সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর বিতর্কিত টুইট করলেন বিজেপি নেত্রী তথা রাজ্যসভার মনোনিত সদস্যা রূপা গঙ্গোপাধ্যায় । সমবেদনা, সম্মান জ্ঞাপণের বদলে কার্যক শালীনতার মাত্রার ছাড়ালেন রূপা। ফেসবুকে রূপা লিখেছেন, 'পুজোয় জাঁকজমক করা আর টাকা তোলা ছাড়া যাঁর কোনও অবদান ছিল না। তাঁর জন্য আমার কোনও শ্রদ্ধা নেই।' পাশাপাশি বিজেপি নেত্রীর দাবি, '২০২১ বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু, চুক্তি পছন্দ হয়নি তাঁর।' সুব্রত মুখার্জীকে 'সুবিধাবাদী' বলেও দেগে দিয়েছেন রূপা।
Advertisment
কালীপুজোর রাতেই প্রয়াত হন রাজ্যের বর্ষীয়ান মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। শোকস্তব্ধ রাজনৈতিক মহল। শ্রদ্ধা জানাচ্ছেন দিলীপ ঘোষ থেকে সুকান্ত মজুমদাররা। সেই সময়ই নিজের ফেসবুক পোস্টে রূপা গঙ্গোপাধ্যায় লেখেন, 'ধ্যাৎ, সবাই যেন হঠাৎ বালিগঞ্জে একা হয়ে গেল। সরি বস।'
এরপরই রূপার করা পোস্টের নিচে একের পর এক কমেন্ট পড়তে শুরু করে। যার জবাব দিতে গিয়েই বিস্ফোরক মন্তব্য করেন এই বিজেপি নেত্রী। প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়কে মাত্রাছাড়া আক্রমণ করে বসেন। দাবি করেন, 'এরাই (সুব্রত মুখোপাধ্যায়) পশ্চিমবঙ্গের অনেক ক্ষতির কারণ।'
দিন কয়েক আগেই পথদুর্ঘটনায় নিহত হয়েছেন কলকাতা পুরসভার কোঅর্ডিনেটর তিস্তা বিশ্বাস দাস। প্রয়াত মন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে সেই প্রসঙ্গ টেনে আনেন রূপা গঙ্গোপাধ্যায়। ফেসবুকে তিনি লেখেন, 'তিস্তাকে নিয়েছো বস। কিছু তো ফেরত নেবে মা কালী।'
প্রয়াত সুব্রতকে শ্রদ্ধা নয়, আক্রমণের নামে বিতর্কিত পোস্ট রূপার
সমবেদনা, সম্মান জ্ঞাপণের বদলে কার্যক শালীনতার মাত্রা ছাড়ালেন বিজেপি নেত্রী।
Follow Us
সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর বিতর্কিত টুইট করলেন বিজেপি নেত্রী তথা রাজ্যসভার মনোনিত সদস্যা রূপা গঙ্গোপাধ্যায় । সমবেদনা, সম্মান জ্ঞাপণের বদলে কার্যক শালীনতার মাত্রার ছাড়ালেন রূপা। ফেসবুকে রূপা লিখেছেন, 'পুজোয় জাঁকজমক করা আর টাকা তোলা ছাড়া যাঁর কোনও অবদান ছিল না। তাঁর জন্য আমার কোনও শ্রদ্ধা নেই।' পাশাপাশি বিজেপি নেত্রীর দাবি, '২০২১ বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু, চুক্তি পছন্দ হয়নি তাঁর।' সুব্রত মুখার্জীকে 'সুবিধাবাদী' বলেও দেগে দিয়েছেন রূপা।
কালীপুজোর রাতেই প্রয়াত হন রাজ্যের বর্ষীয়ান মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। শোকস্তব্ধ রাজনৈতিক মহল। শ্রদ্ধা জানাচ্ছেন দিলীপ ঘোষ থেকে সুকান্ত মজুমদাররা। সেই সময়ই নিজের ফেসবুক পোস্টে রূপা গঙ্গোপাধ্যায় লেখেন, 'ধ্যাৎ, সবাই যেন হঠাৎ বালিগঞ্জে একা হয়ে গেল। সরি বস।'
এরপরই রূপার করা পোস্টের নিচে একের পর এক কমেন্ট পড়তে শুরু করে। যার জবাব দিতে গিয়েই বিস্ফোরক মন্তব্য করেন এই বিজেপি নেত্রী। প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়কে মাত্রাছাড়া আক্রমণ করে বসেন। দাবি করেন, 'এরাই (সুব্রত মুখোপাধ্যায়) পশ্চিমবঙ্গের অনেক ক্ষতির কারণ।'
আরও পড়ুন- ডান-বাম, ক্রীড়া-অভিনয় জগৎ, ঘটি-বাঙাল, শেষ যাত্রাতেও মিলিয়ে দিলেন সুব্রত
দিন কয়েক আগেই পথদুর্ঘটনায় নিহত হয়েছেন কলকাতা পুরসভার কোঅর্ডিনেটর তিস্তা বিশ্বাস দাস। প্রয়াত মন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে সেই প্রসঙ্গ টেনে আনেন রূপা গঙ্গোপাধ্যায়। ফেসবুকে তিনি লেখেন, 'তিস্তাকে নিয়েছো বস। কিছু তো ফেরত নেবে মা কালী।'
আরও পড়ুন- মাথায় হাত বুলিয়ে ‘সুব্রতদা’কে শেষবারের মতো বিদায় দিলেন প্রথম নায়িকা মুনমুন
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন