Mann Ki Baat: মন কি বাত অনুষ্ঠানের ১১৬ তম পর্বে দেশবাসীর সঙ্গে নিজের চিন্তা-ভাবনা ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী এদিন মন কি বাত অনুষ্ঠানে বলেন, 'উন্নত ভারতে তরুণরা বড় ভূমিকা পালন করেছে'।
মন কি বাত অনুষ্ঠানে মহিলা NCC ক্যাডেটের সংখ্যা বৃদ্ধি নিয়ে আশার কথা শোনালেন মোদী। আজ NCC দিবস উপলক্ষ্যে মোদী বলেন, মহিলা NCC ক্যাডেটের বেড়ে হয়েছে ২৫ থেকে ৪০ শতাংশ। পাশাপাশি মোদী বলেন, লাইফ সার্টিফিকেট জমা দিতে এখন সশীরের হাজির হতে হয় না। ডিজিট্যাল লাইফ সার্টিফিকেট জমা দেন ৮০ লাখের বেশি মানুষ।
'বিশ্বের কোনো শক্তিই ৩৭০ ধারা ফিরিয়ে আনতে পারবে না', মহারাষ্ট্রে রেকর্ড জয়ে আত্মবিশ্বাসী মোদী
মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীকে ডিজিট্যাল অ্যারেস্ট নিয়ে ফের একবার সতর্ক করলেন মোদী। তিনি বলেন, ডিজিট্যাল অ্যারেস্ট কোন শব্দ সরকারি অভিধানে নেই। এটা স্রেফ মানুষকে লুঠে নেওয়ার এক ষড়যন্ত্র। দেশের প্রবীণরা সবচেয়ে বেশি সাইবার অপরাধের শিকার। প্রবীণদের সাইবার অপরাধ সম্পর্কে সচেতন করা হচ্ছে। মোদী এদিন বলেন, মায়ের নামে একটি গাছ প্রকল্পে বিপুল সাড়া মিলেছে, ৫ মাসে ১০০ কোটির বেশি বৃক্ষ রোপণ হয়েছে'।
সাত সকালেই খাস কলকাতায় ভয়াবহ আগুন, দমবন্ধ পরিস্থিতি, তুমুল আতঙ্কে ঘরছাড়া মানুষ
মোদী এদিনের মন কি বাত অনুষ্ঠানে বলেন, 'লাল কেল্লা থেকে আমি দেশের মানুষকে কথা দিয়েছি আমি এমন যুবকদের রাজনীতিতে আনতে চাই, যাদের পরিবারের সঙ্গে রাজনীতির কোন যোগ নেই। এমন এক লাখ তরুণকে রাজনীতির সঙ্গে যুক্ত করতে প্রচার চালানো হবে। দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি একটি বড় সুযোগ'। শিশুদের শিক্ষা এবং শিক্ষার প্রসারে লাইব্রেরির ভূমিকার কথাও উল্লেখ করেন মোদী।