রাজ্যে পঞ্চায়েত ভোটে নয়া মোড়। পঞ্চায়েত ভোটপ্রক্রিয়ায় আর কোনও হস্তক্ষেপ করা হবে না, সাফ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এমনকি কলকাতা হাইকোর্টে কিছুটা ধাক্কাও খেতে হল রাজ্যের দুই বিরোধী মুখ বিজেপি ও কংগ্রেসকে। পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র পেশের জন্য আরও একদিন ধার্য করার আর্জি জানিয়েছিল বিজেপি ও কংগ্রেস। দুই বিরোধী দলের এই আর্জি খারিজ করে দেয় আদালত। গত সোমবার হাইকোর্টের নির্দেশ মোতাবেক রাজ্যে পঞ্চায়েত ভোটে ফের মনোনয়নপত্র পেশ করার দিন ধার্য করেছিল রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু সেদিনও রাজ্যের বিভিন্ন প্রান্তে মনোনয়নপত্র দাখিল ঘিরে অশান্তি ছড়ায়। সিউড়িতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় একজনের।মনোনয়নপর্বে এই হিংসার জেরেই মনোনয়নপত্র পেশের জন্য আরও একদিনের আর্জি জানায় বিজেপি ও কংগ্রেস।
মঙ্গলবার পঞ্চায়েত ভোট নিয়ে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণের পর বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সুষ্ঠু ভোট ও মনোনয়নপত্র দাখিল সুনিশ্চিত করার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছি।’’ তিনি আরও বলেন, ‘‘আদালত বলেছে ভোটপ্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না। এতে হার-জিতের কোনও কিছু নেই।’’ তাঁরা যে কোনও ভাবেই রাজ্যের পঞ্চায়েত ভোটপ্রক্রিয়াকে বিলম্বিত করতে চাইছেন না, সে বার্তাও দিয়েছে বিজেপি নেতৃত্ব।
রাজ্যে পঞ্চায়েত ভোটে মনোনয়নপর্বে হিংসার প্রতিবাদে মঙ্গলবার কলকাতায় মিছিল করল বিজেপি। ছবি- শুভম দত্ত, ইন্ডিয়ান এক্সপ্রেস।
আরও পড়ুন, পঞ্চায়েত ভোট: হোয়াটস অ্যাপে পাঠানো মনোনয়নপত্র গৃহীত হবে, জানিয়ে দিল হাইকোর্ট
অন্যদিকে আরেক মামলাকারী, কংগ্রেস জানিয়েছে, তাঁরা এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হবেন। কংগ্রেস নেতা তথা আইনজীবী ঋজু ঘোষাল জানিয়েছেন, ‘‘ভোটপ্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না বলে পর্যবেক্ষণ করেছে হাইকোর্ট। আমরা ডিভিশন বেঞ্চে যাব।’’
আরও পড়ুন, পঞ্চায়েত ভোট: ফের মনোনয়নপর্বে অশান্তি, সিউড়িতে নিহত ১
অন্যদিকে পঞ্চায়েত ভোট কবে, তা মঙ্গলবারও জানা গেল না। গতকালই সরকারপক্ষের সঙ্গে বৈঠকে বসে রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু সেই বৈঠকে ভোটের দিন ঘোষণা নিয়ে কোনও রফাসূত্র মেলেনি বলে জানা গেছে। ফলে পঞ্চায়েত ভোটের নয়া নির্ঘণ্ট ঘোষণা অধরাই থেকে গেল। বুধবার এ নিয়ে ফের বৈঠক হতে পারে বলে জানা গেছে।
আরও পড়ুন, পঞ্চায়েত ভোটের আগে দিলীপের হুঙ্কার, ‘‘অনাথ করে দেব’’
অন্যদিকে, মঙ্গলবার রাজ্যের পঞ্চায়েত ভোট নিয়ে নিজিরবিহীন নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। হোয়াটস অ্যাপের মাধ্যমে পাঠানো মনোনয়নপত্র নিশ্চিত করতে এদিন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের ৯ প্রার্থীর হোয়াটস অ্যাপে পাঠানো মনোনয়নপত্রকে নিশ্চিত করতে বলেছে হাইকোর্ট।