Advertisment

Wayanad Bypoll: 'জামাত সমর্থিত প্রার্থী প্রিয়াঙ্কা', মুখ্যমন্ত্রীর বক্তব্যে তোলপাড়

Pinarayi Vijayan On Priyanka: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী কেরালার ওয়েনাড এবং উত্তর প্রদেশের রায়বেরেলি আসন থেকে নির্বাচিত হন। তবে তিনি রায়বেরেলি আসন থেকে সংসদে যাওয়ার সিদ্ধান্ত নেন। এরপর এই আসনের উপনির্বাচনে গান্ধী পরিবারের প্রিয়াঙ্কা গান্ধীকে প্রার্থী করেছে কংগ্রেস।

author-image
IE Bangla Web Desk
New Update
wayanad bypoll

Pinarayi Vijayan On Priyanka:  প্রিয়াঙ্কার পিছনে রয়েছে জামাতের ইন্ধন! ১৩ নভেম্বর ওয়ানাডের উপনির্বাচনের আগে বোমা ফাটালেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি এক নির্বাচনী সমাবেশ থেকে কংগ্রেস নেত্রীকে আক্রমণ করে বলেন, 'যারা ভারতে ইসলামি শাসন কায়েম করতে চায় তারাই ওয়ানাডে প্রিয়াঙ্কা গান্ধীকে সমর্থন করছে'। 

Advertisment

১৩ নভেম্বর ওয়ানাডের উপনির্বাচনের জন্য ভোটগ্রহণ। রাজ্যের উপনির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ। এর মাঝেই কার্যত বোমা ফাটালেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি দাবি করেছেন যে কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী জামাত-ই-ইসলামির সমর্থন নিয়ে ওয়ানাড উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

বিজয়ন তার নির্বাচনী সমাবেশ থেকে প্রিয়াঙ্কাকে নিশানা করে বলেন,  জামাত এমন একটি সংগঠন যারা ভারত এবং ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছে। তিনি আরও অভিযোগ করেন যে সংস্থা "বিশ্বকে ইসলামী শাসনের অধীনে আনার" লক্ষ্যে কাজ করে চলেছে। বিজয়ন বলেন, কিছু মৌলবাদী উপাদান জামাতের মাধ্যমে তাদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে।

সন্ত্রাসের আঁতুড়ঘরেই ভয়াবহ বিস্ফোরণ! কেঁপে উঠল রেলস্টেশন, রক্তে ভেসে গেল প্ল্যাটফর্ম, মৃত্যুমিছিল....!

২০২৪ সালের লোকসভা নির্বাচনে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী কেরালার ওয়েনাড এবং উত্তর প্রদেশের রায়বেরেলি আসন থেকে নির্বাচিত হন। তবে তিনি রায়বেরেলি আসন থেকে সংসদে যাওয়ার সিদ্ধান্ত নেন। এরপর এই আসনের উপনির্বাচনে গান্ধী পরিবারের প্রিয়াঙ্কা গান্ধীকে প্রার্থী করেছে কংগ্রেস।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যে জামাত-ই-ইসলামী দীর্ঘদিন ধরে জম্মু ও কাশ্মীরের নির্বাচনের বিরোধিতা করে আসছে এবং শক্তিশালী সাম্প্রদায়িক অবস্থানকে প্রচার করছে। "পরে, জামাত (কাশ্মীরে) বিজেপির সঙ্গে জোট গঠন করে। = কংগ্রেসকে লক্ষ্য করে বিজয়ন প্রশ্ন করেছিলেন, "ধর্মনিরপেক্ষতার সমর্থকদের কী সব ধরনের সাম্প্রদায়িকতার বিরোধিতা করা উচিত নয়?"

 হাতে সময় মাত্র ১০ দিন, বাবা সিদ্দিকীর মত পরিণতি...! মুখ্যমন্ত্রীকে হুমকি বার্তা, তোলপাড় প্রশাসনের অন্দরমহল

ওয়ানাড উপনির্বাচনের প্রচারপর্বের মাঝেই সোশাল মিডিয়া পোস্টে বিজয়ন লিখলেন, “ওয়ানাডে প্রিয়াঙ্কা গান্ধী লড়াই করছেন জামাত সমর্থিত প্রার্থী হিসাবে। এবার কংগ্রেস স্পষ্ট করে বলুক ওদের অবস্থানটা কী? গোটা দেশ জানে জামাত মৌলবাদী সংগঠন। ওয়ানড়ের উপনির্বাচন কংগ্রেসের ধর্মনিরপেক্ষতার মুখোশ পুরোপুরি খুলে দিয়েছে"।

CONGRESS Priyanka Gandhi
Advertisment