‘ঘরের ছেলে’ সৌরভের সঙ্গে কথা মমতার

‘‘সৌরভের সঙ্গে এসএমএসে কথাও হয়েছে। পুজোর আগেও ওঁর সঙ্গে কথা হয়েছে। ও আবার আসবে কথা হবে। সৌরভ তো আমাদের ঘরের ছেলে’’।

‘‘সৌরভের সঙ্গে এসএমএসে কথাও হয়েছে। পুজোর আগেও ওঁর সঙ্গে কথা হয়েছে। ও আবার আসবে কথা হবে। সৌরভ তো আমাদের ঘরের ছেলে’’।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee, মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়, Sourav Ganguly, সৌরভ, ঘরের ছেলে সৌরভ, মমতা, Mamata Banerjee news, sourav ganguly news, tmc, bjp, তৃণমূল, বিজেপি

মমতা ও সৌরভ।

বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার পর সৌরভ গঙ্গোপাধ্যায়কে ঘিরে জোর জল্পনা বঙ্গ রাজনীতিতে। এই আবহে সৌরভকে ‘ঘরের ছেলে’ বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘‘সৌরভ আমাদের ঘরের ছেলে। ওঁর সঙ্গে কথা হয়েছে’’।

Advertisment

আরও পড়ুন: ‘নোবেলজয়ী অভিষেকবাবু’, মমতার মন্তব্যে উত্তাল বঙ্গ রাজনীতি

ঠিক কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?
সৌরভ গঙ্গোপাধ্যায় ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়ার ব্যাপারে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ওঁদের প্রতিদিন সংবর্ধনা দিলে তো আমরা খুশি হই। ওঁরা তো আমাদের ঘরের লোক। সৌরভের সঙ্গে এসএমএসে কথাও হয়েছে। পুজোর আগেও ওঁর সঙ্গে কথা হয়েছে। ও আবার আসবে কথা হবে। সৌরভ তো আমাদের ঘরের ছেলে’’।

Advertisment

আরও পড়ুন: নোবেলজয়ী অভিজিতের নাম বিতর্কে মুখ খুললেন ‘মা’

প্রসঙ্গত, বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে সৌরভের নাম ঘোষণার আগে অমিত শাহের সঙ্গে প্রাক্তন ক্রিকেট অধিনায়কের বৈঠক ঘিরে জোর জল্পনা ছড়ায় রাজনীতির ময়দানে। জল্পনা ছড়ায়, ২০২১ সালে বাংলায় বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে ভোট প্রচারের মুখ হতে সৌরভকে প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও রাজনীতির বিষয়ে শাহের সঙ্গে কথা হয়নি বলে দাবি করেছেন সৌরভ। বিজেপি সর্বভারতীয় সভাপতিও বলেন, সৌরভের সঙ্গে তাঁর এ ব্যাপারে কোনও কথা হয়নি। শাহ বলেছিলেন, “আমি ঠিক করি না কে বিসিসিআই প্রেসিডেন্ট হবে। বিসিসিআই-এর নিজস্ব নির্বাচনী প্রক্রিয়া রয়েছে। সৌরভ আমার সঙ্গে দেখা করতে এসেছিল। আমি দীর্ঘদিন ধরেই ক্রিকেটের সঙ্গে যুক্ত। সৌরভের সঙ্গে আমার দেখা করার মধ্যে আমি আর অন্য কিছু দেখি না’’। এদিকে, এহেন জল্পনার মাঝে একটি সংবাদমাধ্যমে সৌরভ বলেন, সব দলই চায় ভাল লোককে নিতে। তবে তাঁর ক্ষেত্রে কোনও রাজনৈতিক চাপ নেই। এই প্রেক্ষাপটে মমতার এহেন মন্তব্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনীতির কারবারিদের একাংশ।

Sourav Ganguly Mamata Banerjee