Shubman Gill: যে আশঙ্কা করছিলেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা, অবশেষে সেটাই সত্যি হল। লর্ডস টেস্ট ম্য়াচে (IND vs ENG 3rd Test Match) লড়াই করেও শেষপর্যন্ত পরাজয় স্বীকার করল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এই হারের পর টিম ইন্ডিয়ার ফ্যানেরা একদম হতাশ হয়ে পড়েছে। কারণ, এই ম্য়াচের প্রথম ৩ দিন শুভমান অ্যান্ড কোম্পানি চালকের আসনেই বসে ছিল। সবকিছু একেবারে পরিকল্পনামাফিক চলছিল।
চতুর্থ দিনের শেষে ভারত যখন ৫৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলে, তখনও কেউ ভাবতে পারেননি যে এই ম্য়াচটা টিম ইন্ডিয়ার হাতের বাইরে চলে যাবে। শেষদিন টিম ইন্ডিয়াকে ৬ উইকেট হাতে নিয়ে ১৩৫ রান করতে হত। কিন্তু, শেষদিনের প্রথম ঘণ্টাতেই এমন দুর্ঘটনা ঘটল, যা ভারতীয় ক্রিকেট সমর্থকরা স্বপ্নেও কল্পনা করতে পারেননি। টিম ইন্ডিয়া একের পর এক উইকেট হারাতে থাকে। অবশেষে ১৭০ রানে টিম ইন্ডিয়া অলআউট হয়ে যায়।
IND vs ENG 3rd Test: লোভে পাপ, পাপে আউট! বুমরাহের 'ছোট্ট' ভুলেই হারল ভারত?
কী কারণে হারল ভারত, বললেন শুভমান?
ম্যাচের শেষে সাংবাদিক বৈঠক করতে আসেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল। লর্ডস টেস্টে পরাজয়ের কারণ নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়েছিল। জবাবে গিল বললেন, 'গতকাল দিনের শেষ এক ঘণ্টা আমরা ভাল ব্যাটিং করতে পারিনি। আর আজ সকালের প্রথম একটা ঘণ্টাও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। যদি টিম ইন্ডিয়ার টপ অর্ডার একটা কিংবা দুটো ৫০ রানের পার্টনারশিপ গড়তে পারত, তাহলেই এই পরিস্থিতি আজ তৈরি হত না। দূর্ভাগ্যজনক এটাই যে এই প্রথমবার টিম ইন্ডিয়ার টপ অর্ডার এতটা খারাপ পারফরম্য়ান্স করল। তবে জাড্ডু এবং দলের লোয়ার অর্ডার যেভাবে ব্যাটিং করল, তা সত্যিই প্রশংসনীয়। দলের এই পারফরম্য়ান্সে আমি গর্বিত।'
IND vs ENG 3rd Test Highlights: জলে গেল জাদেজার লড়াই, হার ভারতের! এজবাস্টনের গর্ব ধুয়ে গেল লর্ডসে
পন্থ বিতর্কে জল ঢাললেন গিল
অনেকে আবার ইতিমধ্যে বলতে শুরু করেছেন, প্রথম ইনিংসে ঋষভের রান আউটই এই ম্য়াচের টার্নিং পয়েন্ট হয়ে গিয়েছে। কারণ ওই জায়গায় ঋষভ থাকলে আরও বেশি রানের লিড ভারত নিতে পারত। এই ঘটনায় ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ আবার কেএল রাহুলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। শুভমানে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বললেন, 'ঋষভ পন্থের রান আউট অবশ্যই এই ম্য়াচের একটা বড় মুহূর্ত ছিল। কারণ আমরা জানতাম যে পঞ্চম দিনে ব্যাট করা অতটাও সহজ হবে না। তবে রান নেওয়ার কলটা ঋষভেরই ছিল। বরং রাহুলই বিপদজনক জায়গায় ছিল।'