Advertisment

মোদীর স্বপ্নের বন্দে ভারতে বিছানায় শুয়ে সফর, দুরন্ত উদ্যোগ কেন্দ্রের

Vande Bharat: মোদীর স্বপ্নের বন্দে ভারতে এবার বিছানায় শুয়ে সফর করতে পারবেন যাত্রীরা। আজই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বন্দে ভারত স্লিপার কোচের প্রোটোটাইপ ভার্সনের উন্মোচন করেছেন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
vande bharat sleeper coach .

Vande Bharat: মোদীর স্বপ্নের সেমি হাই স্পিড ট্রেনে দিব্যি বিছানায় শুয়ে সফর করতে পারবেন যাত্রীরা। আজই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বন্দে ভারত স্লিপার কোচের প্রোটোটাইপ ভার্সনের উন্মোচন করেছেন।

Advertisment

চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির প্রত্যক্ষ সহযোগিতায় বিইএমএল প্রথম পর্বে বন্দে ভারতের জন্য বাতানুকূল স্লিপার তৈরি করছে। নতুন বন্দে ভারত এক্সপ্রেস স্লিপার ট্রেনটিতে মোট ১৬ টি কোচ এবং মোট ৮২৩ টি বার্থ থাকবে। আগামী তিন মাসের মধ্যে ট্রেনটি যাত্রী সাধারণের জন্য সামনে আনা হবে বলেই জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী।

বিরোধী দল নেতা হিসাবে প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র সফরে রাহুল গান্ধী

ভাড়া কত হবে স্লিপার কোচের? 

বৈষ্ণব রবিবার বলেন, মধ্যেবিত্তের কথা মাথায় রেখে সাশ্রয়ী ভাড়া নিয়ে চিন্তাভাবনা চলছে। এই ট্রেনের ডিজাইনেও আনা হয়েছে অনেক পরিবর্তন। রক্ষণাবেক্ষণ কর্মীদের জন্য আলাদা কেবিনও তৈরি করা হয়েছে।

Price Hike: উৎসবের মরশুম শুরুর মুখেই বিরাট ধাক্কা! আবারও বাড়ল গ্যাসের দাম

বন্দে ভারত ট্রেনের স্লিপার কোচের প্রথম ছবি ইতিমধ্যেই সামনে এসেছে। বন্দে ভারত এক্সপ্রেসের সাড়া জাগানো সাফল্যের পরে, সরকার এখন বন্দে ভারত স্লিপার এবং বন্দে মেট্রো  চালু করার প্রস্তুতি নিচ্ছে। বেঙ্গালুরুতে প্রথম বন্দে ভারত স্লিপার কোচের উন্মোচন করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। যেখানে রয়েছে আধুনিক সব সুবিধা। বন্দে ভারত স্লিপার কোচ প্রোটোটাইপ ভার্সন উন্মোচন করে  বৈষ্ণব বলেছেন, ট্রেনটি সম্ভবত আগামী ৩ মাসের মধ্যে পরিষেবার জন্য চালু করা হবে।

দ্রুত বিচারের আর্জি! আরজি কর কাণ্ডে ফের গর্জে উঠলেন মোদী

 

উল্লেখ্য ৩১ আগস্ট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেছিলেন। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, বর্তমানে দেশব্যাপী ১০২ টি বন্দে ভারত ট্রেন চালু রয়েছে, যাত্রীরা সেগুলিতে ভ্রমণ করেছেন।

নামমাত্র খরচে পান দুর্দান্ত রেঞ্জ, ই-লুনার ফিচার্স চমকে দেবে

বন্দে ভারত উদ্যোগের সাফল্যের উপর জোর দিচ্ছে কেন্দ্র। তিনি বন্দে ভারত ট্রেনগুলির একটি স্লিপার সংস্করণ চালু করার এবং বন্দে মেট্রো চালু করার পরিকল্পনাও ঘোষণা করেছিলেন। এছাড়াও, তিনি উল্লেখ করেছেন যে ১৩০০ টিরও বেশি রেলস্টেশনে সংস্কারের কাজ চলছে।

vande metro modi Vande Bharat Express Vande Bharat
Advertisment