Advertisment

রাম মন্দির নিয়ে অর্ডিন্যান্স আনার কথা ভাবছে না বিজেপি

বেশ কিছু সংগঠন মন্দির নির্মাণ বিষয়ক অর্ডিন্যান্স আনার জন্য যে দাবি তুলতে শুরু করেছে, সে নিয়ে প্রশ্ন করা হলে বিজয়বর্গীয় আবারও আদালতের কাছে দ্রুত রায় দেওয়ার জন্য আবেদন জানানোর কথা বলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফাইল ফোটো

অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে অর্ডিন্যান্স আনবে না বিজেপি। অন্তত এখনই তেমন কোনও পরিকল্পনা নেই দেশের শাসক দলের। এ কথা জানিয়েছেন দলের জাতী সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন, অযোধ্যায় রাম মন্দির নির্মাণ একমাত্র তাঁর দলই করতে পারে। ‘‘অন্য কারও এ হিম্মৎ নেই’’ বলে মন্তব্য করেছেন তিনি।

Advertisment

বিজয়বর্গীয়র মতে, মন্দির ইস্যুকে কেন্দ্র করে বিজেপির লাভের গুড় পিঁপড়েয় খেয়ে গেছে। তিনি মনে করেন, এ নিয়ে ভোট ভাগ করতে বিরোধীরা সংখ্যালঘুদের মনে আতঙ্ক ঢুকিয়ে দিয়েছে।

আরও পড়ুন, ‘‘মোদী কেমন হিন্দু?’’ খোঁচা রাহুলের, পাল্টা আক্রমণ বিজেপির

‘‘আমরা রাম মন্দির ইস্যুতে রায় দেওয়ার জন্য আদালতের কাছে আবার আবেদন জানাব। একটি বিষয় যখন আদালতে রয়েছে, তখন আমাদের তা নিয়ে তাড়াহুড়ো করা উচিত নয়। এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য যথেষ্ট সময় দেওয়া উচিত।’’

সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বিজয়বর্গীয় বলেছেন, ‘‘তবে যদি মানুষের আকাঙ্ক্ষা বাড়তে থাকে, সেক্ষেত্রে সরকারকে (অর্ডিন্যান্স আনা হবে কি না তা নিয়ে) একটা সিদ্ধান্ত নিতেই হবে। কিন্তু এই মুহূর্তে দল মন্দির নির্মাণের ব্যাপারে অর্ডিন্যান্স আনার কথা ভাবছে না।’’

রাম জন্মভূমি-বাবরি মসজিদ নিয়ে শুনানি এগিয়ে আনার আবেদন সম্প্রতি নাকচ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। মামলা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে যথোপযুক্ত বেঞ্চে পাঠানোর কথা এর আগেই জানিয়ে দিয়েছিল শীর্ষ আদালত। ওই বেঞ্চে শুনানির দিনক্ষণ নির্দিষ্ট হবে।

সম্প্রতি বিশ্ব হিন্দু পরিষদ, শিবসেনা, আরএসএসের মতন বেশ কিছু সংগঠন মন্দির নির্মাণ বিষয়ক অর্ডিন্যান্স আনার জন্য যে দাবি তুলতে শুরু করেছে, সে নিয়ে প্রশ্ন করা হলে বিজয়বর্গীয় আবারও আদালতের কাছে দ্রুত রায় দেওয়ার জন্য আবেদন জানানোর কথা বলেন।

প্রতিবার ভোটের আগে বিজেপি রাম মন্দির ইস্যুকে ব্যবহার করে বলে বিরোধীরা যে অভিযোগ তুলছে, তাকে নস্যাৎ করে দিয়েছেন বিজয়বর্গীয়। তিনি বলেছেন, ‘‘বিজেপি এ নিয়ে কোনও কথাই বলেনি। সন্ত এবং অন্য সংগঠনগুলি এ ব্যাপারে মুখর হয়েছে। রাম মন্দিরকে ইস্যু করে বিজেপি কখনও ভোটে যায়নি। সবসময়ে আমাদের একটাই লক্ষ্য থেকেছে, ‘‘সবকা সাথ, সবকা বিকাশ।’’

আরও পড়ুন, ‘‘আরএসএসের পুরো নাম কী?’’ ত্রিপুরার স্কুলের প্রশ্নপত্রে ফের বিতর্ক

মন্দির ইস্যুকে কেন্দ্র করে বিরোধীরা সংখ্যালঘুদের মন বিষিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিজয়বর্গীয়। তিনি বলেছেন, ‘‘ভোটের সময়ে জনগণের একাংশ শুধুমাত্র সংখ্যালঘুদের মনে ভয় ঢুকিয়ে দেওয়ার জন্য এই ইস্যু তোলে। এই ইস্যুতে বিজেপির কোনও লাভ হয় না, বরং সংখ্যালঘুরা জোট বেঁধে আমাদের বিরুদ্ধে ভোট দেওয়ায় আমাদের ক্ষতিই হয়।’’

পশ্চিমবঙ্গে বিজেপি-র দায়িত্বপ্রাপ্ত নেতা বিজয়বর্গীয় একই সঙ্গে বলেছেন, আদালতের সিদ্ধান্ত এবং সংবিধানের সংস্থানের কতা মাথায় রেখে তাঁর দল অযোধ্য়ায় রাম মন্দির নির্মাণ করতে চায়।

‘‘কেবলমাত্র বিজেপি-ই পারে রাম মন্দির নির্মাণ করতে, অন্য কারও সে হিম্মৎ নেই। আমরা মন্দির বানাবই। কিন্তু আমরা তা করব আদালত, সংবিধান এবং সামাজিক পরিস্থিতিকে মান্যতা দিয়েই।’’

Read the Full Story in English

Ram Temple lok sabha 2019 bjp
Advertisment