Arvind Kejriwal to Resign from CM Post: পদত্যাগ করতে চলেছেন কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আগামী দুদিনের মধ্যে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা করেছেন। কেজরিওয়াল বলেছেন, "নির্বাচন না হওয়া পর্যন্ত দলের অন্য কোনো নেতা মুখ্যমন্ত্রী পদে বসবেন"। আম আদমি পার্টির সমর্থক ও কর্মীদের উদ্দেশে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, 'আসন্ন বিধানসভা নির্বাচন পর্যন্ত দলের অন্য কোনো নেতা মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাবেন'। কেজরিওয়াল আরও বলেন, 'আমি এবং মণীশ সিসোদিয়া জনগণের মাঝে যাবো, সততার প্রমাণ দেব, মানুষ আমাকে সৎ মনে করলে ভোট দেবেন, জনগণের আর্শীবাদ নিয়ে আমি আবার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবো তার আগে নয়"।
দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় কেজরিওয়াল বলেছেন 'আমি আদালত থেকে ন্যায়বিচার পেয়েছি, এখন জনগণের আদালত আমাকে ন্যায়বিচার দেবে। তখনই দিল্লিবাসীর নির্দেশে আমি আবার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব"। পাশাপাশি বিজেপিকে নিশানা করে কেজরিওয়াল বলেন, 'তারা সৎ নয় বলেই আজ আমাদের তারা ভয় পায়'। দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন, 'আজ দিল্লিতে আমরা এত কিছু অর্জন করতে পেরেছি কারণ আমরা সৎ। আমরা বিজেপির সামনে মাথা নত করব না, থামব না বা বিক্রিও হব না। জনগণের আশীর্বাদে আমরা বিজেপির সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করার শক্তি পেয়েছি। দুদিন পর মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করব'।
পুজোর আগে বঙ্গবাসীকে বিরাট উপহার মোদীর, তিন নতুন বন্দে ভারত পেল বাংলা
উপস্থিত দলীয় সমর্থকদের উদ্দেশে কেজরিওয়াল বলেন, 'যতক্ষণ না দিল্লির মানুষ রায় না দিচ্ছে। ততদিন আমি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব না। আপনি যদি মনে করেন আমি সৎ তাহলে আম আদমি পার্টিকে বিপুল সংখ্যক ভোট দিন। জনগণের সিদ্ধান্তের পরই এখন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব। আজ আমি জনসাধারণকে জিজ্ঞাসা করতে এসেছি আপনারা কেজরিওয়ালকে সৎ বলে মনে করেন নাকি অপরাধী ভাবেন?" তিনি আরও বলেন, দিল্লিতে আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা, আমার দাবি নভেম্বরে মহারাষ্ট্র নির্বাচনের সঙ্গে দিল্লিতেও নির্বাচন হওয়া উচিত। নির্বাচন না হওয়া পর্যন্ত দলের অন্য কেউ মুখ্যমন্ত্রী থাকবেন। আগামী ২-৩ দিনের মধ্যে বিধায়কদের একটি বৈঠক হবে যেখানে পরবর্তী মুখ্যমন্ত্রীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে"।
চিকিৎসক খুনে গ্রেফতার টালা থানার ওসি, সিজিও থেকে বের করতেই জুতো দেখাল ক্ষুব্ধ জনতা
আবগারি নীতি কেলাঙ্কারি মামলায় প্রায় ছয় মাস হেফাজতে থাকার পর তিহার জেল থেকে বেরিয়ে আসার ২দিনের মাথায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রবিবার সকালে নতুন পার্টির সদর দফতরে তার প্রথম সফর করেন। যেখানে তিনি সকল আম আদমি পার্টির কর্মীদের ধন্যবাদ জানান। আপ কর্মীদের তিনি বলেন, “আদালত আমাদের জামিন দিলেও মামলা চলবে। আমি আমার আইনজীবীদের সঙ্গে কথা বলেছি। মামলা শেষ না হওয়া পর্যন্ত আমি মুখ্যমন্ত্রীর আসনে বসব না। দুদিন পর আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে যাচ্ছি। যতক্ষণ না জনগণ আমাকে নির্বাচিত করে আবার ওই আসনে না পাঠাবে ততক্ষণ আমি মুখ্যমন্ত্রীর আসনে বসব না"। তিনি আরও বলেন, আগামী ২-৩ দিনের মধ্যে বিধায়কদের একটি বৈঠক হবে, যেখানে পরবর্তী মুখ্যমন্ত্রীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে'।