3 Reasons India Loss: এই ৩ ভুলেই লর্ডসে হারল ভারত, এখনই মিলিয়ে নিন

India vs England 3rd Test 2025: শেষ হল ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্ট ম্য়াচ। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ২২ রানে হেরে গিয়েছে। যদিও ভারতীয় ক্রিকেট দল যেভাবে লড়াই করল, তার প্রশংসা সকলেই করছেন।

India vs England 3rd Test 2025: শেষ হল ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্ট ম্য়াচ। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ২২ রানে হেরে গিয়েছে। যদিও ভারতীয় ক্রিকেট দল যেভাবে লড়াই করল, তার প্রশংসা সকলেই করছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
India loss 3 Reasons

দেখে নিন, কোন কোন কারণে লর্ডস টেস্টে হারল ভারত

India vs England: গত ১০ জুলাই থেকে ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্ট ম্য়াচ (IND vs ENG 3rd Test Match) শুরু হয়েছিল। টানা পাঁচদিন ধরে দুটো দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। লর্ডসে (Lord's Cricket Ground) আয়োজিত এই ম্য়াচে টিম ইন্ডিয়া (Indian Cricket Team) শেষপর্যন্ত ২২ রানে পরাস্ত হয়েছে। আর সেইসঙ্গে পাঁচ ম্য়াচের এই টেস্ট সিরিজে শুভমান গিলের (Shubman Gill) দল ১-২ ব্যবধানে পিছিয়ে পড়ল। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, মূলত ৩ ভুলেই টিম ইন্ডিয়াকে এই ম্য়াচটা হাতছাড়া করতে হয়েছে। আসুন, সেগুলো নিয়ে আলোচনা করা যাক।

যশস্বী জয়সওয়ালের ফ্লপ শো

Advertisment

ভারতীয় ক্রিকেট দলকে এই ম্য়াচে জয়লাভ করার জন্য ১৯৩ রান দরকার ছিল। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার হয়ে ইনিংস ওপেন করতে আসেন যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল। কিন্তু, যশস্বী শুরুতেই দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হয়ে যান। তিনি রানের খাতা পর্যন্ত খুলতে পারলেন না। জোফ্রা আর্চারের বিরুদ্ধে বড় শট খেলার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু, বাঁ-হাতি এই ব্যাটার শেষপর্যন্ত সফল হতে পারেননি। আর সেকারণেই ভারতের শুরুটা বেশ খারাপ হয়ে যায়। অন্যদিকে, ইংল্যান্ড খুব সহজেই কামব্যাক করে এই ম্য়াচে। এটা গেল প্রথম ভুল।

Shubman Gill Press Conference: কী কারণে লর্ডসে হারল ভারত? আসল কারণটা বলে ফেললেন শুভমান

চতুর্থ দিন ৪ উইকেটের পতন

Advertisment

এবার দ্বিতীয় ভুলের কথায় আসা যাক। লর্ডস টেস্টের চতুর্থ দিন ভারতীয় বোলাররা দুর্দান্ত পারফরম্য়ান্স করেন। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১৯২ রানেই অলআউট হয়ে যায়। এই পরিস্থিতিতে ভারত চতুর্থ দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ফেলে। এই চারটে উইকেটের মধ্যে রয়েছেন - যশস্বী জয়সওয়াল, করুণ নায়ার, শুভমান গিল এবং আকাশ দীপ। টিম ইন্ডিয়াকে চতুর্থ দিনের অন্তিম সেশনে আরও সংযত ব্যাটিং করতে হত। কিন্তু, সেটা তারা করতে পারেনি। আর এভাবে চতুর্থ দিনই ইংল্যান্ড এই ম্য়াচে ফেরত আসে।

IND vs ENG 3rd Test: লোভে পাপ, পাপে আউট! বুমরাহের 'ছোট্ট' ভুলেই হারল ভারত?

পঞ্চম দিনের খারাপ সূচনা

পঞ্চম দিনের প্রথম সেশনেই টিম ইন্ডিয়া একের পর এক ৩ উইকেট হারিয়ে ফেলে। কেএল রাহুল, ঋষভ পন্থ এবং ওয়াশিংটন সুন্দর শীঘ্রই প্যাভিলিয়নে ফিরে যান। রাহুল ৫৮ বলে ৩৯ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। কিন্তু, বড় ইনিংস তিনি খেলতে পারেননি। এছাড়া ঋষভ পন্থ ১২ বলে ৯ রান করে ক্লিন বোল্ড হয়ে যান। দ্বিতীয় ইনিংসে ওয়াশিংটন সুন্দর ৪ উইকেট শিকার করলেও, ব্যাট হাতে একেবারেই হতাশ করলেন। ৪ বল খেলে তিনি একটাও রান করতে পারেননি।

Lord's Cricket Ground Shubman Gill Indian Cricket Team IND vs ENG 3rd Test Match India vs England