Advertisment

Nishikant Dubey On Congress: 'কাশ্মীরের 'শত্রুদের' সঙ্গে সনিয়া গান্ধীর যোগাযোগ! বড় অভিযোগে ভারত কাঁপিয়ে দিল BJP

Nishikant Dubey On Congress: রবিবার (৮ ডিসেম্বর) ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ফের একবার কংগ্রেসকে নিশানা করে দলের প্রাক্তন সভাপতি সনিয়া গান্ধীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে এনেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Nishikant Dubey:

গান্ধী পরিবারের বিরুদ্ধে বিরাট অভিযোগ বিজেপির

Nishikant Dubey On Congress: 'কাশ্মীরের 'শত্রুদের' সঙ্গে  সনিয়া গান্ধীর যোগাযোগ!  গান্ধী পরিবারের বিরুদ্ধে বিরাট অভিযোগ বিজেপি সাংসদের।  

Advertisment

রবিবার (৮ ডিসেম্বর) ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ফের একবার কংগ্রেসকে নিশানা করে  দলের প্রাক্তন সভাপতি সনিয়া গান্ধীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে এনেছে।  বিজেপি অভিযোগ করেছে যে সনিয়া গান্ধীর সঙ্গে জর্জ সোরোস ফাউন্ডেশনের ভাল সম্পর্ক রয়েছে। এই সংগঠনটি কাশ্মীরকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার ধারণাকে সমর্থন করে।

এক্স-এক পোস্টে বলেছে বিজেপির তরফে দাবি করা হয়েছে সনিয়া গান্ধীর সঙ্গে জর্জ সোরোস ফাউন্ডেশনের সম্পর্ক ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশী সংস্থার প্রভাবকে প্রতিফলিত করে । বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে আরও বলেছেন বলেছেন যে তিনি এই বিষয়ে লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধীকে ১০ টি প্রশ্ন করবেন। 

বিজেপি সরাসরি সনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে আক্রমণ করে এবং তাদের বিরুদ্ধে ভারতের মানহানিকারী বিদেশী সংস্থার সাথে সম্পর্ক থাকার অভিযোগ করেছে। বিজেপি টুইট করেছে এবং কংগ্রেস নেতাদের এমন সংগঠনে জড়িত থাকার অভিযোগ করেছে যা সম্ভাব্যভাবে ভারতের স্বার্থের ক্ষতি করতে পারে। বিজেপি বলেছে যে প্রাক্তন কংগ্রেস সভাপতি এবং রাহুল গান্ধী বিদেশী শক্তির প্রত্যক্ষ প্রভাবে রয়েছেন  যারা ভারতের অগ্রগতিকে ক্ষুণ্ন করার চেষ্টা করছে। 

সোনিয়া গান্ধী জর্জ সোরোস ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত…!  বড় অভিযোগে তোলপাড় ফেলল বিজেপি। 

বিজেপির তরফে কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধীর বিরুদ্ধে জর্জ সোরোস ফাউন্ডেশনের আর্থিক সাহায্যে   পরিচালিত একটি এনজিওর সঙ্গে যোগাযোগের অভিযোগ আনা হয়েছে। এই প্রসঙ্গে সোশ্যাল সাইট এক্স-এ বিজেপির পক্ষ থেকে একের পর এক অনেক টুইট ও করা হয়েছে।

বিজেপি রবিবার তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে অভিযোগ করেছে যে কংগ্রেসের প্রাক্তন সভাপতি সনিয়া গান্ধী ফোরাম অফ ডেমোক্র্যাটিক লিডারস ইন এশিয়া প্যাসিফিক (এফডিএল-এপি) এর সাথে যুক্ত, এটি একটি সংস্থা যেটি ভারত থেকে কাশ্মীরকে আলাদা করার  পক্ষে কথা বলে। বিজেপির টুইটার হ্যান্ডেল থেকেও অভিযোগ উঠেছে যে এই সংস্থাটি জর্জ সোরোসের সংস্থা থেকে তহবিল পায় এবং সনিয়া গান্ধী এই সংস্থার সহ-সভাপতি। এই প্রসঙ্গে বিজেপি সোশ্যাল সাইট এক্স-এ একের পর এক একাধিক টুইট করে সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। 

বিজেপির অভিযোগ, সনিয়া গান্ধীর রাজীব গান্ধী ফাউন্ডেশনের সভাপতির সময় জর্জ সোরোস ফাউন্ডেশনের সঙ্গে সম্পর্ক ছিল। সোরোস ফাউন্ডেশনের আর্থিক সাহায্যে পরিচালিত ওপেন সোসাইটি ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট সলিল শেঠি, রাহুল গান্ধীর সঙ্গে ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়েছিলেন।

বিজেপি বিষয়টি সংসদে তুলতে পারে

এর আগে সংসদে, রাহুল গান্ধীকে বিজেপি অভিযুক্ত করেছিল যে ওসিসিআরপি জর্জ সোরোসের কাছ থেকে আর্থিক সাহায্য পায়। এই সংগঠন এবং কংগ্রেস মিলে ভারতের অর্থনীতিকে দুর্বল করার এবং মোদী সরকারের মানহানি করার চেষ্টা করছে। 

Sonia sonia gandhi bjp
Advertisment