কৃষকদের গাড়িতে পিষে যাঁরা মারল তাঁদের জামিন হয়ে গেল, অথচ বই, মোষ-ছাগল চুরির অভিযোগে জেলে রয়েছেন আজম খান। শুক্রবার নির্বাচনী প্রচারে এই ভাষায় তোপ দাগলেন সপা সুপ্রিমো অখিলেশ যাদব। এদিন আজম এবং তাঁর ছেলে আবদুল্লা খানের সমর্থনে রামপুর সদর এবং স্বার কেন্দ্রে নির্বাচনী রথ নিয়ে আসেন অখিলেশ।
এদিন এলাহাবাদ হাইকোর্টের রায়ে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিস মিশ্রর জামিন নিয়ে কথা বলেন অখিলেশ। গত বছর ৩ অক্টোবর লখিমপুর খেরিতে চার কৃষককে পিষে মারার অভিযোগে চার মাস জেলবন্দি ছিলেন অজয় মিশ্রর ছেলে।
অখিলেশ এদিন আজম খানকে নিগ্রহের অভিযোগ তুলে বলেন, যে মানুষটা বিশ্ববিদ্যালয় তৈরি করল, শিক্ষাক্ষেত্রে কাজ করত, বিজেপি সরকার তাঁকে মিথ্যা মামলায় ফাঁসাল।
আরও পড়ুন মসজিদ থেকে মাইকে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা, বন্ধ করল পুলিশ
আজমের বিরুদ্ধে ৮০টি অপরাধমূলক মামলা দায়ের রয়েছে। তার মধ্যে রয়েছে অবৈধভাবে জমি দখল। গত ২ বছর ধরে জেলে রয়েছেন তিনি। তাঁর স্ত্রী এবং ছেলে আবদুল্লাও জেলে ছিলেন। সম্প্রতি তাঁরা জামিন পেয়েছেন।
আরও পড়ুন ‘বাংলা-কেরল হতে দেবেন না’, যোগীর ভিডিও বার্তায় ক্ষুব্ধ বিজয়ন, দাগলেন তোপ
অখিলেশ এদিন যোগী আদিত্যনাথের 'গরম বের করে দেব' মন্তব্যকে কটাক্ষ করেন। জানতে চান, কোনও ধরনের কম্প্রেসর আছে কি না মুখ্যমন্ত্রীর কাছে। বুধবার রামপুর সদরে এসে যোগী বলেছিলেন, 'রামপুরে এখন গরম শান্ত হয়ে গেছে'।