Advertisment

Mahatma Gandhi’s 155th birth anniversary: মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্মবার্ষিকী! শ্রদ্ধা নিবেদন মোদী, মুর্মু, রাহুল, মমতার

Mahatma Gandhi’s 155th birth anniversary: জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিরোধী দলের নেতা রাহুল গান্ধী এবং বিভিন্ন রাজনৈতিক নেতারা দিল্লিতে তাঁর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন৷

author-image
IE Bangla Web Desk
New Update
Mahatma Gandhi’s 155th birth anniversary

মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্মবার্ষিকী! শ্রদ্ধা নিবেদন মোদী, মুর্মু, রাহুল, মমতার

Mahatma Gandhi’s 155th birth anniversary: দেশ জুড়ে পালিত হচ্ছে মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্মবার্ষিকী। রাজঘাটে শ্রদ্ধা মোদী-রাহুলের। শ্রদ্ধা জানিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এক পোস্টে উল্লেখ করেছেন 'বাপু আমাকে শিখিয়েছেন যে বাঁচতে হলে ভয় ছাড়া বাঁচতে হবে'। 

Advertisment

জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিরোধী দলের নেতা রাহুল গান্ধী এবং বিভিন্ন রাজনৈতিক নেতারা দিল্লিতে তাঁর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন৷  এক্স-এ একটি পোস্টে, মোদী গান্ধীর আদর্শের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে বলেছেন, “সমস্ত দেশবাসীর পক্ষ থেকে, পূজনীয় বাপুকে তাঁর জন্মবার্ষিকীতে  অভিনন্দন। সত্য, সম্প্রীতি ও সাম্যতা এই তিন তাঁর জীবন ও আদর্শ দেশবাসীর জন্য সর্বদা অনুপ্রেরণা হয়ে থাকবে।” মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং লোকসভার স্পিকার ওম বিড়লা রাজঘাটে গিয়ে বাপুকে শ্রদ্ধা জানান। 

দুর্ঘটনার পর অর্ধশতাব্দী পার, বরফ ঢাকা পাহাড় থেকে উদ্ধার চার সেনার নিথর দেহ

কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা (এলওপি) রাহুল গান্ধী সকালে জাতির পিতাকে সম্মান জানাতে রাজঘাটে যান। পরে তিনি তার এক্স পোস্টে লিখেছেন। “বাপু আমাকে শিখিয়েছেন যে বাঁচতে হলে নির্ভয়ে বাঁচতে হবে – আপনাকে সত্য, প্রেম, মমতা ও সম্প্রীতির পথে চলতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ ভাবে চলতে হবে"। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং প্রাক্তন সভাপতি সনিয়া গান্ধী সংসদ ভবনের সেন্ট্রাল হলে গান্ধীকে শ্রদ্ধা জানান।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, X-এ একটি পোস্টে জাতির পিতাকে সম্মান জানিয়ে লিখেছেন, “গান্ধী জয়ন্তী উপলক্ষে আমি জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাই। তাঁর অহিংসা, সত্য ও ঐক্যের শিক্ষা আমাদের প্রতিদিন অনুপ্রাণিত করে চলেছে। আসুন আমরা ভারতের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে একটি ন্যায়সঙ্গত এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার অঙ্গীকার করি।" উল্লেখ্য এই বছর স্বচ্ছ ভারত মিশনের দশম বর্ষপূর্তি উদযাপন। ২০১৪ সালে প্রধানমন্ত্রী মোদী স্বচ্ছ ভারত মিশন চালু করেন। এই বিষয়ে এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, "স্বচ্ছ ভারত মিশন হল বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে সফল সংকল্প যার নেতৃত্বে রয়েছে দেশের জনগণ। স্বচ্ছ ভারত অভিযান শুধু একটি পরিচ্ছন্নতা আন্দোলন নয়। এটি এখন সমৃদ্ধির একটি নতুন পথ হয়ে উঠছে,”। 

ইরানের ভয়াবহ হামলা, দিশেহারা ইজরায়েল, ভারতীয়দের জন্য জারি সতর্কতা, পাশে বাইডেন

modi Gandhi Anniversary
Advertisment