ও উন্নাওয়ের ঘটনায় সরব নেটিজেনরা
রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী, এমনকি, রাষ্ট্রসংঘের মহাসচবিও কাঠুয়ার ঘটনার নিন্দা জানিয়ে সরব হয়েছেন। কাঠুয়া ও উন্নাওয়ের ঘটনার প্রতিবাদে শামিল হয়েছেন নেটিজেনরাও।