/indian-express-bangla/media/media_files/2025/07/14/jasprit-bumrah-out-2025-07-14-21-40-58.jpg)
বেন স্টোকসের বলে আউট হলেন জসপ্রীত বুমরাহ
India vs England: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজের তৃতীয় ম্য়াচটি (IND vs ENG 3rd Test Match) লর্ডসের ঐতিহাসিক ক্রিকেট গ্রাউন্ডে আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ২২ রানে হেরে গিয়েছে। আর সেইসঙ্গে চলতি সিরিজেও ১-২ ব্যবধানে পিছিয়ে পড়ল। তবে ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ প্রশ্ন তুলতে শুরু করেছেন, জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) একটি ছোট্ট ভুলের কারণেই লড়াই থেকে কার্যত ছিটকে গিয়েছে টিম ইন্ডিয়া। কী হয়েছে ঘটনাটি, আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
পঞ্চম দিনের প্রথম সেশনেই টিম ইন্ডিয়া ৪ উইকেট হারিয়ে ফেলেছিল। এরপর সকলেই প্রমাদ গুনছিলেন যে কতক্ষণে এই ম্য়াচটা শেষ হবে। কিন্তু, ড্রেসিংরুম থেকে যখন জসপ্রীত বুমরাহ যখন বেরিয়ে আসছিলেন, সেইসময় তিনি বোধহয় অন্যকিছু পরিকল্পনা করে নেমেছিলেন।
IND vs ENG 3rd Test Highlights: জলে গেল জাদেজার লড়াই, হার ভারতের! এজবাস্টনের গর্ব ধুয়ে গেল লর্ডসে
লর্ডস টেস্টে পঞ্চম দিনের খেলায় বুমরাহ যে ৫৪ বলের একটা ইনিংস খেললেন, সেটা অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে। জাদেজার সঙ্গে লড়াকু পার্টনারশিপ গড়ে তোলেন। টিম ইন্ডিয়ার হয়ে তিনি প্রায় ১০০ মিনিট ব্যাট করেন। ভারতকে জেতার একটা আশা দেখিয়েছিলেন। কিন্তু, শেষপর্যন্ত বেন স্টোকসের প্রলোভনে পা দিলেন তিনি। আর এখানেই করে ফেললেন মারাত্মক ভুল! আউট হয়ে তাঁকে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়।
ইংল্যান্ড বুমরাহকে অনেকক্ষণ ধরেই শর্ট বল দিচ্ছিল। বেশ কয়েকবার বুমরাহ হুক কিংবা পুল শট মারার চেষ্টা করলেও, ব্যাটে-বলে সম্পর্ক করতে পারেননি। স্টোকসও তাঁর সামনে একই ফাঁদ পেতেছিলেন। আর সেই ফাঁদেই পা বাড়ালেন বুমরাহ। পুল করতে যান তিনি। যদিও বলটা মিড-অন এলাকায় চলে যায়। সেখানে দাঁড়িয়ে ছিলেন কুক। তাঁর ক্যাচ ধরতে কোনও ভুল হয়নি।
IND vs ENG 3rd Test: শোধরাবে না কিছুতেই, জয়ের গন্ধ পেতেই 'অসভ্যতামি' ইংরেজদের! দেখুন ভিডিও
দেখে নিন ভিডিও:
BUMRAH GONE! ❌
— England Cricket (@englandcricket) July 14, 2025
Just one more needed now 🙏 pic.twitter.com/aT2offJ2ZN
ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশের মতে, বুমরাহকে ওই জায়গায় বাউন্ডারি হাঁকানোর কোনও দরকার ছিল না। বরং, জাদেজাকে স্ট্রাইক দেওয়া উচিত ছিল। তার থেকেও বড় কথা, যতটা সম্ভব ক্রিজে সময় কাটাতে পারতেন। কিন্তু, বুমরাহ প্রায় এক ঘণ্টা ৪০ মিনিট নিজের মনোঃসংযোগ বজায় রাখেন। শেষপর্যন্ত বড় শট মারতে গিয়ে তিনি আউট হয়ে যান। আউট হওয়ার পর বুমরাহের রিঅ্যাকশন সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়। নিজের 'ছোট্ট' ভুল নিয়ে রীতিমতো হতাশ হয়ে পড়েন।
জাদেজার সঙ্গে বুমরাহের পার্টনারশিপ
টিম ইন্ডিয়া একটা সময় ১১২ রানে ৮ উইকেট হারিয়ে ফেলেছিল। ঠিক এমন সময়ই জসপ্রীত বুমরাহ ব্যাট করতে নেমেছিলেন। একটা দিক ধরে রাখার দায়িত্ব ছিল। সেই দায়িত্ব তিনি যথেষ্ট ভালভাবে পালন করেন। দুজনের মধ্যে ৩৫ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। যদিও ৫৪ বল খেলে তিনি মাত্র ৪ রানই করতে পেরেছেন। এটাই অনেক বড় ব্যাপার।