PM Modi’s Message on International Women’s Day: নারী দিবসে নারীশক্তিকে স্যালুট প্রধানমন্ত্রী মোদীর। ৮ মার্চ দেশ ও বিশ্বজুড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে। নারী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারীদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিওটি শেয়ার করার সময় তিনি লিখেছেন, 'আমরা আমাদের নারীশক্তিকে স্যালুট জানাই। আমাদের সরকার নারীর ক্ষমতায়নের জন্য নিরন্তর কাজ করে চলেছে। তা আমাদের পরিকল্পনা ও কর্মসূচিতেও দেখা যাচ্ছে"।
মোদী বলেন, আজ, প্রতিশ্রুতি অনুযায়ী, আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন এমন মহিলারা পরিচালনা করবেন। যা নারীর ক্ষমতায়ন এবং তাদের অর্জনকে স্বীকৃতি দেওয়ার জন্য এটি একটি অনন্য পদক্ষেপ। এটাই প্রথমবার নয়, এর আগে ২০২০ সালেও সাতজন মহিলা প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পরিচালনা করেছিলেন।
নারী দিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি লিখেছেন আন্তর্জাতিক নারী দিবসে সকলকে শুভেচ্ছা । আসুন আমরা নারীর অধিকার, সমতা এবং ক্ষমতায়নের জন্য সংগ্রামের অঙ্গীকার করি। সমাজে মেয়েরা আজ সব সীমানা অতিক্রম করে দুর্ভেদ্য লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন তাঁদের এই যাত্রায় নারীদের সমর্থন করুন এবং নিশ্চিত করুন যে সমাজের কোন নারী যেন পিছিয়ে না থাকেন।
এদিকে আজ ৩০০০ মহিলা প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকবেন। আজ নারী দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মোদীর নিরাপত্তার দায়িত্বে থাকবেন ৩ হাজার মহিলা পুলিশ কর্মী। দেশের ইতিহাসে যা প্রথমবারের মতো হতে চলেছে।
আজ, নারী দিবস উপলক্ষে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশের নারীদের অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের নওসারিতে লাখপতি দিদির অনুষ্ঠানে ভাষণ দেবেন। আজ মোদীর নিরাপত্তার দায়িত্বে থাকবেন ৩ হাজার মহিলা নিরাপত্তা রক্ষী।
আসলে, নারী দিবস উপলক্ষে, শুধুমাত্র মহিলা পুলিশ কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা দেবেন। অর্থাৎ প্রধানমন্ত্রী মোদীর নিরাপত্তার দায়িত্ব থাকবে মহিলা পুলিশ কর্মীদের হাতে। দেশে এই প্রথমবারের মতো প্রধানমন্ত্রী মোদীর নিরাপত্তার দায়িত্বে থাকবেন মহিলা পুলিশ কর্মীরা। এই তথ্য দিয়েছেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী।
গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সিংভি বলেছেন যে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গুজরাট পুলিশ একটি অনন্য উদ্যোগ নিয়েছে। দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তার দায়িত্বে থাকবেন মহিলা পুলিশ কর্মীরা। তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী মোদীর নিরাপত্তার জন্য মোট ২,১৪৫ জন মহিলা কনস্টেবল, ৬১ জন ইন্সপেক্টর, ১৯৭ জন এসআই, ১৯ জন ডিএসপি, ৫ জন এসপি এবং একজন ডিআইজি পদমর্যাদার মহিলা অফিসার মোতায়েন করা হয়েছে।