২০২১ ভারতীয় ক্রিকেটে ঘটনাবহুল হয়ে থাকল। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেমন খেলেছে ভারত, তেমন দ্বিতীয় সারির দল নিয়ে অস্ট্রেলিয়ার মাটি থেকে সিরিজ জিতে এসেছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডেও ভারত ২-১ ব্যবধানে এগিয়ে সিরিজ শেষ করেছে। ঘরের মাঠে ইংল্যান্ড, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় তো রয়েইছে।
গোটা বছরে ভারত মাত্র ছয়টা ওয়ানডে খেলেছে। টি২০-তে ভারত যদিও প্রত্যাশিত সাফল্য পায়নি। সবমিলিয়ে টেস্টেই ভারত একের পর এক প্রতিপক্ষকে পরাস্ত করেছে। গোটা বছরেই ভারতের জার্সিতে তিন ফরম্যাটের ক্রিকেটে একের পর এক তারকার অভিষেক ঘটেছে। দেখে নেওয়া যাক সেই তারকাদের-
১) শ্রেয়স আইয়ার: আন্তর্জাতিক ক্রিকেটে আগমনের চার বছর পরে অবশেষে টেস্টে অভিষেক ঘটিয়ে ফেললেন শ্রেয়স আইয়ার। আর অভিষেকেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরান হাঁকিয়ে পাঁচদিনের ক্রিকেটে শুভ সূচনা করে রেখেছেন। প্ৰথম ইনিংসে ১০৫ এর পরে দ্বিতীয় ইনিংসেও আইয়ারের ব্যাট থেকে বেরিয়েছে ৬৫ রানের ইনিংস। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি। দুরন্ত অভিষেকের পরে শ্রেয়সকে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকাগামী টেস্ট স্কোয়াডেও। শ্রেয়সের উত্থানে জাতীয় দলে জায়গা হারানোর মুখে অজিঙ্কা রাহানে।
আরও পড়ুন: কোহলি বড্ড লড়াই করে! প্রশংসা করেও প্রকাশ্যে বিরাট কটাক্ষ সৌরভের
২) অক্ষর প্যাটেল: টি২০ ওয়ার্ল্ড কাপের স্কোয়াড থেকে বাদ পড়লেও ২০২১ অক্ষর প্যাটেলকে হাত ভরিয়ে দিয়েছে। ফেব্রুয়ারিতে রবীন্দ্র জাদেজার অনুপস্থিতিতে ইংল্যান্ড সিরিজে সুযোগ পেয়েই সোনা ফলিয়েছেন তারকা। প্ৰথম ম্যাচেই দখল করেছেন পাঁচ উইকেট। টেস্ট অভিষেক সিরিজের সেরা নির্বাচিত যেমন হয়েছেন, তেমন বছরে মাত্র পাঁচ টেস্ট খেলার পরে তাঁর নামের পাশে ৩৬ উইকেট। ১০ ইনিংসে হাত ঘুরিয়ে পাঁচবার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। ৮ ইনিংসে ব্যাট হাতে ১৭৯ রানও করেছেন তিনি।
৩) ওয়াশিংটন সুন্দর: ২০২১-এর অধিকাংশ সময় চোট আঘাতে ভুগছেন ওয়াশিংটন। তবে অস্ট্রেলিয়ায় টেস্টে অভিষেক ম্যাচ স্মরণীয় করে রেখেছেন স্পিনার। ব্রিসবেনে প্ৰথম টেস্টে জায়গা পেয়ে তারকা কঠিন সময়ে সপ্তম উইকেটে শার্দূল ঠাকুরের সঙ্গে ১২৩ রানের পার্টনারশিপ গড়ে যান। তিনি ব্যাট হাতে করে যান ৬২।
আরও পড়ুন: IPL-এ ১০০ কোটিতে নারিন! কোটি কোটি টাকা কামিয়ে ইতিহাসে KKR সুপারস্টার
অস্ট্রেলিয়ার ৩৬৯ রানের জবাবে ভারত একসময় ১৮৬/৬ এ ধুঁকছিল। তবে সেখান থেকে গাব্বায় ভারতকে উদ্ধার করেন শার্দূল ঠাকুর এবং ওয়াশিংটন সুন্দর। শেষে ভারত দুই তারকার ব্যাটিং বিক্রমে ভর করে স্কোরবোর্ডে ৩৩৬ তোলে। সেই ম্যাচে ৪ উইকেট দখল করেন। দ্বিতীয় ইনিংসেও ওয়াশিংটন সুন্দর ২২ রানের কার্যকরী ইনিংস খেলে যান। সেই ম্যাচে ভারত দ্বিতীয় ইনিংসে ৩২৮ রান তাড়া করে ঐতিহাসিক জয় ছিনিয়ে নেয়। গোটা বছরে সুন্দরের নামের পাশে ৬৬.২৫ গড়ে ২৬৫ রান।
৪) ঈশান কিষান: আইপিএল ২০২০ পর্বে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ঈশান কিষানের দুরন্ত ফর্ম জাতীয় দলে জায়গা এনে দেয় তারকাকে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে টিম ইন্ডিয়ায় প্ৰথমবার সুযোগ পান তারকা। আর অভিষেক ম্যাচেই হাফসেঞ্চুরি হাঁকিয়ে ঈশান কিষান কেরিয়ারের সূচনা করেন। ১৬৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ঈশান কিষানের (৩২ বলে ৫৬) হাফসেঞ্চুরিতে ভর করে ভারত জয় ছিনিয়ে নেয়।
টি২০-র পাশাপাশি ওয়ানডে অভিষেকেও হাফসেঞ্চুরি হাঁকান তারকা। একদিনের ক্রিকেটে প্রথম বলেই আবার ছক্কা হাঁকান তিনি। ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টি২০ এবং ওয়ানডের শুরুতেই ফিফটি হাঁকানোর বিরল নজির গড়েন ঈশান। ঝাড়খন্ডের তারকা টি২০ বিশ্বকাপের দলেও জায়গা দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: KKR ছেড়ে অন্য ফ্র্যাঞ্চাইজিতে গম্ভীর! নিলামের আগেই মহা দলবদল IPL-এ
৫) ক্রুনাল পান্ডিয়া: চলতি বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে জাতীয় দলের জার্সিতে আবির্ভাব ঘটে ক্রুনাল পান্ডিয়া। আর ৫০ ওভারের ক্রিকেটে প্ৰথমেই ভারতীয়দের মধ্যে দ্রুততম হাফসেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়ে যান। হার্দিক পান্ডিয়া আউট হওয়ার পরে ব্যাট করতে নেমে ক্রুনাল ৩১ বলে ৫৮ করে যান। এছাড়াও একটা উইকেট নিয়ে ওয়ানডে অভিষেক স্মরণীয় করে রাখেন তিনি।
৬) প্রসিদ্ধ কৃষ্ণ: ক্রুনাল পান্ডিয়া ছাড়াও ইংল্যান্ডের বিরুদ্ধে প্ৰথম ম্যাচে অভিষেক ঘটান প্রসিদ্ধ কৃষ্ণ। সেই ম্যাচে ৪ উইকেট নিয়ে কৃষ্ণ বল হাতে সকলের নজর কেড়ে নেন। জেসন রয় এবং জনি বেয়ারস্টোর ১৩৫ রানের পার্টনারশিপ ভাঙার পরে ডান হাতি বোলার পরপর আউট করেন বেন স্টোকস, স্যাম বিলিংস এবং টম কুরানকে। ভারত সেই ম্যাচে ৬৬ রানে জয় পায়।
৭) হর্ষল প্যাটেল: আইপিএল ২০২১-এ দুরন্ত পারফরম্যান্স করে ভারতীয় ক্রিকেটে নজরে চলে আসেন হর্ষল প্যাটেল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি২০-তে প্ৰথমবার ভারতীয় দলের হয়ে সুযোগ পেয়েই জোড়া উইকেট শিকার করে ম্যাচের সেরা নির্বাচিত হন। সিরিজে দুটো ম্যাচ খেলার পরে হর্ষলের শিকার ৪ উইকেট।
আরও পড়ুন: তিন স্ট্রাটেজিতে KKR ঝাঁপাবে শ্রেয়সের জন্য! জানুন নাইটদের নিলাম-প্ল্যানিং
৮) সূর্যকুমার যাদব: মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ধারাবাহিকভাবে ভাল খেলার সুবাদে জাতীয় দলে অবশেষে অভিষেক ঘটে সূর্যকুমার যাদবের। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টি২০-তে অভিষেক ঘটে তারকার। প্ৰথম বলেই ছক্কা হাঁকিয়ে অন্তর্জাতিক কেরিয়ারের শুভ সূচনা করে যান তারকা। সেই ম্যাচে হাফসেঞ্চুরিও হাঁকান স্কাই। তারপরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও রাখা হয় তাঁকে।
৯) ভেঙ্কটেশ আইয়ার: আইপিএলে আমিরশাহি পর্বে স্বপ্নের উত্থান ঘটে ভেঙ্কটেশ আইয়ারের। রাতারাতি গোটা দেশের পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। তারপরে টি২০ বিশ্বকাপে জায়গা না পেলেও জাতীয় দলের জার্সির জন্য বেশিদিন অপেক্ষা করতে হয়নি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠেই টি২০-তে অভিষেক ঘটে তারকার।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন