/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/08/13-23-37-modi-crown.jpg)
রাম মন্দির নির্মাণে ভুমিপুজো অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগেই এদিন প্ৰধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুজো দিতে গেলেন হনুমানগড়ি মন্দিরে। সেখানে তাঁকে রুপোর মুকুট, লর্ড রামের নামাঙ্কিত শাল এবং পাগড়ি পরিয়ে সম্বর্ধনা জানানো হয়।
এদিন সকালে ঠিক ১১টা বেজে ৩৫ মিনিটে অযোধ্যায় পা রাখেন তিনি। তারপর শ্রী রামজন্মভূমি মন্দিরে পা রাখার আগে সরাসরি যান হনুমানগড়ি মন্দিরে।
হনুমানগড়ি মন্দিরের প্রধান সেবক শ্রী গাদ্দিনসেন প্রেমদাস জি মহারাজ সংবাদসংস্থা এএনআই-কে বলেন, "আমরা আশা করছি শ্রীরাম জন্মভূমিতে যাওয়ার আগে যেন একবার এখানে ৩.৫ কুইন্টালের ঘন্টা বাজিয়ে যান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যায় আসছেন এটা সবাইয়ের কাছেই গর্বের বিষয়। অনেক প্রধানমন্ত্রী এখানে এসেছেন তবে কেউই নরেন্দ্র মোদির মত রামজন্মভূমির শিল্যান্যাস করতে আসেননি।"
আরও পড়ুন
প্রদীপ জ্বালান-পুজো করুন, বঙ্গবাসীকে আহ্বান বিজেপির
#WATCH: Prime Minister Narendra Modi presented with a headgear, silver 'mukut' and stole by Sri Gaddinsheen Premdas Maharaj, head priest of 10th-century Hanuman Garhi Temple.#Ayodhya#RamTemplepic.twitter.com/EOgqrz9hi1
— ANI (@ANI) August 5, 2020
প্রধানমন্ত্রী অযোধ্যায় ভূমি পূজা অনুষ্ঠানে আসার আগে থেকেই পুরো শহরকে ঢেলে সাজানো হয়েছে। রাস্তার ধারের সমস্ত বাড়িগুলিকে হলুদ রঙের প্রলেপ দেওয়া হয়েছে। হলুদ রং জ্ঞান এবং শিক্ষার প্রতীক। সসি কারণেই এই রং বেছে নেওয়া হয়েছে।
করোনা ভাইরাসের জন্য এই ইভেন্টে মোট ১৭৫ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই আমন্ত্রিতদের তালিকাতেই ছিলেন প্রধানমন্ত্রী। সামাজিক দূরত্ববিধি বজায় রাখতে অনুষ্ঠানের ডায়াসে মাত্র পাঁচজনকে বসার জায়গা করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ছাড়াও এই ডায়াসে থাকবেন আরএসএস প্রধান মোহন ভাগবত, রামজন্মভূমি ট্রাস্টের প্রধান নৃত্যগোপাল দাস মহারাজ, উত্তরপ্রদেশ রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল, এবং উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
Read the full article in ENGLISH
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন