বিজেপি নেতা সায়ন্তন বসুর গাড়িতে হামলার অভিযোগ ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটল। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিজেপি নেতার গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সায়ন্তনের পাশাপাশি বিজেপির আরও কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। এ ঘটনার প্রতিবাদে হেঁড়িয়ায় রাস্তা অবরোধ করেছে বিজেপি।
বিজেপি নেতা সায়ন্তন বসুর গাড়িতে ভাঙচুরের অভিযোগ #SayantanBasuhttps://t.co/MAG3gPs7iu pic.twitter.com/pgit0TY2yD
— IE Bangla (@ieBangla) December 13, 2019
আরও পড়ুন: পিকের পরিবর্তন? নীতীশকে ছেড়ে কি এবার মমতার সঙ্গেই ভোটগুরু?
সূত্র মারফৎ জানা যায়, একটি পুরনো মামলায় কাঁথি আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন সায়ন্তন। এরপর ভূপতিনগর থানায় যান সায়ন্তন। এলাকায় দলীয় কর্মীদের উপর অত্যাচার চালানো হচ্ছে, এই মর্মে অভিযোগ জানাতে থানায় যান সায়ন্তন। থানা থেকে বেরোনোর পরই কয়েকজন দুষ্কৃতী তাঁর গাড়ির উপর চড়াও হয়ে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করেছে বিজেপি। গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলেও অভিযোগ।
আরও পড়ুন: ক্যাব-এনআরসি নিয়ে গণ আন্দোলনের ডাক মমতার, রবিবার থেকে রাজ্যজুড়ে পথে তৃণমূল

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ক্যাবকে চ্যালেঞ্জ করে মামলা তৃণমূল সাংসদের
এ ঘটনার পিছনে তৃণমূলের হাত রয়েছে বলে দাবি বিজেপির। যদিও শাসক শিবিরের দাবি, এলাকায় গিয়ে প্ররোচনা দিয়েছেন সায়ন্তন। সাধারণ মানুষই ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে।