Advertisment

One Nation One Election: 'এক দেশ-এক নির্বাচনে' অনুমোদন মোদী মন্ত্রিসভার, বিল আসছে কবে?

One Nation One Election: 'ওয়ান নেশন ওয়ান ইলেকশন'-এর প্রস্তাব অনুমোদন করেছে মোদী মন্ত্রিসভা। এর ফলে দেশজুড়ে একযোগে লোকসভা এবং বিধানসভা নির্বাচনের পথ প্রশস্ত হতে চলেছে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
One Nation One Election

মিলল কেন্দ্রের চূড়ান্ত অনুমোদন

One Nation One Election: 'ওয়ান নেশন ওয়ান ইলেকশন'-এর প্রস্তাব অনুমোদন করেছে মোদী মন্ত্রিসভা। এর ফলে দেশজুড়ে একযোগে  লোকসভা এবং বিধানসভা নির্বাচনের পথ প্রশস্ত হতে চলেছে। 

Advertisment

বিধানসভা ও লোকসভার একযোগে নির্বাচন করার পথ এখন সহজ হয়ে গেছে। এক দেশ এক নির্বাচনের প্রস্তাব আজ মোদী মন্ত্রিসভা অনুমোদন করেছে। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত কমিটির রিপোর্টের পর মন্ত্রীসভা সেই প্রস্তাব অনুমোদন করে। আগামী শীতকালীন সংসদ অধিবেশনে এই বিল আনতে চলেছে এনডিএ সরকার।

মোদী সরকারের ১০০দিন পূর্ণ হওয়ার পরই এই ইঙ্গিত দিয়েছিলেন শাহ
মোদী সরকার তার শেষ মেয়াদ থেকেই ওয়ান নেশন ওয়ান ইলেকশন কার্যকর করতে তৎপর হয়ে উঠেছিল। প্রধানমন্ত্রী মোদী একাধিক অনুষ্ঠানে এবং নির্বাচনী জনসভায়ও ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে বিবৃতিও দিয়েছেন। সম্প্রতি, এনডিএ সরকারের ১০০ দিন পূর্ণ হওয়ার পর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওয়ান নেশন ওয়ান ইলেকশনের এনডিএর সংকল্প পুনর্ব্যক্ত করেন। এখন সংসদের শীতকালীন অধিবেশনে এই প্রস্তাবের ওপর একটি বিল আনা হবে।

'দ্রোহকাল, পুঞ্জীভূত ক্ষোভের আউটবার্স্ট', জাগো বাংলার পদ ছেড়ে বিস্ফোরক সুখেন্দু শেখর

পরিকল্পনা করে বাংলাকে ডোবানোর বিরাট দাবি মুখ্যমন্ত্রীর, হুগলিতে দাঁড়িয়ে কেন্দ্রকে নিশানা মমতার

লাল কেল্লা থেকে উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী মোদী
১৫ আগস্ট স্বাধীনতা দিবসে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাল কেল্লা থেকে দেওয়া ভাষণে এক দেশ-এক নির্বাচনের কথা উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, বারবার নির্বাচন দেশের অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে। 

কোবিন্দ কমিটির ১৮ হাজার ৬২৬ পৃষ্ঠার রিপোর্ট 
এক দেশ, এক নির্বাচনের জন্য প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত কমিটি এই বছরের ১৪ মার্চ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তাদের রিপোর্ট জমা দিয়েছে। ওয়ান নেশন ওয়ান ইলেকশনের এই রিপোর্টটি ছিল ১৮ হাজার ৬২৬ পৃষ্ঠার।

হতবাক বিশ্ববাসী! রাহুল জিভ কেটে নেওয়ার হুমকি, সরাসরি মোদীকে এবার চিঠি

Election modi
Advertisment