Advertisment

কাকে সুবিধা করে দিতে ৮ দফায় ভোট? কমিশনকে প্রশ্ন ক্ষুব্ধ মমতার

'এবার খেলা হবে। ৮ দফায় খেলা হবে।'

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

'৮ দফায় কেন ভোট? কাকে সুবিধা করে দিতে ৮ দফায় ভোট করাচ্ছে নির্বাচন কমিশন?' রাজ্যে ৮ দফায় নির্বাচন ঘোষণা করায় প্রশ্ন তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেলেই বাংলায় ৮ দফায় ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

Advertisment

কালীঘাটের বাড়ি সংলগ্ন দফতরের বসে এজদিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী বলেন, 'আসাম, তামিলনাড়ুতে ভোট হচ্ছে ১ দফায়। আর বাংলায় ৮ দফায়। কোনও কোনও জেলায় তো আবার একাধিক দিনে ভোট রয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় আমাদের শক্তি বেশি। তাই ওখানে 3 দফায় ভোট? কেন একটি জেলার ভোট একাধিক পর্বে হবে? নির্বাচনের দিন কী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর অমিত শাহের কথায় তৈরি হয়েছে? বিজেপির তালিকা দেখেছি, সেই তালিকায় পড়ে শুনিয়েছে কমিশন।' মমতার প্রশ্ন, 'কমিশন যদি যুক্তিপূর্ণভাবে সব দিক বিচার না করে ভোট করায় তবে মানুষ বিচারের জন্য কোথায় যাবেন?'

এরপরই সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'খেলতে চাইছেন তো? এবার খেলা হবে। ৮ দফায় খেলা হবে। হারিয়ে ভূত করে দেব। আমরা তৃণমূলস্তরের লোক। আমরা খেলা জানি।' অভিযোগ জানিয়ে মমতা বলেন, 'আমি বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। আমাকে হারাতে গোটা কেন্দ্রীয় সরকার মেনে পড়েছে।'

আরও পড়ুন- বাংলার ভোট এবার ৮ দফায়, গণনা ২ মে, জেনে নিন নির্বাচনের নির্ঘন্ট

গেরুয়া দলকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, 'বিজেপি আপনারা বাংলা ভাঙছেন, দেশ ভাঙছেন। কিন্তু জেনে রাখুন, বাংলাটাকে আমি খুব ভাল চিনি। বাংলার বর্ডার টু বর্ডার, জেলা টু জেলা চিনি। আপনারা যাই চক্রান্ত করুন, আমি তা ভেঙে দেব। বহিরাগতরা গুন্ডারা নয়, বাংলার মানুষই বাংলা শাসন করবে।'

সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্যও এদিন তৃণমূল সুপ্রিমো কমিশনের কাছে আর্জি জানান। আবেদন করেন যাতে মোদী-শাহের ছোখ দিয়ে যেন সিদ্ধান্ত গ্রহণ করা না হয়।

আরও পড়ুন- মার্চের শুরুতেই কলকাতায় অমিত শাহ, মঙ্গল-বুধে শহরে জোড়া মিছিল

আসাম ও পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলিতে ১ দফায় ভোট গ্রহণ করা হবে। আসামের ১২৬ আসনে ভোটগ্রহণ হবে ৩ দফায়। কিন্তু পশ্চিমবঙ্গে ২৯৪ আসনে ভোট গ্রহণ করা হবে আট দফায়। ২৭ মার্চ ভোট শুরু হবে রাজ্যে ভোট গ্রহণ পর্ব। ৮ম তথা শেষ দফার ভোট গ্রহণ করা হবে ২৯ এপ্রিল। টানা ৩২ দিন ধরে রাজ্যে চলবে ভোটগ্রহণ পর্ব। বাকি রাজ্যগুলির সঙ্গে বাংলায় ভোট গণনা ২ মে।

৮ দফায় ভোট নিয়ে মুখ্যমন্ত্রী সরব হয়ে কার্যত চক্রান্তের অভিযোগ তুললেও কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি বলেছেন, 'নির্বাচনকে আমরা খেলা বলে মনে করি না। এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ই তো ৭-৮ দফায় ভোটের দাবি করতেন। তাহলে এখন আপত্তি কোথায়?' মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপি বাংলা সহ দেশজুড়ে বিবাজনের রাজনীতি করছে। পাল্টা শমীকের দাবি, 'বিজেপি বিভাজন নয়, সমন্বয়ের রাজনীতি করে।'

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc Mamata Banerjee West Bengal Polls 2021
Advertisment