Advertisment

তুমুল উত্তেজনা, বিজেপি নেতা সায়ন্তন বসুর গাড়ি ভাঙচুর, অভিযুক্ত তৃণমূল

পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিজেপি নেতার গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

author-image
IE Bangla Web Desk
New Update
sayantan basu , সায়ন্তন বসু, সায়ন্তন বসুর খবর, সায়ন্তন বসুর উপর হামলা, sayantan basu news, সায়ন্তন বসুর গাড়িতে হামলা, সায়ন্তন বসুর গাড়িতে ভাঙচুর, sayantan basu car vandalised, bjp, বিজেপি, তৃণমূল, tmc, east medinipur, পূর্ব মেদিনীপুর

সায়ন্তন বসুর গাড়িতে ভাঙচুর।

বিজেপি নেতা সায়ন্তন বসুর গাড়িতে হামলার অভিযোগ ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটল। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিজেপি নেতার গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সায়ন্তনের পাশাপাশি বিজেপির আরও কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। এ ঘটনার প্রতিবাদে হেঁড়িয়ায় রাস্তা অবরোধ করেছে বিজেপি।

Advertisment

আরও পড়ুন: পিকের পরিবর্তন? নীতীশকে ছেড়ে কি এবার মমতার সঙ্গেই ভোটগুরু?

সূত্র মারফৎ জানা যায়, একটি পুরনো মামলায় কাঁথি আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন সায়ন্তন। এরপর ভূপতিনগর থানায় যান সায়ন্তন। এলাকায় দলীয় কর্মীদের উপর অত্যাচার চালানো হচ্ছে, এই মর্মে অভিযোগ জানাতে থানায় যান সায়ন্তন। থানা থেকে বেরোনোর পরই কয়েকজন দুষ্কৃতী তাঁর গাড়ির উপর চড়াও হয়ে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করেছে বিজেপি। গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলেও অভিযোগ।

আরও পড়ুন: ক্যাব-এনআরসি নিয়ে গণ আন্দোলনের ডাক মমতার, রবিবার থেকে রাজ্যজুড়ে পথে তৃণমূল

sayantan basu , সায়ন্তন বসু, সায়ন্তন বসুর খবর, সায়ন্তন বসুর উপর হামলা, sayantan basu news, সায়ন্তন বসুর গাড়িতে হামলা, সায়ন্তন বসুর গাড়িতে ভাঙচুর, sayantan basu car vandalised, bjp, বিজেপি, তৃণমূল, tmc, east medinipur, পূর্ব মেদিনীপুর গাড়িতে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ক্যাবকে চ্যালেঞ্জ করে মামলা তৃণমূল সাংসদের

এ ঘটনার পিছনে তৃণমূলের হাত রয়েছে বলে দাবি বিজেপির। যদিও শাসক শিবিরের দাবি, এলাকায় গিয়ে প্ররোচনা দিয়েছেন সায়ন্তন। সাধারণ মানুষই ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে।

bjp tmc
Advertisment