‘‘আমার পোশাক দেখে চিনতে পারছেন? কী পোশাক? এটা কি খারাপ পোশাক?’’, পোশাক-বিতর্কে এ ভাষাতেই মোদীকে চরম বিঁধলেন মমতা। নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসির প্রতিবাদে দ্বিতীয় দিন কলকাতার রাজপথে নেমে মোদীকে একহাত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‘পোশাক দেখে আন্দোলনকারীদের কি চেনা যায়? কখনও ভাবিনি পোশাক দেখে আন্দোলনকারীদের চেনা যায়! পোশাক-খাবার যার যার নিজের’’। একইসঙ্গে মমতার তীর্যক মন্তব্য, ‘‘কবে বলবে সাদা চটি পরো না, গেরুয়া চটি বানিয়ে দিচ্ছি পরো’’। উল্লেখ্য, সিএএ বিক্ষোভ ধিরে যখন উত্তাল গোটা দেশ, সেই প্রেক্ষাপটে গত রবিবার ঝাড়খণ্ডের দুমকায় মোদী বলেন, ‘‘ টিভিতে, ছবিতে পোশাক দেখেই চেনা যাচ্ছে কারা অশান্তি করছেন’’। মোদীর এই মন্তব্যের পর দেশজুড়ে তুমুল সমালোচনা চলে।
মোদীর পোশাক-মন্তব্যে ঠিক কী বলেছেন মমতা?
যাদবপুরে মিছিল শুরুর আগে মঙ্গলবার তৃণমূল সুপ্রিমো বলেন, ‘‘আমার পোশাক দেখে চিনতে পারছেন? কী পোশাক? এটা কি খারাপ পোশাক? মাথায় টুপি দেখলেই মনে হয় ওরাই শুধু একটা পোশাক পরে আর কেউ পরে না। পাঞ্জাবি ভাইবোনেরা মাথায় পাগড়ি পরে না? পোশাক যার যার নিজের মতো। কবে তোমায় বলবে, সাদা চটি পরছো কেন? গেরুয়া চটি পরো বানিয়ে দিচ্ছি। পোশাক দেখে নাকি রাজনীতির আন্দোলন চেনা যায়, কখনও ভাবিনি’’।
আরও পড়ুন: ‘আমার সরকার ফেলতে হলে ফেলে দিন’, চরম বার্তা মমতার
আরও পড়ুন: LIVE: বিজেপি ভাবছে দেশ দখল করেছে, গায়ের জোরে সব হয় না: মমতা
অন্যদিকে, সোমবারের মতো মঙ্গলবারও সিএএ-র প্রতিবাদে পথে নেমে বিজেপিকে দুষে এদিন মমতা বলেন, ‘‘বিজেপি ভাবছে দেশ দখল করে নিয়েছে। সংখ্যার জোরে আইনে পরিণত হলে হবে না। সংবিধান মানা হয়নি। মানুষের সমর্থন না হলে আইন কার্যকরী হয় না। সংসদে কবে বিল পাস হবে, তা জানানো হয়নি। দুপুরে বিল এনে মধ্যরাতে পাস! গায়ের জোরে সবকিছু হয় না। নাগরিকত্ব সংশোধনী আইন-এনআরসির বিরুদ্ধে এই আন্দোলন জয়লাভ করবেই’’।
আরও পড়ুন: রাজপথে নতুন উদ্যমে পুরানো মমতা, সৌজন্যে এনআরসি-সিএএ
সোমবারের মতো মঙ্গলবারও শপথ পাঠ করিয়ে মহামিছিল শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও মিছিল শুরুর আগে শান্তির বার্তা দিয়ে মমতা বলেন, ‘‘শান্তিপূর্ণভাবে মিছিল করুন। গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করুন’’।