Advertisment

পঞ্চায়েত ভোট: পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্য নির্বাচন কমিশনার

অবাধ ও শান্তিপূর্ণ ভাবে পঞ্চায়েত ভোট করার জন্য এবার আরও উদ্যোগী হলেন রাজ্য নির্বাচন কমিশনার। পঞ্চায়েত ভোটের সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্র কুমার সিং।

author-image
IE Bangla Web Desk
New Update
panchayat vote, all party meeting, election commission

রাজ্য নির্বাচন কমিশনে সর্বদলীয় বৈঠকের দিনের ছবি ক্যামেরাবনদি করেছেন শুভম দত্ত।

রাজ্যে পঞ্চায়েত ভোটে অশান্তি এড়াতে তৎপর নির্বাচন কমিশন। অবাধ ও শান্তিপূর্ণ ভাবে পঞ্চায়েত ভোট করার জন্য এবার আরও উদ্যোগী হলেন রাজ্য নির্বাচন কমিশনার। পঞ্চায়েত ভোটের সময়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্র কুমার সিং। পর্যবেক্ষকদের সততার সঙ্গে কাজ করার পরামর্শ দেওয়ার পাশাপাশি অশান্তি এড়াতে তাঁদের প্রয়োজনীয় পদক্ষেপ করারও নির্দেশ দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার। এমনকি, প্রয়োজনে তাঁকে সরাসরি ফোন করার কথাও বলেছেন অমরেন্দ্র কুমার সিং।

Advertisment

গত সপ্তাহে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পর থেকেই অশান্তির পরিবেশ তৈরি হয়েছে রাজ্য জুড়ে। মনোনয়নপত্র দাখিল করাকে ঘিরে জেলায় জেলায় গোলমাল বেধেছে। এদিকে শাসকদলের বিরুদ্ধে মনোনয়পত্র দাখিলে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে বিরোধীরা। অবাধ পঞ্চায়েত ভোট ও মনোনয়নপত্র দাখিল সুনিশ্চিত করার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি নেতৃত্ব। আগামী সোমবারই পঞ্চায়েত ভোট নিয়ে বিজেপির দায়ের করা মামলার রায় দেবে দেশের শীর্ষ আদালত। অন্যদিকে বিজেপি-র মতো একই ইস্যুতে আদালতের দ্বারস্থ হয়েছে কংগ্রেসও। শুক্রবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর করা মামলা গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট।

এদিকে কংগ্রেসের করা মামলার প্রেক্ষিতে, পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের থেকে আগামী ১৬ এপ্রিলের মধ্যে হলফনামা চেয়েছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি, পঞ্চায়েত ভোট সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে ও অশান্তি এড়াতে পুলিশ সুপারদের তৎপর হতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন, পঞ্চায়েত ভোট: বিজেপি ও কংগ্রেসের আইনি হস্তক্ষেপে নয়া মোড়

আরও পড়ুন,পঞ্চায়েত ভোট: শাসক-বিরোধী জোর তরজা, রাজ্যপাল- নির্বাচন কমিশনার বৈঠক

আরও পড়ুন, পঞ্চায়েত ভোটের আগে শাসক দলের হিংসার রাজনীতি নিয়ে সরব বামেরা, সব বিরোধীদের একজোট হওয়ার ডাক

এদিকে, বিরোধীদের অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বিরোধীদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছেন যে, শাসকদলের থেকে বিরোধীরাই পঞ্চায়েত ভোটে বেশি মনোনয়নপত্র দাখিল করেছে। তাঁদের দলের কর্মীদের শাসানি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন পার্থ।

পঞ্চায়েত ভোটে মনোনয়নপত্র দাখিল করা ঘিরে যেভাবে অশান্তি ছড়িয়েছে রাজ্যে, তা নিয়ে উদ্বিগ্ন রাজ্যপালও। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো নিয়ে রাজ্যপাল ও রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে কথা হয়েছে বলেও খবর। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার পক্ষে বিরোধীরাও। এদিকে কেন্দ্রীয় বাহিনী ছাড়াই ভোট করাতে চায় রাজ্য। পঞ্চায়েত ভোটের জন্য রাজ্যে সশস্ত্র পুলিশ বাহিনীতেই ভরসা রেখেছে নবান্ন।

panchayat vote
Advertisment