Advertisment

খড়দাতেই প্রার্থী হচ্ছেন শোভনদেব, আজ 'দুয়ারে ভোজন' কর্মসূচিতে যোগ দেবেন মন্ত্রী

Sobhandeb Chatterjee: কয়েকদিন আগে তিনি ভবানীপুরের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Sovandeb Chatterjee, TMC

শোভনদেব চট্টোপাধ্যায়।

Sobhandeb Chatterjee: জল্পনার অবসান করে খড়দায় তৃণমূলের প্রার্থী হতে চলেছেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কয়েকদিন আগে তিনি ভবানীপুরের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। তারপরই জল্পনা তৈরি হয় তাঁকে নিয়ে। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও এটা আর বলার অপেক্ষা রাখে না যে, নিজের পুরনো কেন্দ্রে ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শোভনদেবের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠে।

Advertisment

জানা গিয়েছে, খড়দায় শোভনদেবের প্রার্থী হওয়া একপ্রকার চূড়ান্ত। আজ, মঙ্গলবারই তিনি 'দুয়ারে ভোজন' নামে একটি কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছেন খড়দায়। এবারের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিনহা করোনায় প্রয়াত হন। পরবর্তীকালে তিনিই জেতেন ওই কেন্দ্রে। এখন তাঁর প্রয়াণে স্বভাবতই উপনির্বাচন হবে ওই কেন্দ্রে। এই অঙ্ক কষেই তৃণমূল কংগ্রেস শোভনদেবকে সেখান থেকে প্রার্থী করতে পারে।

আরও পড়ুন ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট, জল্পনা বাড়ালেন মুকুল-পুত্র শুভ্রাংশু!

প্রথমে মনে করা হচ্ছিল, এই কেন্দ্রের পুরনো বিধায়ক অমিত মিত্র ফের দাঁড়াতে পারেন। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে ভোটের লড়াইয়ে নামতে রাজি নন তিনি। এই পরিস্থিতিতে খড়দহ আসন থেকে উপনির্বাচনে প্রার্থী হতে পারেন শোভনদেব। সূত্রের খবর, সেইদিকে এগোচ্ছে প্রস্তুতি।

আরও পড়ুন ভুলস্বীকার করে এবার দিদিকে চিঠি দীপেন্দুর, TMC-তে ফিরতে উদগ্রীব প্রাক্তন ফুটবলার

তৃণমূল সূত্রে খবর, মমতা ভবানীপুর আসনেই প্রার্থী হবেন। রাজ্যের কৃষিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। নিয়ম অনুযায়ী, বিধায়ক না থাকলেও আগামী ছয় মাস মন্ত্রী থাকতে কোনও বাধা নেই। তার মধ্যে কোনও আসন থেকে জিতে আসলেই হবে। সেই হিসাবে খড়দা থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনাই উজ্জ্বল শোভনদেবের জন্য।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc Sobhandeb Chatterjee Khardah
Advertisment