Advertisment

'মমতার কানে শুধুই বাজবে শুভেন্দুর নাম', ভবানীপুরে ভোটের মুখে মাইন্ডগেম বিরোধী দলনেতার

কিন্তু এত কিছুর পরও কী চেনা মাঠে তৃণমূলের ভরাডুবি সম্ভব?

author-image
IE Bangla Web Desk
New Update
suvendu adhikari attack mamata banerjee on bhawanipur bypoll

মমতাকে কটাক্ষ শুভেন্দুর।

'মরণ বাঁচন' লড়াই। মুখ্যমন্ত্রী পদে থাকতে হলে ভবানীপুরে জিততেই হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কঠিন লড়াই হলেও মুখ্যমন্ত্রীকে জমি ছাড়তে নারাজ গেরুয়া শিবির। উল্টে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর লড়াইকেই অনুপ্রেরণা হিসাবে দেখছে বঙ্গ বিজেপি। তৃণমূলের খাস তালুকে মিরাকেলের আশায় 'লড়াকু' নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে প্রার্থী করেছে পদ্ম বাহিনী। ইতিমধ্যেই প্রচারও শুরু করেছেন তিনি। তবে, মমতার বিরুদ্ধে জিততে হলে শুধু প্রচার বা জনসংযোগেই হবে না, তা ভালই জানেন পোড় খাওয়া রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী। তাই, এবার কৌশলে তৃণমূলে নেত্রীর বিপক্ষে মাইন্ডগেমে নামলেন বিরোধী দলনেতা।

Advertisment

কমিশনের তথ্যানুসারে নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই ফলাফলকে 'যড়যন্ত্র' বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। দ্বারস্থ হয়েছেন আদালতের। আপাতত নন্দীগ্রামের ভোটের ফলাফল বিষয়টি হাইকোর্টে বিচারাধীন। যারপরনাই নন্দীগ্রাম নিয়ে 'ক্ষুব্ধ' মুখ্যমন্ত্রী। শেষ পর্যন্ত কুর্সি বাঁচাতে তাঁকে ফিরতে হয়েছে ভবানীপুরেই। যা আসলে মমতার পরাজয়ের প্রথন ধাপ হিসাবেই বড় করে তুলে ধরে প্রচারে ঝাঁপাচ্ছে বিজেপি।

এই ইস্যুতেই দলীয় এক সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভবানীপুরের আসন্ন উপনির্বাচন নিয়ে মুখ খুলেছেন। মমতার উপর মনস্তাত্বিক চাপ বাড়ানোর চেষ্টা করেছেন তিনি। বলেছেন , 'প্রচন্ড যন্ত্রনা, চিরদিন যতদিন বাঁচবেন, রাজনীতিতে থাকবেন, কানের কাছে শুধু বাজবে শুভেন্দুর কাছে হেরেছি, হেরেছি, হেরেছি। এটা আপনি (মমতা বন্দ্যোপাধ্যায়) কোনওদিন মাথা থেকে বের করতে পারবেন না। এই যন্ত্রনা নিয়ে সারাজীবন আপনাকে চলতে হবে।'

আরও পড়ুন- কেন মমতার বিরুদ্ধে প্রিয়াঙ্কাতেই আস্থা বিজেপির? খোলসা করলেন দিলীপ

আরও পড়ুন- জল্পনা বাড়িয়ে ইস্তফা দিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি, কারণ ঘিরে ধোঁয়াশা

প্রার্থী ঘোষণার আগেই ভবানীপুরের কঠীন লড়াইয়ের বৈতরণী পেরতে ম্যানেজমেন্ট টিম গঠন করেছে বিজেপি। যার নেতৃত্বে 'রাফ অ্যান্ড টাফ' ব্যারাকপুরের গেরুয়া সাংসদ অর্জুন সিং। এই দলে রয়েছেন সৌমিত্র খাঁ, অগ্নিমিত্রা পালরাও। পাশাপাশি মমতাকে নিশানা করে যোগ হল পদ্ম দলপতি শুভেন্দুর মাইন্ডগেমও। কিন্তু এত কিছুর পরও কী চেনা মাঠে তৃণমূলের ভরাডুবি সম্ভব?

জবাবে শুভেন্দু অধিকারী বলেছেন, 'মানুষকে স্বাধীনবাবে ভোটাধিকার প্রয়োগের অধিকার দিলে ভবানীপুরে নন্দীগ্রামের মতই ফলাফল হবে। হিংসায় মদতদাতা সরকার, নাকি উন্নয়নের সরকার চাই? মানুষ তার বিচার করবেন।'

ভোট বিশ্লেষকদের মতে, ভবানীপুরে অ্যাডভানটেজ মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, বিজেপি 'খেলা' জমাতে মরিয়া। ফলে বলাই যায় এবার নজরে ব্যাটেল ফিল্ড ভবানীপুর।

ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখন টেলিগ্রামে, পড়তেথাকুন

Bhawanipur Suvendu Adhikari bjp tmc Mamata Banerjee west bengal politics
Advertisment