Advertisment

‘মমতা সরকার উপড়ে ফেলে যোগ্য় জবাব দেবে মানুষ’, হুঙ্কার সিন্ধিয়ার

‘একুশের নির্বাচনে মমতার সরকারকে উপড়ে ফেলবেন বাংলার মানুষ’, এমন হুঙ্কারই কাড়লেন বিজেপি নেতা জ্য়োতিরাদিত্য় সিন্ধিয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
Jyotiraditya Scindia, জ্য়োতিরাদিত্য় সিন্ধিয়া, মমতা

মমতা ও সিন্ধিয়া।

বাংলার মাটিতে বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় ক্রমশ সুর চড়াচ্ছে বিজেপি। ‘একুশের নির্বাচনে মমতার সরকারকে উপড়ে ফেলবেন বাংলার মানুষ’, এমন হুঙ্কারই কাড়লেন বিজেপি নেতা জ্য়োতিরাদিত্য় সিন্ধিয়া। উল্লেখ্য়, বৃহস্পতিবার ডায়মন্ড হারবার যাওয়ার পথে নাড্ডার কনভয়ে হামলা ঘিরে রাজ্য়-কেন্দ্র চাপানউতোর তুঙ্গে।

Advertisment

ঠিক কী বলেছেন জ্য়োতিরাদিত্য় সিন্ধিয়া?

মমতাকে নিশানা করে সিন্ধিয়া বলেছেন, ‘‘পশ্চিমবঙ্গে মমতা সরকারের বোঝা উচিত যে, বিজেপি ভয়ও পাবে না আর মাথাও নোয়াবে না। যেভাবে বাংলায় গণতন্ত্রকে নিয়ে খেলা হচ্ছে...ওই সরকার উৎখাত করে যোগ্য় জবাব দেবে মানুষ। সব ভিডিও দেখেছি আমরা...বড় বড় পাথর ছোড়া হয়েছে’’।

আরও পড়ুন: তুলকালাম কাণ্ড! নাড্ডার কনভয়ে ‘হামলা’, রাজ্য়জুড়ে অবরোধ বিজেপির

প্রসঙ্গত, বাংলার বুকে নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় কড়া অবস্থান নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ এদিন সকালে মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে দিল্লিতে তলব করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ আগামী ১৪ ডিসেম্বর তাঁদের দিল্লিতে যেতে বলা হয়৷ সাম্প্রতিক কালে যা নজিরবিহীন বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ৷ কিন্তু, আপাতত দিল্লি যাচ্ছেন না মুখ্যসচিব-ডিজি। শুক্রবার বিকেলে নবান্নের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লাকে চিঠি দিয়ে সেকথা জানানো হয়েছে। এ পর্ব ঘিরে একুশের মহারণের আগে রীতিমতো সরগরম বঙ্গ রাজনীতি।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee
Advertisment