ভুয়ো টিকা কাণ্ডে এবার স্বাস্থ্য ভবনে গেল বিজেপির প্রতিনিধি দল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একাধিক বিজেপি বিধায়ক এদিন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে দেখা করেন। শুভেন্দু বলেন, আচমকা না এলে স্বাস্থ্য সচিবের দেখা পেতাম না। কারণ দেবাঞ্জন দেব যেভাবে ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প চালাচ্ছিল সেটা কীভাবে ঘটল তার তদন্ত দরকার। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাতেই এদিন তাঁরা স্বাস্থ্য ভবনে যান বলে জানিয়েছেন।
এদিন স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করার পর বাইরে বেরিয়ে এসে শুভেন্দু বলেন, প্রভাবশালীদের সঙ্গে নিয়ে দেবাঞ্জন দেব যে কাজ করেছে তাতে মানুষ আতঙ্কিত। ভুয়ো ক্যাম্পে নেওয়া টিকা থেকে কারও কিছু হলে অভিযোগ উঠত মোদিজির পাঠানো ভ্যাকসিন নিয়ে তা হয়েছে। এটা একটা বড় চক্রান্ত। প্রায় ২-৩ সপ্তাহ ধরে গাড়ি গাড়ি করে লোক এনে টিকাকরণ করিয়েছে। কোথাও শাসকদলের মিমি চক্রবর্তী, কোথাও সোনারপুরের বিধায়ক লাভলি মৈত্রকে দেখা গিয়েছে। অভিযুক্ত রাজ্যের মানুষকে বিপদে ফেলেছে। ভাল বড় সংস্থা দিয়ে ঘটনার তদন্ত প্রয়োজন। প্রয়োজনে সিবিআইয়ের সাহায্য নেওয়া হোক।
আরও পড়ুন কসবা কাণ্ডে কেঁচো খুঁড়তে কেউটে, নবান্নের প্যাড জাল করেছিল ধৃত দেবাঞ্জন
এদিকে, ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে তোলপাড় বাংলা। সুর চড়িয়েছে বিজেপি। তার মধ্যেই সোশাল মিডিয়ায় বোমা ফাটালেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের নেপথ্যে রাজ্যের শাসক দলের নেতা, কর্মীরা সরাসরি জড়িত বলে তোপ দাগলেন তিনি। তাঁর অভিযোগ, পুরো বিষয়টিই সাজানো। ফেসবুকে দিলীপ ঘোষ লিখেছেন, ‘এত দিন অন্য সব বিষয়ে সিন্ডিকেট চলছিল। এখন ভ্যাকসিন সিন্ডিকেট চলছে। ভুয়ো ভ্যাকসিন পুরো সাজানো। এতে তৃণমূলের লোক যুক্ত।’
আরও পড়ুন ভ্যাকসিনকাণ্ডে দেবাঞ্জনের বিরুদ্ধে FIR দায়ের IMA-এর
এদিন ফেসবুকে দিলীপ ঘোষ লিখেছেন, ‘এত দিন অন্য সব বিষয়ে সিন্ডিকেট চলছিল। এখন ভ্যাকসিন সিন্ডিকেট চলছে। এখানে এসএসসি, টেট, সিভিক পুলিশের চাকরির জন্য পয়সা নেওয়া হয়। ভ্যাকসিন পড়ে থাকছে, দেওয়া হচ্ছে না। তার উদ্দেশ্য ক্রাইসিস তৈরি করা। হাতবদল হয়ে চড়া দামে ভ্যাকসিন বিক্রি করা হচ্ছে। এর মধ্যে তৃণমূল নেতাদের হাত রয়েছে। ভুয়ো ভ্যাকসিন পুরো সাজানো। এতে তৃণমূলের লোক যুক্ত আছে।’
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন