Advertisment

Kali Puja 2024: কালীপুজোর রাতে নয়া ইতিহাস দক্ষিণেশ্বরে! অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকবেন দর্শনার্থীরা

Dakshineswar Kali Temple: কালীপুজোয় ভক্তদের উপচে পড়া ভিড় দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে। ভোরে মঙ্গলারতি দিয়ে শুরু পুজোর অনুষ্ঠান। ঐতিহ্যশালী দক্ষিণেশ্বরের পুজোয় এবারই প্রথম এমন অভিনব ভাবনা মন্দির কর্তৃপক্ষের।

author-image
IE Bangla Web Desk
New Update
Kali Puja 2024, Kali Puja, Dakshineshwar temple, folk culture of Bengal, folk culture, কালীপুজো ২০২৪,কালীপুজো,দক্ষিণেশ্বর মন্দির,বাংলার লোক সংস্কৃতি

Dakshineswar Kali Temple: দক্ষিণেশ্বরের কালী মন্দির। ফাইল ছবি।

Kali Puja 2024-Dakshineswar Kali Temple: প্রতি বছরই কালীপুজোকে কেন্দ্র করে অগণিত ভক্তের সমাগম হয় গঙ্গাপাড়ের দক্ষিণেশ্বরের মন্দিরে (Dakshineswar Kali Temple)। এবারও কালীপুজোকে (Kalipuja 2024) কেন্দ্র করে দক্ষিণেশ্বর জমজমাট। দক্ষিণেশ্বর মন্দিরের ১৭০তম বর্ষের পুজোয় এবার থিমের ছোঁয়া। আজ কালীপুজোর রাতে বাংলার লোকসংস্কৃতির আবহে মুখরিত হবে ভবতারিণীর মন্দির প্রাঙ্গণ। মহিলাদের ঢাকের বাদ্যি থেকে শুরু করে ধুনুচি নাচ, প্রদীপের আরতি, উলু-শঙ্খ ধ্বনিতে চার প্রহরের পুজো ভবতারিণীর মন্দিরে।

Advertisment

ঐতিহ্যশালী দক্ষিণেশ্বরের পুজোয় এবারই প্রথম এমন অভিনব ভাবনা মন্দির কর্তৃপক্ষের। অভূতপূর্ব এই ভাবনা সম্পর্কে দক্ষিণেশ্বর মন্দিরের কার্যনির্বাহী অছি কুশল চৌধুরী সংবাদমাধ্যমে জানিয়েছেন, এবারের পুজোয় বাংলার লোকসংস্কৃতি এবং মহিলাদের স্বনির্ভর হওয়ার কিছু নিদর্শন তুলে ধরা হবে। তবে পুরনো রীতি-রেওয়াজ মেনেই পুজোর আয়োজন। 

কালীপুজোকে (Kalipuja) কেন্দ্র করে দক্ষিণেশ্বর মন্দির আলোর মালায় সেজেছে। মন্দিরে বসেই রাতভর পুজো দেখার সুযোগ রয়েছে দর্শনার্থীদের জন্য। গোটা দেশের সামনে বাংলার আদি-অকৃত্রিম সংস্কৃতিকে তুলে ধরার প্রয়াস নেওয়া হয়েছে এবারের কালীপুজোয়।

বৃহস্পতিবার কালীপুজোর ভোর থেকেই মঙ্গলারতি দিয়ে শুরু পুজোর অনুষ্ঠান। চার প্রহরে ষোড়শপচারে শুরু ভবতারিনীর পুজো। অন্ন, পাঁচ রকমের সবজি ভাজা, দই, পায়েস, পাঁচ ধরনের মিষ্টি সহযোগে মা ভবতারিণীকে ভোগ নিবেদন।

আরও পড়ুন- Naihati Boro Maa Puja 2024: ১০০ ভরি সোনায় সজ্জিত নৈহাটির বড়মা, বাড়ি বসে পুজো কীভাবে? বাম্পার ব্যবস্থা জানুন

আরও পড়ুন- Kali Puja 2024: বারাসত-মধ্যমগ্রামে জমজমাট কালীপুজো! থিমের দৌড়ে দুরন্ত টক্করে বাজিমাত কার?

সাবেকি গয়নায় সাজিয়ে তোলা হয়েছে মা ভবতারিণীকে। ভোর ৫টা থেকে খুলে গিয়েছে মন্দিরের দরজা। কালীপুজোকে কেন্দ্র করে আজ রাতভর খোলা দক্ষিণেশ্বর মন্দির। দীপাবলিতে (Diwali) দক্ষিণেশ্বর মন্দির জুড়ে কড়া সুরক্ষার বন্দোবস্ত ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের। CCTV ক্যামেরা লাগিয়ে অনবরত নজরদারি। সেই সঙ্গে সাদা পোশাকের পুলিশ, বম্ব স্কোয়াডের কর্মীরাও মোতায়েন। 

আরও পড়ুন- Kali Puja 2024: যতবার মন্দিরের দরজা লাগানো হয়, ততবারই ভেঙে যায়, ডাকাত কালীবাড়ির গা ছমছমে ইতিহাস!

দক্ষিণেশ্বর কালী মন্দিরের ভক্ত বিশ্বব্যাপী ছড়িয়ে। আজ রাতে ভবতারিনীর বিশেষ পুজো দেখবার জন্য অভূতপূর্ব বন্দোবস্ত করা হয়েছে। ডিডি বাংলা, ডিডি বিহার, ডিডি উত্তর প্রদেশ, ডিডি নিউজ, ডিডি ইন্ডিয়া-সহ সরাসরি পুজোর আন্তর্জাতিক সম্প্রচার ডিডি ভারতীতে। দক্ষিণেশ্বর কালী মন্দিরের অছি পরিষদের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে কলকাতা দূরদর্শন সরাসরি সম্প্রচার করবে দক্ষিণেশ্বর কালী মন্দিরের মহাপুজো।

আরও পড়ুন- Indian Railway: দূরপাল্লার ট্রেনে ভ্রমণে যুগান্তকারী বদল কাল থেকেই! অভূতপূর্ব উদ্যোগ ফের জানুন বিশদে

West Bengal Dakshineswar Kalipuja 2024
Advertisment