Double hat-trick Record: ২২ গজে নয়া ইতিহাস কিশোর কুমারের, অনন্য নজির গড়লেন ভারতীয় তারকা

Kishor Kumar Sadhak Double Hat-trick: এবার এক অভিনব কাণ্ড ঘটালেন ভারতীয় স্পিনার কিশোর কুমার সাধক। তিনি টানা দুই ওভারে জোড়া হ্যাটট্রিক করে সবাইকে চমকে দিয়েছেন।

Kishor Kumar Sadhak Double Hat-trick: এবার এক অভিনব কাণ্ড ঘটালেন ভারতীয় স্পিনার কিশোর কুমার সাধক। তিনি টানা দুই ওভারে জোড়া হ্যাটট্রিক করে সবাইকে চমকে দিয়েছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Kishor Kumar Sadhak: এক ম্যাচেই জোড়া হ্যাটট্রিক নিয়ে ইতিহাস গড়েছেন কিশোর কুমার

Kishor Kumar Sadhak: এক ম্যাচেই জোড়া হ্যাটট্রিক নিয়ে ইতিহাস গড়েছেন কিশোর কুমার

Kishor Kumar Sadhak Take Two Hat Tricks In Two Overs: ক্রিকেটে প্রতিদিনই কোনও না কোনও রেকর্ড ভাঙছে বা নতুন রেকর্ড তৈরি হচ্ছে। এবার এক অভিনব কাণ্ড ঘটালেন ভারতীয় স্পিনার কিশোর কুমার সাধক (Kishor Kumar Sadhak)। তিনি টানা দুই ওভারে জোড়া হ্যাটট্রিক (Double hat-trick) করে সবাইকে চমকে দিয়েছেন। তিনি এক ম্যাচেই জোড়া হ্যাটট্রিক নিয়ে ইতিহাস গড়েছেন, তাও আবার পরপর দুই ওভারে। ইংল্যান্ডে ইপ্সউইচ অ্যান্ড কোলচেস্টার ক্রিকেট ক্লাবের হয়ে কিশোর এই কীর্তি গড়েছেন। ৫ জুলাই কেসগ্রেভের বিরুদ্ধে টু কাউন্টিজ চ্যাম্পিয়নশিপ ডিভিশন সিক্সের ম্যাচে তিনি ২১ রানের বিনিময়ে ৬ উইকেট শিকার করেন।

Advertisment

ক্লাব ক্রিকেট সাধারণত খুব বেশি আলোচনায় থাকে না, কিন্তু কিশোরের এই দুর্দান্ত বোলিং সবার দৃষ্টি আকর্ষণ করেছে। ওই ম্যাচে কিশোর ৬ ওভার বোলিং করে পাঁচ ব্যাটারকে বোল্ড করে ফিরিয়ে দেন এবং একজন ব্যাটারকে ক্যাচ আউট করান। এর মধ্যে পাঁচজন ব্যাটারই শূন্য রানে আউট হন। তার বিধ্বংসী বোলিংয়ের দৌলতে ইপ্সউইচ অ্যান্ড কোলচেস্টার ক্রিকেট ক্লাব সাত উইকেটে ম্যাচ জিতে নেয়। শুধু তাই নয়, কিশোর একটি রান আউটেও অবদান রাখেন। কেসগ্রেভের ব্যাটার জসকরণ সিংহকে রান আউট করতে তিনি সহায়তা করেন।

আরও পড়ুন ফুটবলের পর এবার ২২ গজের বিশ্বকাপে ইতালি! ইতিহাসের দোরগোড়ায় বুঁফো-দেল পিয়েরোর দেশ

Advertisment

তাঁর স্পেলের চতুর্থ ওভারে শেষ তিন বলেই তিনটি উইকেট নিয়ে প্রথম হ্যাটট্রিকটি সম্পূর্ণ করেন তিনি। পরের ওভারে আবার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে টানা তিনটি উইকেট নিয়ে দ্বিতীয় হ্যাটট্রিক করেন কিশোর। শুধু বোলিং নয়, ব্যাট হাতেও তিনি দলের জন্য অবদান রাখেন। ১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে তিনি অপরাজিত ১৪ রান করেন, যেখানে ছিল দুইটি চার ও একটি ছক্কা। তাঁর দল মাত্র ২১ ওভারে জয় তুলে নেয়।

ম্যাচের পর বিবিসি এসেক্সের ‘অ্যারাউন্ড দ্য উইকেট’-এ কিশোর বলেন, ‘‘ম্যাচের পর প্রচুর ফোন কল এসেছিল। আমরা এক রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেখানে খাবার আর ড্রিংক্স উপভোগ করেছি। প্রায় আড়াই ঘণ্টা আমরা সেখানে কাটিয়েছি। সেটা খুবই সুন্দর মুহূর্ত ছিল। যখন দেখলাম ব্যাটার বোল্ড হয়ে গেল, মনে হচ্ছিল আমি আকাশে উড়ছি। এটা সত্যিই দারুণ অনুভূতি ছিল।’’

আরও পড়ুন ৫ বলে ৫ উইকেট! তারকা ক্রিকেটারের অনন্য নজিরে বিশ্ব ক্রিকেটে নয়া ইতিহাস

তবে এই নজির গড়ার পরও দলে নিজের জায়গা নিয়ে নিশ্চিত নন কিশোর। তিনি বলেন, ‘‘অনেক ভাল খেলোয়াড় আছে দলে। তাই আমি বলতে পারি না যে আমি দলে প্রথম নাম লেখাব, প্লেয়িং ইলেভেনে জায়গা পাব কিনা বলা কঠিন।’’

এক ম্যাচে জোড়া হ্যাটট্রিকের ইতিহাস 

এর আগে এক ম্যাচে জোড়া হ্যাটট্রিকের বিরল কৃতিত্বের নজির আছে। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক নিউ সাউথ ওয়েলসের হয়ে একটি শেফিল্ড শিল্ড ম্যাচে দু’টি হ্যাটট্রিক নিয়েছিলেন। আর ১১৩ বছর আগে ওল্ড ট্র্যাফোর্ডে অস্ট্রেলিয়ার জিমি ম্যাথিউজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক টেস্টে দুইবার তিনটি করে উইকেট টানা নিয়ে হ্যাটট্রিক করেছিলেন। তবে সেই দুই ঘটনাতেই ছয়টি উইকেট দুই ইনিংসে নিয়েছিলেন।

Cricket News