Narendra Modi Swearing in Ceremony 2019: দ্বিতীয়বার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবনে এদিন মন্ত্রী হিসেবে শপথ নিলেন রাজনাথ সিং, অমিত শাহ, নিতিন গড়করি, সদানন্দ গৌড়া, নির্মলা সীতারমণ, রামবিলাস পাসোয়ান, নরেন সিং তোমর, রবিশংকর প্রসাদ, হরসিমরত কউর বাদল, টি সি গহলৌত, এস জয়শংকর, রমেশ পোখরিয়াল, অর্জুন মুন্ডা, স্মৃতি ইরানি, হর্ষবর্ধন, প্রকাশ জাভড়েকর, পীযূষ গোয়েল, ধর্মেন্দ্র প্রধান, মুখতার আব্বাস নকভি, প্রহ্লাদ যোশী, মহেন্দ্রনাথ পাণ্ডে, অরবিন্দ সাবন্ত, গিরিরাজ সিং, গজেন্দ্র সিং শেখাওয়াত-সহ অন্যরা। বাংলা থেকে ফের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন বাবুল সুপ্রিয়।
মোদীর শপথ অনুষ্ঠান ঘিরে রাষ্ট্রপতি ভবনে উপস্থিত হয়েছেন প্রায় ৬ হাজার অতিথি। মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিমস্টেক দেশের প্রতিনিধিরা, মরিশাসের প্রতিনিধিরা। পাশাপাশি নমোর শপথ অনুষ্ঠানে যোগ দেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। অতিথিদের তালিকায় রয়েছেন ক্রীড়াবিদ, ফিল্মস্টাররাও।
মোদীর শপথ অনুষ্ঠানে খানাপিনাতেও ছিল চমক। অতিথিদের জন্য থাকছে হাই টি। পাশাপাশি নৈশভোজেরও আয়োজন করা হয়েছিল বলে খবর। হাই টি তে ছিল লেমন টার্ট, স্যান্ডউইচ, সিঙারা, রাজভোগ। অতিথিদের কথা মাথায় রেখে নৈশভোজের মেনুতে আমিষ-নিরামিষ দু’ ধরনের ব্যবস্থাই ছিল বলে জানা গিয়েছে।
Live Blog
Narendra Modi Swearing In Ceremony 2019: দ্বিতীয় বারের জন্য আজ দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান সংক্রান্ত সব খবরের আপডেট রইল এখানে, Follow the Updates here:
মোদীর শপথ অনুষ্ঠান: শ্লেষাত্মক টুইট করে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করলেন ‘প্রতিবাদী’
মমতা। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে মঙ্গলবার সন্ধ্যায় জানালেও চব্বিশ ঘণ্টা না কাটতেই সিদ্ধান্ত বদল করলেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতা বুধবার জানান, নির্বাচনের পর রাজনৈতিক হিংসার জেরে পশ্চিমবঙ্গে ৫৪ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করছে বিজেপি এবং সেই মর্মে সংবাদমাধ্যমে খবরও প্রচার করা হচ্ছে। কিন্তু এই তথ্য সঠিক নয়। আর এর প্রতিবাদেই মোদীর শপথ গ্রহণে অনুপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানকে ‘গণতন্ত্রের মহৎ উদযাপন’ আখ্যা দিয়ে মমতা বলেন, এই অনুষ্ঠানকে অপব্যবহার করে রাজনৈতিক ফসল তোলা উচিত না। নিজের এই সিদ্ধান্ত বদলের কথা বুধবার টুইট করে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
মোদীর শপথে আর কারা থাকছেন না? মমতার পাশাপাশি মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ। রাজ্যে নিজস্ব কর্মসূচি থাকায় তিনি মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না বলে জানিয়েছেন। একই যুক্তি দেখিয়েছেন ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। পরে মোদীর সঙ্গে তিনি আলাদা করে দেখা করবেন বলে জানিয়েছেন। নমোর শপথগ্রহণে থাকছেন না রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত। আজ রাষ্ট্রপতি ভবনে যাচ্ছেন না পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংও। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও থাকছেন না শপথ গ্রহণ অনুষ্ঠানে।
