১৪ মে এক দফাতেই পঞ্চায়েত ভোট, কমিশনকে ফ্যাক্স করে প্রস্তাব রাজ্যের

মে মাসের ১৪ তারিখ একদফায় রাজ্যে পঞ্চায়েত ভোট করার প্রস্তাব দিল রাজ্য সরকার। ফ্যাক্স করে কমিশনকে ভোটের নির্ঘণ্টের প্রস্তাব দিল রাজ্য। রাজ্যের প্রস্তাবে ভোটগণনা ১৬ মে।

মে মাসের ১৪ তারিখ একদফায় রাজ্যে পঞ্চায়েত ভোট করার প্রস্তাব দিল রাজ্য সরকার। ফ্যাক্স করে কমিশনকে ভোটের নির্ঘণ্টের প্রস্তাব দিল রাজ্য। রাজ্যের প্রস্তাবে ভোটগণনা ১৬ মে।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee, westbengal cm

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

রাজ্যে পঞ্চায়েত ভোট কি আগামী ১৪ মে? মে মাসের ১৪ তারিখ রাজ্যে পঞ্চায়েত ভোট করার প্রস্তাব দিল রাজ্য সরকার। এদিন ফ্যাক্স করে রাজ্য নির্বাচন কমিশনকে এই প্রস্তাব দেয় রাজ্য সরকার। শুধু তাই নয়, নবান্নের তরফে প্রস্তাব, পঞ্চায়েত ভোট হোক একদফাতেই। আগামী ১৬ মে ভোটগণনার  দিন ধার্য করার প্রস্তাব দেওয়া হয়েছে কমিশনকে। সরকারের এই প্রস্তাব নিয়ে বৈঠকে বসেছে রাজ্য নির্বাচন কমিশন। শেষমেশ আজই হয়তো পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করতে পারে কমিশন।

Advertisment

আরও পড়ুন, পঞ্চায়েত ভোট: আজ ফের বৈঠকে কমিশন ও সরকার, মিলবে কি রফাসূত্র?

গত ২ দিন ধরে পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের বৈঠকে কোনও রফাসূত্র বেরোয়নি। বুধবারও পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট নিয়ে বৈঠকে বসেছিল রাজ্য ও কমিশন। কিন্তু জট না কাটায় কালও পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করতে পারেনি কমিশন।

Advertisment

আরও পড়ুন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বোঝাতে বাংলাদেশের ছবি! বিজেপির নির্বাচনী ইস্তাহারে বিতর্ক

কমিশন সূত্রে জানা গিয়েছিল, মূলত দুটি বিষয় নিয়েই জট তৈরি হয়েছে। রমজান মাসের আগে পঞ্চায়েত ভোট করা হবে নাকি রমজান মাস চলাকালীন ভোট হবে, সেই সিদ্ধান্ত ঘিরেই দোটানা সৃষ্টি হয়েছে। আগামী ১৬ মে থেকে রমজান মাস শুরু হচ্ছে। অন্যদিকে বুধবার বিভিন্ন মুসলিম সংগঠনের প্রতিনিধিরা রাজ্য নির্বাচন কমিশনে যান। রমজান মাস চলাকালীন যাতে পঞ্চায়েত ভোট না করা হয়, কমিশনের কাছে সে নিয়ে আর্জি জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন, পঞ্চায়েত ভোট: ই-মেলে মনোনয়ন নিয়ে হস্তক্ষেপ নয়, জানাল হাইকোর্ট

রমজানে মাসে পঞ্চায়েত ভোট হোক, তা চায় না বামেরাও। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, ‘‘রমজান মাসে ভোট হলে সংখ্যালঘু শ্রেণির মানুষদের খুব সমস্যা হবে।’’

panchayat vote