বিজেপির সঙ্গে কোনওভাবেই হাত মিলিয়ে পঞ্চায়েত ভোটে যে তাঁরা লড়ছেন না তা সাফ জানিয়ে দিলেন বিমান বসু। পঞ্চায়েত ভোটে গ্রাম বাংলার কোনও কোনও প্রান্তে বিজেপির সঙ্গে কোমর বেঁধে সিপিএম লড়ছে বলে যে খবর সামনে আসছে, তা পুরোপুরিই ভুয়ো বলে এদিন জানালেন বামফ্রন্ট চেয়ারম্যান। এজন্য তৃণমূল-বিজেপির গোপন আঁতাঁত নিয়েও সরব হয়েছেন বিমান। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বিমান বলেন, ‘‘সিপিএম-বিজেপি জোট হয়েছে বলে প্রচার চালানো হচ্ছে কোথাও কোথাও। এটা শুধু ভিত্তিহীনই নয়, উদ্দেশ্যপ্রণোদিত।’’ এ প্রসঙ্গে ফ্রন্ট চেয়ারম্যান আরও বলেন যে, দলের কেউ বিজেপির সঙ্গে যোগাযোগ রাখলে, তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান যে, ইতিমধ্যেই বিজেপি সঙ্গের জেরে দলের সদস্যদের বিরুদ্ধে দুটি ঘটনায় দল কড়া পদক্ষেপ করেছে।
তাঁদের দলের বিরুদ্ধে গুজব রটানোর কাজে তৃণমূল ও বিজেপি লিপ্ত রয়েছে বলে এদিন অভিযোগ করেন বিমান বসু। এ প্রসঙ্গে পলিটব্যুরোর সদস্য বলেন, ‘‘তৃণমূল ও বিজেপি এসবের পিছনে রয়েছে। এই দুই দলের বিরুদ্ধেই আমাদের লড়াই।’’ বিমান বলেন যে, তাঁদের দলের স্লোগানই হল ‘তৃণমূল হঠাও বাংলা বাঁচাও, বিজেপি হঠাও, দেশ বাঁচাও।’
আরও পড়ুন, পঞ্চায়েত ভোট: অবশেষে জট কাটল, ১৪ মে-তেই ভোট, জানাল নির্বাচন কমিশন
নদিয়ার মানিকপাড়া এবং মোল্লাহাট অঞ্চলে কিছুটা ঘুরলেই চোখে পড়বে সিপিএম এবং বিজেপি প্রার্থীদের অসংখ্য যৌথ দেওয়াল লিখন। দেওয়ালে লেখা “আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে সিপিআই প্রার্থী সুমিত্রা মণ্ডল এবং পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে বিজেপি প্রার্থী অজিত রায়কে ভোট দিন।” বিজেপির দাবি বর্ধমানের পূর্বস্থলীতে স্থানীয় সিপিএম নেতারা তৃণমূলের বিরুদ্ধে যৌথ প্রতিবাদ মিছিলের আহ্বান জানিয়েছেন। এ খবর প্রকাশিত হয়েছিল ইন্ডিয়ান এক্সপ্রেস।
আরও পড়ুন, পঞ্চায়েতঃ তৃণমূলের বিরুদ্ধে বিজেপি, কংগ্রেস এবং বামফ্রন্টের অলিখিত জোট
পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র দাখিল নিয়ে শাসক দলের হিংসার প্রতিবাদে গত ২৮ এপ্রিল রানাঘাটে এক প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছিলেন সিপিএম বিধায়ক রমা বিশ্বাসসহ সিপিএম কর্মীরা। সে মিছিলে হাঁটতে দেখা গিয়েছিল বিজেপি কর্মীদেরও।
তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গ্রামাঞ্চলে সব দল হাত মিলিয়েছে বলে ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন বিজেপি নেতা সায়ন্তন বসু। বিজেপি প্রধান বিরোধী মুখ হয়ে ওঠায়, সিপিএমসহ বেশ কয়েকটি দল তাঁদের সমর্থনের জন্য অগ্রণী হয়েছে বলে জানান সায়ন্তন। পূর্বস্থলীতেও সিপিএম তাঁদের দলের সঙ্গে হাত মিলিয়েছে বলে জানান তিনি। শাসকদলের হিংসা উপেক্ষা করে গ্রামবাংলার প্রায় ৩০ হাজার আসনের মধ্যে ২৫ হাজারেরও বেশি আসনে তাঁদের দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন সায়ন্তন।
আরও পড়ুন, ভোটে অতিরিক্ত হিংসা হলে বেতন কাটা হবে আধিকারিকদের, বাজেয়াপ্ত হতে পারে সম্পত্তিও, জানিয়ে দিল আদালত
আগামী ১৪ মে রাজ্যে পঞ্চায়েত ভোটে বড় মাপের সন্ত্রাস হতে পারে বলে বৃহস্পতিবার আশঙ্কাপ্রকাশ করেছেন বিমান বসু। পঞ্চায়েত ভোটের মনোনয়নপর্বে যেভাবে অশান্তি হয়েছে, তাতে ভোটের দিন রক্তগঙ্গা বইতে পারে বলে এদিন মন্তব্য করেন বিমান। সাধারণ মানুষকে ভোটদানে বাধা দেওয়া হলে অশান্তি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিমান বসু।