Advertisment

মোদী-শাহের সঙ্গে আর কারা শপথ নিলেন? দেখুন তালিকা

বাংলা থেকে এবার দুই বিজেপি সাংসদ মন্ত্রী হয়েছেন। গতবারের মতো এবারও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পদে শপথ নিলেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। নতুন মুখ হিসেবে এবার মন্ত্রী হলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী।

author-image
IE Bangla Web Desk
New Update
modi, rajnath singh, amit shah, মোদী, রাজনাথ সিং, অমিত শাহ

মোদীর সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী পদে শপথ নিলেন ৫৭ জন। ছবি: টুইটার।

Narendra Modi govt ministers portfolios full list 2019: দ্বিতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। নমোর সঙ্গে রাষ্ট্রপতি ভবনে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিলেন মোট ৫৭ জন। এবার মোদী মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৪ জন। বাকিরা প্রতিমন্ত্রী পদে শপথ নিয়েছেন। নয়া মোদী মন্ত্রিসভায় শারীরিক অসুস্থতার কারণে নেই অরুণ জেটলি, সুষমা স্বরাজের মতো হেভিওয়েটরা। অন্যদিকে, মোদীর নতুন মন্ত্রিসভায় এবার ঠাঁই পাননি রাজ্যবর্ধন রাঠোর, মানেকা গান্ধীর মতো বিজেপি সাংসদরা। বাংলা থেকে এবার দুই বিজেপি সাংসদ মন্ত্রী হয়েছেন। গতবারের মতো এবারও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পদে শপথ নিলেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। নতুন মুখ হিসেবে এবার মন্ত্রী হলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী।

Advertisment

নয়া মোদী সরকারে ২৪ জন পূর্ণ মন্ত্রী, দেখেন নিন পূর্ণাঙ্গ তালিকা

*রাজনাথ সিং
* অমিত শাহ
* নিতিন গড়করি
*ডি ভি সদানন্দ গৌড়া
* নির্মলা সীতারমণ
* রামবিলাস পাসোয়ান
* নরেন্দ্র সিং তোমার
* রবিশংকর প্রসাদ
* হরসিমরত কউর বাদল
* তাওয়ারচাঁদ গেহলোত
*এস জয়শংকর
* রমেশ পোখরিয়াল নিশাঙ্ক
* অর্জুন মুন্ডা
* স্মৃতি ইরানি
* হর্ষবর্ধন
*প্রকাশ জাভড়েকর
* পীযূষ গোয়েল
* ধর্মেন্দ্র প্রধান
* মুখতার আব্বাস নকভি
* প্রহ্লাদ যোশী
* মহেন্দ্রনাথ পাণ্ডে
* অরবিন্দ সাওয়ান্ত
* গিরিরাজ সিং
* গজেন্দ্র সিং শেখাওয়াত

আরও পড়ুন: মোদীর নয়া মন্ত্রিসভায় বাদ পড়লেন সুষমা স্বরাজ, মানেকা গান্ধী-সহ ৩৭ জন

নয়া মোদী সরকারে কারা প্রতিমন্ত্রী হলেন, দেখুন তালিকা..

* সন্তোষ কুমার গাঙ্গোয়ার
* সুরেশচন্দ্র সিং বসপ্পার
* ইন্দ্রজিৎ সিং
* শ্রীপদ নায়েক
* জীতেন্দ্র সিং
*আর কে সিং
* কিরেণ রিজিজু
* প্রহ্লাদ সিং প্যাটেল
* ফগন সিং পুলেস্তর
* অশ্বীনি কুমার চৌবে
*অর্জুন রাম মেঘওয়াল
*ভি কে সিং
* কৃষ্ণপাল গুর্জর
* রাওসাহেব দানবে
* জি কিষাণ রেড্ডি
* পুরুষোত্তম রূপালা
* রামদাস আঠাওয়ালে
* সাধ্বী নিরঞ্জন জ্যোতি
* হরদীপ সিং পুরী
* মনসুখ মান্ডভিয়া
* বাবুল সুপ্রিয়
*সঞ্জীব কুমার
*সঞ্জয় ধোত্র
* অনুরাগ সিং ঠাকুর
* নিত্যানন্দ রাই
*রতনলাল কাটারিয়া
* বি মুরলীধরন
* রেণুকা সিং
*সোমপ্রকাশ
*রামেশ্বর তেলি
*প্রতাপচন্দ্র সারেঙ্গি
* কৈলাশ চৌধুরি
* দেবশ্রী চৌধুরী

bjp PM Narendra Modi
Advertisment