IND vs SA WCL 2025: ভারতীয় বোলারদের ধ্বংস করে এবি ডিভিলিয়ার্সের আগুনে ইনিংস! ৮৮ রানে বিধ্বস্ত যুবরাজের দল

India Champions vs South Africa Champions: ১৮.২ ওভারে মাত্র ১১১ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। ফলাফল, ৮৮ রানে বিশাল হার। এই হারের পর পয়েন্ট টেবিলে একেবারে তলানিতে নেমে গেল ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স।

India Champions vs South Africa Champions: ১৮.২ ওভারে মাত্র ১১১ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। ফলাফল, ৮৮ রানে বিশাল হার। এই হারের পর পয়েন্ট টেবিলে একেবারে তলানিতে নেমে গেল ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স।

author-image
IE Bangla Sports Desk
New Update
IND vs SA WCL 2025: ভারতীয় বোলারদের পিটিয়ে ছাতু করলেন এবি ডি ভিলিয়ার্স

IND vs SA WCL 2025: ভারতীয় বোলারদের পিটিয়ে ছাতু করলেন এবি ডি ভিলিয়ার্স

AB de Villiers 63 runs: আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহুদিন আগেই অবসর নিয়েছেন এবি ডিভিলিয়ার্স (AB de Villiers)। কিন্তু মঙ্গলবার তিনি ফের একবার নিজের ৩৬০ ডিগ্রির জাদু দেখিয়ে ভারতীয় বোলারদের নাস্তানাবুদ করলেন। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস-এ (WCL 2025) ইন্ডিয়া চ্যাম্পিয়ন্সের বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস খেলেন এবি। মাত্র ৩০ বলে ৬৩ রান করে তিনি সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্সকে ২০০ রানের গণ্ডি পার করান। জবাবে ব্যাট করতে নেমে যুবরাজ সিংরা কোনও প্রতিরোধই গড়তে পারেনি। ১৮.২ ওভারে মাত্র ১১১ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। ফলাফল, ৮৮ রানে বিশাল হার। এই হারের পর পয়েন্ট টেবিলে একেবারে তলানিতে নেমে গেল ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স (India Champions)।

Advertisment

মঙ্গলবারের এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক যুবরাজ সিং। কিন্তু সেই সিদ্ধান্ত বুমেরাং হয়ে দাঁড়ায়। সাউথ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ২০৮ রান। এই ইনিংসের মূল নায়ক ছিলেন এবি ডিভিলিয়ার্স। তিনি তাঁর ইনিংসে ৩টি চার ও ৪টি ছয় মারেন। বিশেষ করে ১৯তম ওভারে ভারতীয় বোলার বিনয় কুমারের এক ওভারে ২টি ছয় ও ২টি চার হাঁকান।

আরও পড়ুন ফের অসভ্যতামি শুরু পাকিস্তানের, ভারতকে সমস্যায় ফেলতে 'নোংরা খেলা' আফ্রিদিদের

Advertisment

সাউথ আফ্রিকার ইনিংসে আরও ঝোড়ো ব্যাটিং করেন জেজে স্মাটস, যিনি ১৭ বলে ৩০ রান করেন। শেষ ওভারে ভ্যান উইক ৫ বলে ১৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তিনি অভিমন্যু মিঠুনের এক ওভারে ১টি ছয় ও ৩টি চার মারেন। এছাড়া হাশিম আমলা (২২), রুডলফ (২৪), জেপি ডুমিনি (১৬) সকলেই দলকে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

ভারতের ব্যাটিং একেবারে ভেঙে পড়ে। ওপেনার শিখর ধাওয়ান (১) এবং রবিন উথাপ্পা (২) তাড়াতাড়ি আউট হয়ে যান। আম্বাতি রায়ডু তো খাতাই খুলতে পারেননি। ইউসুফ পাঠান (৫) এবং ইরফান পাঠান (২০) দ্রুত প্যাভিলিয়নে ফেরেন। সুরেশ রায়না করেন ১৬ রান। কোনও ব্যাটারই টিকে থাকতে পারেননি। শুধু স্টুয়ার্ট বিনি লড়াইয়ের কিছুটা চেষ্টা করেন। তিনি সর্বোচ্চ ৩৭ রান করেন। তাঁর ইনিংসের দৌলতেই ভারতীয় দল ১০০ রানের গণ্ডি পেরোয়।

আরও পড়ুন আফ্রিদির সঙ্গে হাসি-ঠাট্টায় মেতে অজয় দেবগন! ভাইরাল ছবিতে তুঙ্গে ক্ষোভ, দেশভক্তি নিয়ে উঠছে প্রশ্ন

বৃষ্টির কারণে ম্যাচে বিঘ্ন ঘটে। যার জেরে ভারতের লক্ষ্য সামান্য কমিয়ে ২০০ করা হয়। তবুও ভারতীয় দল মাত্র ১১১ রানে গুটিয়ে যায় ১৮.২ ওভারে। ফলস্বরূপ, ভারতকে ৮৮ রানের বিশাল ব্যবধানে হারতে হয়।

এই হারের পরে ভারতীয় দল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস-এর পয়েন্ট টেবিলে একেবারে নিচে নেমে গিয়েছে, তাদের মাত্র ১ পয়েন্ট। প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে হওয়ার কথা থাকলেও ভারতীয় ক্রিকেটারদের একাংশের আপত্তিতে সেই ম্যাচ বাতিল হয়। দুই দলকেই ১ পয়েন্ট করে দেওয়া হয়েছিল। অন্যদিকে, সাউথ আফ্রিকা তাদের দুটি ম্যাচেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে।

AB de Villiers WCL 2025 India Champions