রাজ্যে পঞ্চায়েত ভোট কবে, তা নিয়ে জট যেন ক্রমশ বাড়ছে। বুধবারও পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারল না রাজ্য নির্বাচন কমিশন। মঙ্গলবারের মতো গতকালও পঞ্চায়েত ভোটের দিনক্ষণ নিয়ে কোনও রফাসূত্র বেরোল না। আজ আবারও পঞ্চায়েত ভোট নিয়ে বৈঠকে বসার কথা রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের। আজকের বৈঠকে কোনও রফাসূত্র বেরোয় কিনা সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী। এ নিয়ে পঞ্চায়েত ভোটের দিন ঠিক করতে তৃতীয়বার বৈঠকে বসছে কমিশন ও সরকারপক্ষ।
কমিশন সূত্রে জানা গেছে, মূলত দুটি বিষয় নিয়েই জট তৈরি হয়েছে। রমজান মাসের আগে পঞ্চায়েত ভোট করা হবে নাকি রমজান মাস চলাকালীন ভোট হবে, সেই সিদ্ধান্ত ঘিরেই তৈরি হয়েছে জট। আগামী ১৬ মে থেকে শুরু হচ্ছে রমজান মাস। অন্যদিকে বুধবার বিভিন্ন মুসলিম সংগঠনের প্রতিনিধিরা রাজ্য নির্বাচন কমিশনে যান। রমজান মাস চলাকালীন যাতে পঞ্চায়েত ভোট না করা হয়, কমিশনকে সেই আর্জি জানান তাঁরা।
আরও পড়ুন, পঞ্চায়েত ভোট: ই-মেলে মনোনয়ন নিয়ে হস্তক্ষেপ নয়, জানাল হাইকোর্ট
রমজান মাসে পঞ্চায়েত ভোট হোক, সেটা চায় না বামেরাও। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, পঞ্চায়েত ভোট রমজান মাস চলাকালীন হোক, সেটা তাঁদের দল চায় না। তিনি আরও বলেন, ‘‘রমজান মাসে ভোট হলে সংখ্যালঘু শ্রেণির মানুষদের খুব সমস্যা হবে।’’
আরও পড়ুন, পঞ্চায়েত ভোট: আর হস্তক্ষেপ নয়, জানাল হাইকোর্ট, খারিজ বিজেপি-কংগ্রেসের আর্জি
অন্যদিকে বুধবারই পঞ্চায়েত ভোটে মনোনয়নপত্রের স্ক্রুটিনি শুরু হয়েছে।
আরও পড়ুন, পঞ্চায়েত ভোট: ফের মনোনয়নপর্বে অশান্তি, সিউড়িতে নিহত ১
এদিকে পঞ্চায়েত ভোটপ্রক্রিয়ায় আর কোনও হস্তক্ষেপ করা হবে না বলে, গতকাল সাফ জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এমনকি কলকাতা হাইকোর্টে কিছুটা ধাক্কাও খেতে হল রাজ্যের দুই বিরোধী মুখ বিজেপি ও কংগ্রেসকে। পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র পেশের জন্য আরও একদিন ধার্য করার আর্জি জানিয়েছিল বিজেপি ও কংগ্রেস। দুই বিরোধী দলের এই আর্জি খারিজ করে দেয় আদালত। গত সোমবার হাইকোর্টের নির্দেশ মোতাবেক রাজ্যে পঞ্চায়েত ভোটে ফের মনোনয়নপত্র পেশ করার দিন ধার্য করেছিল রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু সেদিনও রাজ্যের বিভিন্ন প্রান্তে মনোনয়নপত্র দাখিল ঘিরে অশান্তি ছড়ায়। সিউড়িতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় একজনের।মনোনয়নপর্বে এই হিংসার জেরেই মনোনয়নপত্র পেশের জন্য আরও একদিনের আর্জি জানায় বিজেপি ও কংগ্রেস।