Advertisment

আমরা আমাদের রাজনীতি করব: শরদ পাওয়ার

বিকল্প জোট গঠনে তৎপর কংগ্রেসের মহারাষ্ট্রের নেতারা। ''যেকোনও মূল্যে বিজেপিকে ক্ষমতায় ফেরা থেকে রুখতে হবে। তাই কংগ্রেসের আর দর্শক হয়ে বসে থাকা ঠিক হবে না।''

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সোনিয়া গান্ধী ও শরদ পাওয়ার

মহারাষ্ট্রের রাজনৈতিক মহা-জট কী সোমবার কাটতে চলেছে? রবিবার সোনিয়া পাওয়ার বৈঠক স্থগিতের পরই প্রশ্ন 'বিকল্প' জোট ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছিল। তবে, এনসিপি নেতা নবাব মালিক স্পষ্ট জানিয়ে দেন কংগ্রেস সভানেত্রীর সঙ্গে আজই মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে আলোচনা করবেন শরদ পাওয়ার। সেখানেই চূড়ান্ত হতে পারে 'বিকল্প'জোটের সরকার গঠনের ছাড়পত্র।

Advertisment

আজ এনসিপি প্রধান বলেন, 'শিবসেনা বিজেপি সঙ্গে জোট গড়ে ভোট লড়েছিল। অন্যদিকে, এনসিপি ও কংগ্রেসের জোট ছিল। আমরা আমাদের রাজনীতি করব। ওদের নির্দিষ্ট পথ বেছে নিতে হবে।' পাওয়ারের এই মন্তব্য শিবসেনার প্রতি বার্তা বলে মনে করছে রৈজনাতিক মহল।

রবিবার পুনেতে এনসিপি-র কোর কমিটির বৈঠক হয়। দলের প্রধান শরদ পাওয়ার ছাড়াও সেখানে ছিলেন এনসিপি নেতা নবাব মালিক, অজিত পাওয়ার, ধনঞ্জয় মুন্ডে, সুপ্রিয়া সুলে, সুনীল তাতকারের মতো নেতারা। ওই বৈঠক শেষে পাতিল বলেন, 'সোমবার দিল্লিতে বৈঠক করবেন কংগ্রেস ও এনসিপি দলের প্রধান। ওই বৈঠক থেকেই সম্ভবত মহারাষ্টের বিকল্প জোট সরকারের ছাড়পত্র মিলবে।' এদিনের বৈঠক সফল হলে মঙ্গলবার রাজধানীতে সরকারের দফতর বন্টন নিয়ে আলোচনায় বসতে পারেন কংগ্রেস, এনসিপি ও শিবসেনা নেতৃত্ব।

আরও পড়ুন: ‘বালাসাহেব ঠাকরে আমাদের আত্মসম্মান শিখিয়েছেন’, কুর্সি দখলের মাঝে শিবসেনাদের ‘বার্তা’ ফড়নবীশের

এতদিন শিবসেনার তরফে একদা শরিক বিজেপির বিরুদ্ধে বিধায়ক কেনা-বেচার অভিযোগ করা হচ্ছিল। দলের মুখপত্র 'সামনায়' গত শনিবার এই প্রসঙ্গে বিজেপিকে নিশানা করা হয়। এদিন এনসিপি নেতা নবাব মালিক বলেন এনসিপির বহু বিক্ষুব্ধ নেতা 'ঘর ওয়াপসির' জন্য মুখিয়ে রয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন ফোনে কথাও বলতে শুরু করে দিয়েছে। তাঁর কথায়, 'বেশ কয়েকজন বিজেপি বিধায়ক, যাঁরা এনসিপি ছেড়ে পদ্ণের টিকিটে জিতেছেন তাঁরা ফের দলে ফফিরতে চাইছেন। আমাদের সঙ্গে যোগাযোগও করছেন তাঁরা।'

আরও পড়ুন: অযোধ্যা রায়ের বিরুদ্ধে আবেদন করছে মুসলিম ল বোর্ড ও জামিয়ত উলেমা-ই-হিন্দ

বিকল্প জোট গঠনে তৎপর কংগ্রেসের মহারাষ্ট্রের নেতারা। উপ-মুখ্যমন্ত্রী পদ নিয়ে শিবসেনার সঙ্গে মনকষাকষির বিষয়টি উড়িয়ে দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ততা কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চৌহান। তিনি বলেন, 'যেকোনও মূল্যে বিজেপিকে ক্ষমতায় আসা থেকে রুখতে হবে। এতদিন তারা প্রতিহিংসার রাজনীতি করে কংগ্রেস ও এনসিপিকে শেষ করতে চেয়েছিল। তাই কংগ্রেসের দর্শক হয়ে বসে থাকা ঠিক হবে না। জবাব দেওয়া প্রয়োজন বিজেপিকে।'

কংগ্রেস নেতার কথা থেকে স্পষ্ট মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শিবসেনা কেউ। সরকার গঠনের শর্ত নিয়ে ইতিমধ্যেই একদফা আলোচনা হয়েছে কংগ্রেস ও এনসিপি শিবিরের নেতাদের। শিবসেনার কাছে অভিন্ন ন্যূন্যতম কর্মসূচির বিষয় হিসাবে কী কী ইস্যু অন্তর্ভূক্ত করা হয়েছে এদিন সোনি গান্ধীকে জানাবেন শরদ পাওয়ার।

Read  the full story in English

sonia gandhi CONGRESS shiv sena Maharashtra ncp
Advertisment