* সন্তোষ কুমার গাঙ্গোয়ার
* সুরেশচন্দ্র সিং বসপ্পার
* ইন্দ্রজিৎ সিং
* শ্রীপদ নায়েক
* জীতেন্দ্র সিং
*আর কে সিং
* কিরেণ রিজিজু
* প্রহ্লাদ সিং প্যাটেল
* ফগন সিং পুলেস্তর
* অশ্বীনি কুমার চৌবে
*অর্জুন রাম মেঘওয়াল
*ভি কে সিং
* কৃষ্ণপাল গুর্জর
* রাওসাহেব দানবে
* জি কিষাণ রেড্ডি
* পুরুষোত্তম রূপালা
* রামদাস আঠাওয়ালে
* সাধ্বী নিরঞ্জন জ্যোতি
* হরদীপ সিং পুরী
* মনসুখ মান্ডভিয়া
* বাবুল সুপ্রিয়
*সঞ্জীব কুমার
*সঞ্জয় ধোত্র
* অনুরাগ সিং ঠাকুর
* নিত্যানন্দ রাই
*রতনলাল কাটারিয়া
* বি মুরলীধরন
* রেণুকা সিং
*সোমপ্রকাশ
*রামেশ্বর তেলি
*প্রতাপচন্দ্র সারেঙ্গি
* কৈলাশ চৌধুরি
* দেবশ্রী চৌধুরী
*রাজনাথ সিং
* অমিত শাহ
* নিতিন গড়করি
*ডি ভি সদানন্দ গৌড়া
* নির্মলা সীতারমণ
* রামবিলাস পাসোয়ান
* নরেন্দ্র সিং তোমার
* রবিশংকর প্রসাদ
* হরসিমরত কউর বাদল
* তাওয়ারচাঁদ গেহলোত
*এস জয়শংকর
* রমেশ পোখরিয়াল নিশাঙ্ক
* অর্জুন মুন্ডা
* স্মৃতি ইরানি
* হর্ষবর্ধন
*প্রকাশ জাভড়েকর
* পীযূষ গোয়েল
* ধর্মেন্দ্র প্রধান
* মুখতার আব্বাস নকভি
* প্রহ্লাদ যোশী
* মহেন্দ্রনাথ পাণ্ডে
* অরবিন্দ সাওয়ান্ত
* গিরিরাজ সিং
* গজেন্দ্র সিং শেখাওয়াত
কেন্দ্রীয় মন্ত্রী পদে শপথ নিলেন কিরেণ রিজিজু, ফগন সিং, অশ্বীনি কুমার চৌবে, অর্জুন মেঘওয়াল।
কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিলেন প্রহ্লাদ যোশী, মহেন্দ্রনাথ পাণ্ডে, অরবিন্দ সাবন্ত, গিরিরাজ সিং, গজেন্দ্র সিং শেখাওয়াত, সন্তোষ কুমার গঙ্গওয়ার, ইন্দ্রজিৎ সিং, শ্রীপদ নায়েক, জীতেন্দ্র সিং, প্রহ্লাদ প্যাটেল, কিরেণ রিজিজু, রাজকুমার সিং, হরদীপ সিং পুরী।
কেন্দ্রীয় মন্ত্রী পদে শপথ নিলেন গিরিরাজ সিং ও অরবিন্দ সাওয়ান্ত।
কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিলেন স্মৃতি ইরানি। অমেঠিতে এবার রাহুল গান্ধীকে হারিয়েছেন স্মৃতি।
টিভির পর্দায় ছেলের শপথ অনুষ্ঠান দেখলেন মোদীর মা হীরাবেন মোদী।
কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিলেন নিতিন গড়করি, সদানন্দ গৌড়া, নির্মলা সীতারমণরাও।
মোদী সরকারের মন্ত্রিসভায় নেই জেডিইউ, জানালেন নীতিশ কুমার। তিনি জানান, ‘‘জেডিইউ থেকে একজনকে মন্ত্রিসভায় রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল। এটা শুধুমাত্র প্রতীকী উপস্থিতি মাত্র। তাই আমরা মন্ত্রিসভায় না থাকার সিদ্ধান্ত নিয়েছি। এটা বড় কোনও ইস্যু নেই। আমরা সম্পূর্ণ ভাবে এনডিএ-র সঙ্গে রয়েছি। একসঙ্গেই আমরা কাজ করছি’’।
রাষ্ট্রপতি ভবনে এলেন নির্মলা সীতারমণ ও গিরিরাজ সিং। মন্ত্রী হতে পারেন নির্মলা সীতারমণ।
