Advertisment

‘‘পার্থ বিশ্বাস করে না বক্সিকে, বক্সি বিশ্বাস করে না পার্থকে’’

মুকুল বলেন, "কমিটি দিয়ে কী হবে? পার্থ বিশ্বাস করে না বক্সিকে। বক্সি বিশ্বাস করে না পার্থকে। শেষ পর্যন্ত তৃণমূলে একজনই মালিক, সেই সব ঠিক করবে"।

author-image
IE Bangla Web Desk
New Update
mukul, মুকুল

সুব্রত বক্সি, মুকুল রায় ও পার্থ চট্টোপাধ্যায়।

তৃণমূল থেকে বিজেপি। মুকুল রায় পদ্ম শিবিরে যোগ দেওয়ার পর এমন দল বদল বেশ কয়েকবার ঘটে গিয়েছে রাজ্য রাজনীতিতে। তবে শুধু 'ঘটে গিয়েছে' বলা যাবে না, এমন ঘটনা আবারও 'ব্যাপক হারে' ঘটতে চলেছে বলে দাবি তৃণমূলের একদা অঘোষিত 'দু'নম্বরে'র। আগামী দিনে তৃণমূলের কোন কোন নেতা দলবদল করতে পারেন, সে প্রসঙ্গে সোমবার বিজেপি দফতরে সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হলে মুকুল রায় বলেন, "আমি তো সবাইকে বলেছি। শোভনকে বলেছি, চলে আয়। ববিকে বলেছি, চলে আয়...পার্থও আসতে পারে..."।

Advertisment

মুকুল রায়ের এদিনের এই মন্তব্যে উপস্থিত সাংবাদিক এবং বিজেপি নেতাদের মধ্যে রীতিমতো হাসির রোল উঠে যায়। বর্তমান রাজনৈতিক সমীকরণ অনুযায়ী এইসব নেতাদের বিজেপি-তে যোগদান 'অসম্ভব' বলেই এই হাসি এমনটা ধরেই নেওয়া যায়। কিন্তু, মুকুল হালকা চালে এই মন্তব্য করলেও, পোড় খাওয়া এই রাজনীতির কারবারির কথাকে আদৌ হালকাভাবে গ্রহণ করতে নারাজ রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। অনেকেই মনে করছেন, তৃণমূলের 'বড় নাম'ও যে তাঁর হাত ধরে পদ্ম শিবিরে প্রবেশ করতে প্রস্তুত, তা এদিন মজার ছলে বুঝিয়ে দিলেন 'দক্ষ ভোট ম্যানেজার'। তাছাড়া, তৃণমূলের নাড়ি নক্ষত্র মুকুল রায়ের জানা আছে। তাই, ভোটের মুখে এমন মন্তব্য তৃণমূল নেত্রীর রক্তচাপ বাড়াবে এবং দলের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করবে জেনেই মুকুল এমন কৌশলী মন্তব্য করেছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

EXCLUSIVE: জেনে নিন, উনিশের নির্বাচনে ‘কিং মেকার’ কে?

তৃণমূলের অন্দরে পারস্পরিক বিশ্বস যে একেবারেই নেই, এ দিন সে কথাও জোর দিয়ে বলেছেন মুকুল। লোকসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের নির্বাচনী কমিটি তৈরি হয়েছে, সে বিষয়ে প্রশ্ন করতেই মুকুল বলেন, "কমিটি দিয়ে কী হবে? পার্থ বিশ্বাস করে না বক্সিকে। বক্সি বিশ্বাস করে না পার্থকে। শেষ পর্যন্ত তৃণমূলে একজনই মালিক, সেই সব ঠিক করবে"।

এদিন মুকুল রায় বলেন, অনেক 'হেভি ওয়েট'ই বিজেপি-তে যোগ দিতে প্রস্তুত। কিন্তু, মামলার ভয়ে তাঁরা যোগ দিচ্ছেন না। মুকুলের দাবি, বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ সৌমিত্র খান বিজেপি-তে যোগ দেওয়ার পরই, তাঁর নামে চারটি মামলা দায়ের করা হয়েছে। অথচ, পদ্ম পতাকা কাঁধে তুলে নেওয়ার আগে পর্যন্ত সৌমিত্রের নামে একটি মামলাও ছিল না। মুকুল রায় এদিন বলেন, তৃণমূল থেকে বহিষ্কৃত বোলপুরের সাংসদ অনুপম হাজরাও এই কারণেই 'অফিসিয়ালি জয়েন' করছেন না। উল্লেখ্য, এর আগে মুকুল দাবি করেন, নির্বাচন ঘোষণা হতেই আইন-শৃঙ্খলার ভার নির্বাচন কমিশনের হাতে চলে যাবে, আর এরপরই তৃণমূল থেকে বিজেপি-তে যোগদানের হিড়িক চোখে পড়বে।

এদিকে, সোমবার রাতে টুইটে অনুপম হাজরা লেখেন, একটি রাজনৈতিক দলে আমার যোগদানের সিদ্ধান্ত নিয়ে গুজব রটানো হচ্ছে।

আরও পড়ুন- মোদীর অনুপ্রেরণাতেই বিজেপি-তে ক্রিকেট তারকার স্ত্রী

লোকসভা নির্বাচনে এ রাজ্যে বিজেপি-র প্রার্থী তালিকা নিয়ে প্রশ্ন করা হলে মুকুল বলেন, দলের কেন্দ্রীয় নেতৃত্ব এ বিষয়টি পর্যালোচনা করছে। বীরভূম, নদীয়া-সহ বিভিন্ন জেলা থেকে দুই হাজার মানুষ এদিন বিজেপি-তে যোগ দিলেন বলেও ঘোষণা করেছেন মুকুল রায়।

Mamata Banerjee mukul roy
Advertisment