Advertisment

RG Kar Case: চিকিৎসক খুনে গ্রেফতার টালা থানার ওসি, সিজিও থেকে বের করতেই জুতো দেখাল ক্ষুব্ধ জনতা

RG Kar Case: আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় গতকাল রাতে গ্রেফতার করা হয় টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। আজ সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে বের করার সময় টালা থানার সেই ওসিকে ঘিরে শুরু প্রবল বিক্ষোভ। তাকে জুতো দেখায় ক্ষুব্ধ জনতা।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Tala Ps OC Abhijit Mandal who arrested in rg kar case facing protest at cgo , টালা থানার ওসিকে ঘিরে বিক্ষোভ

সিজিও কমপ্লেক্সের বাইরে বিক্ষোভ।

RG Kar Case: আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় গতকাল রাতে গ্রেফতার করা হয় টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। আজ সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে বের করার সময় টালা থানার সেই ওসিকে ঘিরে শুরু প্রবল বিক্ষোভ। তাকে জুতো দেখায় ক্ষুব্ধ জনতা।

Advertisment

আরজি করের মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় শনিবার রাতেই সন্দীপ ঘোষকেও গ্রেফতার করেছিল সিবিআই। সেই সঙ্গে গ্রেফতার করা হয় টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকেও। খুনের পর তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাদের। রবিবারই তাদের আদালতে পেশ।

রবিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে বের করার সময় টালা থানার ওসিকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ জনতা। সিজিও থেকে বের করতেই অভিজিৎ মণ্ডলকে ঘিরে ওঠে 'চোর' স্লোগান। সেই সঙ্গে 'কলকাতা পুলিশ হায় হায়, উই ওয়ান্ট জাস্টিস' স্লোগানে হাতে জুতো নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে জনতা। পরিস্থিতি সামাল দিতে আসরে নামতে হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।

আরও পড়ুন- পুজোর আগে বঙ্গবাসীকে বিরাট উপহার মোদীর, তিন নতুন বন্দে ভারত পেল বাংলা

আরও পড়ুন- RG Kar protest: নৃশংস খুন মনকে নাড়া দিয়ে গেছে, ডাক্তারদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে বৃদ্ধার 'কীর্তি' চর্চায়!

এদিন সকাল ১১টা নাগাদ সিজিও থেকে বের করা হয় টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানোর পর তাকে আদালতে পেশ। আরজি করে দুর্নীতি কাণ্ডে আগে গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে সিবিআই।

আরও পড়ুন- Bengal Weather: কলকাতার কাছেই গভীর নিম্নচাপ! আজও অঝোরে বৃষ্টি জেলায়-জেলায়, আবহাওয়ার উন্নতি কবে?

RG Kar Case cbi protest
Advertisment