অবশেষে জল্পনার অবসান। মন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি অমিত শাহ। মোদী সেনাপতিকে শুভেচ্ছা জানিয়ে টুইট গুজরাতের বিজেপি সভাপতি জিতু ভাগানির।
দিল্লিতে এলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
একদিকে যখন মোদীর শপথ অনুষ্ঠান ঘিরে সরগরম দিল্লি, তখন মোদী মন্ত্রিসভায় কারা ঠাঁই পাচ্ছেন, সে তালিকা চূড়ান্ত করতে শেষ মুহূর্তের ব্যস্ততা বিজেপিতে। এদিনও সকালে রুদ্ধদ্বার বৈঠক করেন মোদী-শাহ। ভাবী মন্ত্রীদের সঙ্গে বিকেল সাড়ে ৪টেয় দেখা করার কথা মোদীর। ইতিমধ্যেই নয়া মোদী সরকারে মন্ত্রীদের নামের সম্ভাব্য তালিকা সামনে এসেছে। যার মধ্যে বাংলা থেকে রয়েছে বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরীর নাম। সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনই খবর। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে দ্বিতীয় মোদী সরকারের মন্ত্রী কে কে? দেখুন প্রাথমিক তালিকা
নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি গেলেন বাংলায় নিহত ৫৪ জন বিজেপি কর্মীর পরিজনরা। ছবি: অমিত মেহরা, ইন্ডিয়ান এক্সপ্রেস।
পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত বাংলার জওয়ান সুদীপ বিশ্বাসের পরিজনরা উপস্থিত থাকছেন মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে। সুদীপের মা সংবাদসংস্থা এএনআইকে বলেন, ‘‘আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে...’’।
সংবাদসংস্থা পিটিআই সূত্র মারফৎ জানা যাচ্ছে, মন্ত্রী হিসেবে এদিন শপথ নিতে পারেন পীযূষ গোয়েল, মুখতার আব্বাস নকভি, সুষমা স্বরাজ, রাজনাথ সিং, তাওয়ারচাঁদ গেহলত, নির্মলা সীতারমণ, প্রহ্লাদ যোশী, রাজ্যবর্ধন রাঠৌর, কিরেণ রিজিজু, সুরেশ আংড়ি, রবিশংকর প্রসাদ, দেবশ্রী চৌধুরী, গজেন্দ্র শেখাওয়াত, রতনলাল কাটারিয়া, রমেশ পোখরিয়াল। তবে শেষ মুহূর্তে এই প্রাথমিক তালিকায় কিছু রদবদল হতে পারে।
নয়া দিল্লিতে বিজেপি সভাপতি অমিত শাহের বাসভবনে বিজেপি নেতা পীযূষ গোয়েল ও ভূপিন্দর যাদব।
সূত্র মারফৎ জানা যাচ্ছে, নয়া মোদী সরকারে মন্ত্রী হতে পারেন বাংলার বাবুল সুপ্রিয়। রেণুকা সিং, সদানন্দ গৌড়াও মন্ত্রী হতে পারেন বলে খবর। সংবাদসংস্থা এএনআইকে সদানন্দ গৌড়া দাবি করেছেন, অমিত শাহ তাঁকে ফোন করে এ ব্যাপারে জানিয়েছেন। এছাড়া মন্ত্রী হতে পারেন গিরিরাজ সিং, ধর্মেন্দ্র প্রধান, মুখতার আব্বাস নকভি, হরসিমরত কৌর বাদল, সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর।
শপথ গ্রহণের আগে ভাবী মন্ত্রীদের সঙ্গে দেখা করবেন নরেন্দ্র মোদী। এদিন বিকেল সাড়ে ৪টেয় নতুন মন্ত্রীদের সঙ্গে দেখা করবেন নমো। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর। এদিন সকালে অমিত শাহের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন মোদী। মোদীর মন্ত্রিসভা চূড়ান্ত করতেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে।
মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিকে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর সমাধিস্থলে শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদী ও বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে রুদ্ধদ্বার বৈঠকে বসলেন নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহ। নয়া মোদী সরকারের মন্ত্রিসভায় কারা থাকছেন? সে তালিকা চূড়ান্ত করতেই এই বৈঠক বলে মনে করছে ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, মন্ত্রিসভা তৈরি করতে দফায় দফায় বৈঠক করেছেন অমিত শাহ। মঙ্গলবার প্রায় ৫ ঘণ্টা ম্যারাথন বৈঠক করেন মোদী-শাহ।
সন্ধেয় শপথ গ্রহণের আগে এদিন সকালে ন্যাশনাল ওয়ার মিউজিয়ামে যান নরেন্দ্র মোদী। নমো বলেন, ‘‘দেশের সুরক্ষা আমাদের অগ্রাধিকার’’। এদিন সন্ধে ৭টায় রাষ্ট্রপতি ভবনে দ্বিতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোদী।
মমতার পাশাপাশি মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ। রাজ্যে নিজস্ব কর্মসূচি থাকায় তিনি মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না বলে জানিয়েছেন। একই যুক্তি দেখিয়েছেন ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। পরে মোদীর সঙ্গে তিনি আলাদা করে দেখা করবেন বলে জানিয়েছেন। নমোর শপথগ্রহণে থাকছেন না রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত। আজ রাষ্ট্রপতি ভবনে যাচ্ছেন না পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংও। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও থাকছেন না শপথ গ্রহণ অনুষ্ঠানে।
মোদীর শপথে থাকছেন না বাংলার মুখ্যমন্ত্রী। বুধবার টুইটারে মমতা লেখেন, “সাংবিধানিক আমন্ত্রণ’ (প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান) রক্ষা করব বলে মনস্থ করেছিলাম। কিন্তু, বিগত এক ঘণ্টা ধরে আমি সংবাদমাধ্যমে দেখছি, পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসায় ৫৪জনের মৃত্যু হয়েছে বলে দাবি করছে বিজেপি। এই দাবি সম্পূর্ণ মিথ্যা। বাংলায় একটিও রাজনৈতিক হত্যা হয়নি। এইসব মৃত্যু ব্যক্তিগত শত্রুতা, পারিবারিক সমস্যা বা অন্য কোনও কারণে ঘটে থাকতে পারে। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই এবং এ সম্পর্কিত কোনও তথ্য-প্রমাণও আমাদের হাতে নেই। ফলে মোদী জি, আমি দুঃখিত, এই কারণেই আমি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছি না…মার্জনা করবেন”।
মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিমস্টেক দেশের প্রতিনিধিরাও, থাকছেন মরিশাসের প্রতিনিধিরা। পাশাপাশি নমোর শপথ অনুষ্ঠানে যোগ দেবেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রাষ্ট্রপতি ভবনে এদিন নয়া মোদী সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন ক্রীড়াবিদ, ফিল্মস্টাররাও।
দ্বিতীয় বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। সন্ধে ৭টায় রাষ্ট্রপতি ভবনে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান। নরেন্দ্র মোদীর পাশাপাশি এদিন অন্যান্য মন্ত্রীরাও শপথ নেবেন।মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে সাজ সাজ রব রাজধানীতে।