মমতার পায়ে প্লাস্টার, সঙ্গে শ্বাসকষ্ট! 'তৈরি থাকুক বিজেপি' হুঁশিয়ারি অভিষেকের

পায়ে টেম্পোরারি প্লাস্টার নিয়েই শুয়ে রয়েছেন তৃণমূল নেত্রী। মুখ্যমন্ত্রীর সেই ছবি সোশাল মাধ্যমে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পায়ে টেম্পোরারি প্লাস্টার নিয়েই শুয়ে রয়েছেন তৃণমূল নেত্রী। মুখ্যমন্ত্রীর সেই ছবি সোশাল মাধ্যমে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

হাসপাতালের বেডে মুখ্যমন্ত্রী। ছবি- ফেসবুক

নন্দীগ্রামের সভা থেকে ফেরার সময়ই 'আক্রান্ত হলেন' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহুর্তে এসএসকেএম-এ ভর্তি রয়েছেন তিনি। বাঁ পায়ের গোড়ালি ও পায়ের পাতার হাড়ে চিড় ধরেছে। ওই পায়ের পেশিতেও চোট লেগেছে। পায়ে টেম্পোরারি প্লাস্টার নিয়েই শুয়ে রয়েছেন তৃণমূল নেত্রী। মুখ্যমন্ত্রীর সেই ছবি সোশাল মাধ্যমে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisment

হাসপাতালে পায়ে প্লাস্টার নিয়ে মমতার অবসন্নতার সেই ছবি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারির সুরে লেখেন, "বিজেপি তৈরি থাকুক। রবিবার ২ মে মানুষের শক্তি দেখার জন্য নিজেদেরকে এখন থেকেই তৈরি করুক। প্রস্তুত হোক সকলে।"

Advertisment

এদিকে, মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য ৯ সদস্যের একটি দল গঠিত হয়েছে। এসএসকেএমের অধ্যক্ষ মণিময় বন্দ্যোপাধ্যায় ছাড়াও তিন বিভাগীয় প্রধান ও আরও পাঁচ বিশেষজ্ঞ রয়েছেন মেডিক্যাল বোর্ডে। রাখা হয়েছে অর্থোপেডিক, নিউরো সার্জারি, নিউরো মেডিসিন, জেনারেল সার্জারি, কার্ডিওলজি, এন্ডোক্রিনোলজি, জেনারেল মেডিসিন এবং অ্যানাস্থেশিয়া বিভাগের বিশেষজ্ঞদের।

আরও পড়ুন, ‘নাটকের সবে শুরু, আরও ভয়ঙ্কর ঘটনা ঘটানো হতে পারে’, সতর্কবার্তা দিলীপের

বুধরাত রাতেই জানা যায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের পাতায় চিড় ধরেছে। লিগামেন্ট, টিস্যুতেও চোট লেগেছে। এই ধরনের চোট-আঘাতে সাধারণত ৬-৮ সপ্তাহ বিশ্রামে থাকার প্রয়োজন হয়। ভিভিআইপিদের জন্য বরাদ্দ এসএসকেএম-এর সাড়ে ১২ নম্বর কেবিনে মুখ্যমন্ত্রীর চিকিৎসা চলছে।

আরও পড়ুন, ‘বিজেপির চক্রান্তে’ আক্রান্ত মমতা, হামলার প্রতিবাদে আজ কমিশনে তৃণমূল

বুধবার সন্ধ্যায় নন্দীগ্রামে আহত হন মমতা বন্দ্যোপাধ্যায়। রানিচকের একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার সময়, তাঁকে ৪-৫ জন ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee nandigram