Indian Cricket Team: বার্মিংহামে ঐতিহাসিক টেস্ট ম্যাচ (IND vs ENG 2nd Test Match) জয় করল ভারতীয় ক্রিকেট দল। ১৯৬৭ সাল থেকে টিম ইন্ডিয়া এই মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে আটটি টেস্ট ম্য়াচ খেলেছে। কিন্তু, একটাতেও জিততে পারেনি। অবশেষে শুভমান গিলের (Shubman Gill) দল সেই লজ্জার রেকর্ড অবশেষে মুছে দিল। যে এজবাস্টন ইংরেজদের কাছে 'গর্ব' ছিল, আজ সেখানেই তেরঙা ওড়ালেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কিরা। এই ম্য়াচে ৩৩৬ রানে জয়লাভ করেছে টিম ইন্ডিয়া।
রোহিত শর্মা এবং বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার পর ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে যে 'গেল গেল রব' উঠেছিল, সেটা এখন অনেকটাই মিলিয়ে গিয়েছে। নতুন অধিনায়ক শুভমান গিল বার্মিংহাম টেস্ট জিতে শুধুমাত্র ইতিহাসই কায়েম করলেন না, বুঝিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট দলের ভবিষ্যৎ একেবারে সুরক্ষিত হাতেই রয়েছে।
Rishabh Pant Dismissal: সেঞ্চুরি তো আসবে-যাবে! দলের স্বার্থেই আউট ঋষভ? ভাসছেন প্রশংসার বন্যায়
বলতে কোনও বাধা নেই, শুভমানের হাতে যখন ভারতীয় ক্রিকেট দলের ব্যাটন তুলে দেওয়া হয়েছিল, সেইসময় অনেকেই টিম ম্য়ানেজমেন্টের এই সিদ্ধান্তকে বাঁকা চোখে দেখেছিলেন। এমনকী, অনেকে তো একথাও বলেছিলেন যে এমন অনভিজ্ঞ ব্যাটিং লাইন-আপ নিয়ে ইংল্যান্ড থেকে মুখে চুনকালি মেখে ফিরতে হবে। তবে শুভমানের যে 'ক্লাস' আলাদা, সেটা প্রমাণ করে দেন। চওড়া ব্যাটে বন্ধ করে দেন সমালোচকদের মুখ।
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/07/04/shubman-record-2-gfx-2025-07-04-01-19-04.png)
Shubman Gill Century: শুভমানের সেঞ্চুরিতে 'বধ' ইংরেজরা, অনন্য রেকর্ড গড়লেন ক্যাপ্টেন গিল
অধিনায়কত্বে লেটার মার্কস শুভমানের
সিরিজের প্রথম ম্য়াচে শুভমান শতরান (প্রথম ইনিংসে ১৪৭ রান) করলেও, ভারতীয় ক্রিকেট দল ম্য়াচটা ৫ উইকেটে হেরে যায়। এরপর অনেকেই ভারতীয় বোলিং ইউনিটের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যাইহোক, দ্বিতীয় ম্য়াচে শুভমান আর রেয়াত করলেন না। প্রথম ইনিংসে ডবল সেঞ্চুরির (২৬৯) পর দ্বিতীয় ইনিংসেও তাঁর ব্যাটে সার্ধশতরান (১৬১) দেখতে পাওয়া গেল। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সামনে জয়ের জন্য ছিল ৬০৮ রানের টার্গেট।
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/07/06/shubman-record-gfx-1-2025-07-06-21-05-17.png)
এজবাস্টন টেস্ট শুরু হওয়ার আগে হ্যারি ব্রুক মন্তব্য করেছিলেন, ভারতীয় ক্রিকেট দল তাঁদের যতই রানের টার্গেট দিক না কেন, সেটা নাকি হাসতে হাসতে অর্জন করে ফেলবেন। কথাটা সিরিয়াসলি নিয়েছিলেন শুভমান! ওইজন্য দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করার সময় মনে মনে বললেন, দ্যাখ কেমন লাগে!
IND vs ENG Shubman Gill: সামান্য ভুলেই সর্বনাশ! বাতিল হতে পারে ২৫০ কোটির চুক্তি, মাথায় হাত শুভমানের
এই পাহাড় প্রমাণ রানের টার্গেট হাসিল করা যে ইংরেজদের কম্মো নয়, সেটা আগেই আঁচ পাওয়া গিয়েছিল। কারণ চতুর্থ দিনের শেষবেলাতেই তারা ৭২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে। এরপর 'খেল খতম' ছিল সময়ের অপেক্ষা। রবিবাসরীয় সকালে বৃষ্টি ভারতীয় ক্রিকেট সমর্থকদের কপালে কিছুটা চিন্তার ভাঁজ ফেলেছিল বটে, কিন্তু সেই ভাঁজ গভীরতর হওয়ার আগেই দেখা মিলল রোদের। শুরু হল খেলা। বাংলার পেস বোলার আকাশ দীপ একেবারে জ্বলে উঠলেন। অলি পোপ এবং সেই হ্যারি ব্রুককে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে বুঝিয়ে দিলেন, 'আমরাই জিতছি বস...!'
IND vs ENG: এক সুযোগেই বাজিমাত, বল হাতে 'তাণ্ডব' আকাশ দীপের! এবার কার জায়গায় ফিরবেন বুমরাহ?
এরপর তো বাকীটুকু ছিল সময়ের অপেক্ষা। ইংরেজদের সামনে ছিল অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। লাঞ্চ ব্রেকের ঠিক আগে স্টোকসের উইকেট ওয়াশিংটন সুন্দর শিকার করতেই জয়ের অপেক্ষা শুরু হয়ে যায়। দিনের শুরুতেও যেখানে সবাই প্রশ্ন করছিলেন, 'ভারত আদৌ ইংল্যান্ডকে অলআউট করতে পারবে তো?' লাঞ্চের পর সেই প্রশ্ন বদলে যায়, 'কতক্ষণে ইংল্যান্ডকে অলআউট করবে টিম ইন্ডিয়া?' শেষপর্যন্ত হল স্বপ্নপূরণ। বার্মিংহামে ইতিহাসের এক নয়া অধ্যায় লিখলেন শুভমান গিলরা। পাশাপাশি ১-১ ব্যবধানে সিরিজে সমতা ফেরাল ভারত।