Advertisment

Shiv Sena MLA Sanjay Gaikwad: রাহুলের জিভ কেটে নেওয়ার নিদান, শিন্দে বিধায়কের মন্তব্যে তোলপাড় জাতীয় রাজনীতি

Shiv Sena MLA Sanjay Gaikwad: রাহুল গান্ধীর জিভ কাটলে মিলবে ১১ লক্ষ টাকা নগদ! শিন্দে গোষ্ঠীর বিধায়কের বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে তোলপাড় জাতীয় রাজনীতি।

author-image
IE Bangla Web Desk
New Update
rahul gandhi

রাহুল গান্ধীর জিভ কাটলে মিলবে ১১ লক্ষ টাকা নগদ! শিন্দে গোষ্ঠীর বিধায়কের বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে তোলপাড় জাতীয় রাজনীতি।

Shiv Sena MLA Sanjay Gaikwad: রাহুল গান্ধীর জিভ কাটলে মিলবে ১১ লক্ষ টাকা নগদ! শিন্দে গোষ্ঠীর বিধায়কের বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে তোলপাড় জাতীয় রাজনীতি।

Advertisment

শিবসেনা বিধায়ক সঞ্জয় গায়কওয়াড় বলেছেন, 'লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী বলেছিলেন যে সংবিধান বদলের চেষ্টা করছে মোদী সরকার। এই ধরনের মিথ্যাকে ছড়িয়ে দিয়ে তারা জনগণের থেকে ভোট আদায় করেছে। আজ তারা নিজেরাই সংরক্ষণ শেষ করার কথা বলছে। আমি বলছি যে রাহুল গান্ধীর জিভ কেটে নেবে তাকে তাকে আমি ১১ লাখ টাকা পুরষ্কার দেব'।  

মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা, উঠে যাচ্ছে কর্মবিরতি?

পাশাপাশি তিনি রাহুল গান্ধীকে নিশানা করে বলেছেন, যারা নির্বাচনের আগে সংবিধান বদলে ফেলার কথা বলে মানুষের থেকে ভোট আদায় করেছে, আজ তারা পিছিয়ে পড়া মানুষ এবং আদিবাসীদের জন্য সংরক্ষণ শেষ করার কথা বলছে। পিছিয়ে পড়া মানুষ, আদিবাসী এবং অন্যান্যদের জন্য ১০০ শতাংশ সংরক্ষণ শেষ করতে চান রাহুল গান্ধী।  প্রকাশ্যে এল কংগ্রেসের আসল চেহারা"।  সঞ্জয় গায়কওয়াড়ের আগে রাহুল গান্ধীকে আক্রমণ করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা রবনীত সিং বিট্টু। তিনি রাহুলকে সন্ত্রাসবাদী বলেও উল্লেখ করেছেন। 

সম্প্রতি আমেরিকা সফরে গিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এ সময় তিনি বিজেপি ও আরএসএসকে নিশানা করেন। এ সময় তিনি শিখদের নিয়ে বিতর্কিত বক্তব্যও দিয়েছিলেন। তার এ বক্তব্যের কারণে আমেরিকায় রাজনৈতিক উত্তাপ বেড়েছে। এদিকে রাহুল গান্ধীকে নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়েছেন শিবসেনা বিধায়ক সঞ্জয় গায়কওয়াড়। রাহুল গান্ধীকে নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়েছেন শিবসেনা বিধায়ক সঞ্জয় গায়কওয়াড়।

'ওয়ান নেশন ওয়ান ইলেকশন'! চলতি মেয়াদেই বিরাট পদক্ষেপ মোদী সরকারের?

rahul gandhi Eknath Shinde
Advertisment